নির্দিষ্ট মাঠকর্ম ও সহগামী মাঠকর্মের পার্থক্যসমূহ কী কী তা লিখ ।

অথবা, বিশেষ মাঠকর্ম ও চলমান মাঠকর্মের বৈসাদৃশ্য আলোচনা কর।
অথবা, নির্দিষ্ট মাঠকর্ম ও সহগামী মাঠকর্মের বৈসাদৃশ্যসমূহ বর্ণনা কর।
উত্তর।৷ ভূমিকা :
নির্দিষ্ট (Block) ও সহগামী (Concurrent) উভয়ই মাঠকর্মের দুটি ধরন । নির্দিষ্ট মাঠকর্মে ছাত্রছাত্রীরা তাদের বিভাগ থেকে কোনো সংস্থায় সংস্থাপিত হয়। অন্যদিকে, চলমান মাঠকর্মে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার সাথে মিল রেখে এজেন্সিতে পাঠানো হয় । উভয়ের মধ্যে কতিপয় পার্থক্য লক্ষ করা যায়।
নির্দিষ্ট মাঠকর্ম ও সহগামী মাঠকর্মের পার্থক্য : নিম্নে নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্মের পার্থক্য তুলে ধরা হলো :

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নির্দিষ্ট মাঠকর্ম ও সহগামী মাঠকর্মের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।তবে উপর্যুক্ত পার্থক্য থাকলেও উভয়ের মধ্যে বহুদিক থেকেই মিল রয়েছে। উভয়েরই লক্ষ্য শিক্ষার্থীদের সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাকে বাস্তবে প্রয়োগ করতে সহায়তা করা । সমাজকর্মে উভয় ধরনের মাঠকর্ম অনুশীলনেরই ব্যবস্থা রয়েছে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/