অথবা, নিয়ন্ত্রিত দল কাকে বলে?
অথবা, নিয়ন্ত্রিত দলের সংজ্ঞা দাও।
অথবা, নিয়ন্ত্রিত দল কী?
উত্তর।। ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানেই নিজস্ব বিষয়বস্তুর আঙ্গিকে তার অনুধ্যান বা গবেষণা পদ্ধতি নির্ভর করে।মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে এবং এ আচরণের ধরনে রয়েছে ব্যাপকতা। তাই মনোবিজ্ঞানে ব্যবহৃত
পদ্ধতিসমূহেও রয়েছে ভিন্নতা ও ব্যাপকতা। এক্ষেত্রে কেবল একটি মাত্র পদ্ধতি ব্যবহার করে অনুধ্যান পরিচালনা সম্ভব নয়। এছাড়াও নতুন নতুন গবেষণা পদ্ধতির অনুসন্ধান ও তার প্রয়োগে মনোবিজ্ঞানীগণ সর্বদা সচেষ্ট।
নিয়ন্ত্রিত দল : অন্যদিকে, নিয়ন্ত্রিত দল হলো একই সমগ্রকের সমবৈশিষ্ট্যপূর্ণ আর একটি অংশ, যাকে স্বাধীন চলকের প্রভাবমুক্ত রাখা হয় এবং যাকে তার নিজস্ব ভঙ্গিতে ক্রিয়াশীল থাকতে সুযোগ দেয়া হয়। প্রকৃতপক্ষে পরীক্ষণ ও নিয়ন্ত্রিত দল উভয়েই সমবৈশিষ্ট্যপূর্ণ অথবা দৈবচয়নের মাধ্যমে সমতা বিধানকৃত দু’টি দল। পার্থক্য হলো পরীক্ষণ দলকে এখানে স্বাধীন চলকের প্রভাবাধীন বা ক্রিয়াধীন করা হয়। নিয়ন্ত্রিত পরিবেশে ঘটনাকে পর্যবেক্ষণ করা হয় এবং এটিকে প্রায় ল্যাবরেটরি পরীক্ষণ বলা যায়। এ পদ্ধতিতে কোন উদ্দীপককে বিষয়ের কাছে নিয়ে যাওয়া হয় এবং এর প্রেক্ষিতে বিষয়ের (Subject) প্রতি প্রভাবকে পর্যবেক্ষণ করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল মনোবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষণকে অনেক সময় ‘Controlled laboratory study’ হিসেবেও উল্লেখ করা হয়। ‘নিয়ন্ত্রণ’ হচ্ছে পরীক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে অবশ্যই পরিকল্পিতভাবে। তাই পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলের গুরুত্ব মনোবিজ্ঞানে অস্বীকার করা যায় না।