উত্তর৷ ভূমিকা: বিস্তার পরিমাপের একটি সহজসরল ও বোধগম্য পরিমাপক হলো পরিসর। এটি একটিঅবস্থানগত বিস্তার পরিমাপক। কোন রাশি তথ্যমালার সবচেয়ে বড় ও ছোট মানের ব্যবধান বা দূরত্বকে বলে পরিসর। অর্থাৎ, পরিসর রাশি তথ্যমালার দুটি প্রান্তিক রাশির ব্যবধানকে নির্দেশ করে। পরিসর রাশি তথ্যমালার অন্যান্য রাশ সম্পর্কে কেননা, এক্ষেত্রে প্রান্তিক রাশির অস্তিত্ব নির্ণয় কার যায় না। শ্রেণিবদ্ধ গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণির ঊর্ধ্বসীমা ও প্রথম শ্রেণির নিম্নসীমার ব্যবধানকে পরিসর গণনা করা হয়। সামাজিক পরিসংখ্যানে পরিসরের ব্যবহার সীমিত এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ । বিস্তৃতির সুষ্ঠু পরিমাপ পরিসরের মাধ্যমে নির্ণয় করা যায় না ।
সমাধান : আমরা জানি, পরিসর, R = সর্বোচ্চ শ্রেণির ঊর্ধ্ব সীমা সর্বনিম্ন শ্রেণির নিম্ন সীমা R= L-S