অথবা, নির্ভরশীলতার সংজ্ঞা দাও।
অথবা, নির্ভরশীলতা তত্ত্ব বলতে কী বুঝায়?
উত্তর৷ ভূমিকা : নির্ভরশীলতা উন্নয়নমূলক সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। বিশ্বের প্রবহমানসমাজব্যবস্থার উন্নত ও অনুন্নত প্রক্রিয়ার কারণ নির্দেশক হিসেবে নির্ভরশীলতা তত্ত্বের জন্ম। সাধারণত নির্ভরশীলতা বলতে আমরা কোনকিছুর জন্য অন্যের উপর নির্ভর করাকে বুঝি। বর্তমান বিশ্বের দরিদ্র ও অনুন্নত দেশগুলো প্রতিনিয়ত ধনী ও শিল্পোন্নত দেশগুলোর দয়ায় ও সাহায্যের উপর নির্ভরশীল এবং তাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া অনুন্নত দেশগুলো অগ্রসর হতে পারে না। মূলত এ প্রেক্ষিতে উন্নয়নমূলক সমাজবিজ্ঞানে নির্ভরশীলতা তত্ত্বের উদ্ভব হয়েছে।
নির্ভরশীলতা তত্ত্ব (Theory of dependency) : ইংরেজি ‘Dependency’ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে ‘নির্ভরশীলতা’ । সাধারণত নির্ভরশীলতা বলতে আমরা বুঝি কোনকিছুর জন্য অন্যের উপর নির্ভর করা। নির্ভরশীলতা মূলত আর্থসামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কিত একটি ধারণা এবং এটি একটি ঐতিহাসিক প্রক্রিয়া, যার মধ্য দিয়ে তৃতীয় বিশ্ব এক ধরনের নির্ভরশীল সম্পর্কের মধ্যে প্রবেশ করে। এর মধ্য দিয়ে নির্ভরশীল দেশগুলো দীর্ঘকাল যাবৎ অধস্তন অবস্থায় পতিত থাকে। এ অধস্তন অবস্থা বা নির্ভরশীলতা অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে। আবার নির্ভরশীলতা মূলত উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদের প্রত্যক্ষ ফল। বিশ্বের প্রবহমান রাষ্ট্রব্যবস্থার উন্নত ও অনুন্নত প্রক্রিয়ার কারণ নির্দেশক হিসেবে নির্ভরশীলতা তত্ত্বের জন্ম।
প্রামাণ্য সংজ্ঞা : মূলত নির্ভরশীলতা তত্ত্ব কোন সংজ্ঞা দিয়ে বুঝানো সম্ভব নয়। তবুও নির্ভরশীলতা তাত্ত্বিকগণ তাদের মতামত দানের মাধ্যমে এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানে সক্ষম হন। নিম্নে বিভিন্ন সমাজতাত্ত্বিক প্রদত্ত নির্ভরশীলতার সংজ্ঞা দেয়া হলো :
Oxford Dictionary of Sociology তে নির্ভরশীলতা সম্পর্কে বলা হয়েছে যে, “Dependency is a set of theories which maintained that the failure of third world states to achieve adequated and sustainable levels of development resulted from their dependence of the advanced capitalist world.” টিক নির্ভরশীলতা তত্ত্বের প্রধান বক্তা এ. জি. ফ্রাংক (A. G. Frank) তাঁর ‘Capitalism and Underdevelopment in Latin America’ গ্রন্থে বলেন, “ধনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তৃতীয় বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে না। ভুবনব্যাপী এ ধনতান্ত্রিক শোষণের ফলে তৃতীয় যে সামাজিক প্রক্রিয়ার সৃষ্টি হয় তাকে অবোন্নয়ন বলে। অবোন্নয়ন শুধু ধনতান্ত্রিক ‘বিশ্বের প্রান্তেই ঘটে’।
জন. জে. ম্যাকিওনিস (John J. Macionis) এর মতে, “Dependency theory is a model of economic and social development that explains global inequality in terms of the historical exploitation of poor societies by rich societies.” দস সান্তোস (Dos Santos) এর ভাষায়, “নির্ভরশীলতা এমন এক ধরনের নিয়ন্ত্রণকারী অবস্থা যেখানে একই গ্রুপভুক্ত দেশের অর্থনীতি অন্যান্য দেশের উন্নয়ন এবং সম্প্রসারণ দ্বারা নিয়ন্ত্রিত।”
উপসংহার : সুতরাং উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে, উন্নত দেশসমূহ কতিপয় শর্তসাপেক্ষে তথা তৃতীয় বিশ্বের দেশগুলোকে আর্থিকভাবে যে সাহায্য করে তাই নির্ভরশীল তত্ত্ব নামে খ্যাত।