নারী উন্নয়নে” উন্নয়নে নারী” নীতিমালার সীমাবদ্ধতা কি কি?

অথবা, নারী উন্নয়নে উন্নয়নে নারী’ নীতিমালার সীমাবদ্ধতার পরিচয় দাও।
অথবা, নারী উন্নয়নে ‘উন্নয়নে নারী’ নীতিমালার সীমাবদ্ধতা সম্পর্কে যা জানো লেখ।
উত্তর ভূমিকা :
সত্তরের দশকে আধুনিকায়ন তত্ত্বের সমালোচনার ধারায় ‘উন্নয়নে নারী’ (WID) নীতিমালার উদ্ভব। এ নীতিমালা অনুযায়ী ধরে নেয়া হয় যে, নারীরা সম্পদ, দক্ষতা ও সুযোগের অভাবের দরুন উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয় এবং তাই তাদের উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে।

উন্নয়নে নারী’ নীতিমালার সীমাবদ্ধতা : উন্নয়নে নারী নীতিমালার WID এর সীমাবদ্ধতাগুলো নিম্নে আলোচনা করা হলো :
১. উন্নয়নে নারী নীতিমালা এমন ধারণা পোষণ করে যে, নারীরা উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নয়।
২. প্ৰচলিত বৈষম্যমূলক সামাজিক কাঠামোকে মেনে নেয়। কখনই নারীর প্রচলিত অধস্তন তার উৎস সম্পর্কে প্রশ্ন তোলে না।
৩.নারীর দারিদ্র্য ও অর্ধস্তন অবস্থার মূল কারণস্বরূপ পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করে না।
৪.শ্রেণি, বর্ণ, ধর্ম, সংস্কৃতি ইত্যাদিকে উপেক্ষা করে নারীদের একটি আলাদা বা বিচ্ছিন্ন গ্রুপ হিসেবে দেখা হয় এবং বিচ্ছিন্নভাবে নারীর চাহিদা পূরণ করারও চেষ্টা করা হয়।
৫.সংঘাতহীন, আপসকামী মনোভাব পোষণ করে এবং উন্নয়ন কর্মকাণ্ড থেকে নারীরা পুরুষের সমান উপকৃত না হওয়ার কারণ উদঘাটনে উদ্যোগী হয় না।
৬.নারীর জীবনের উৎপাদনশীল দিকের উপর বেশি জোর দেয়া হয় কিন্তু নারীর প্রজনন বা পুনঃউৎপাদনমূলক ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়।
৭.নারীর গার্হস্থ্য কাজ ও দায়দায়িত্বের বোঝা লাঘব না করে তাদের শ্রমের বাজারে ঠেলে দেয়া হয়।
৮. সম্পদের অপর্যাপ্ততা এবং নারীর অনভিজ্ঞতার প্রশ্ন তুলে নারী উন্নয়ন কর্মকাণ্ডের পরিধিকে প্রায়শই সীমিত করা হয়।
৯. ধরে নেয়া হয় যে, নারীরা উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হলে নারীর বিদ্যমান অধস্তন অবস্থা আপনাআপনি পরিবর্তিত হবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত সীমাবদ্ধতাগুলোই উন্নয়নে নারী নীতিমালার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও উন্নয়নে নারী নীতিমালাই প্রথম নারী উন্নয়ন নীতি, যা উন্নয়ন তত্ত্ব ও প্রয়োগের ক্ষেত্রে নারী ইস্যুটিকে মূর্তভাবে সামনে নিয়ে আসে।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/