অথবা, আমাদের দেশের প্রেক্ষিতে নারীদের চাহিদাসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে নারীদের চাহিদাগুলো কী কী?
অথবা, নারীদের চাহিদাগুলো সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, একজন নারী কী কী চাহিদা অনুভব করে?
উত্তর।। ভূমিকা : মানুষ সামাজিক জীব। সমাজে তাকে বসবাস করতে হয়। সমাজে বসবাস ও জীবনধারণ ও জীবন বিকাশের জন্য তার কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়। এসব জিনিসকেই চাহিদা বলে। পৃথিবীর প্রায় প্রত্যেক জীবজন্তুরই কিছু কিছু চাহিদা রয়েছে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের চাহিদা আরও বেশি। কারণ মানুষ প্রাণিকুলের মধ্যে সবচেয়ে উন্নত জীবনযাপন করে। নারীরাও মানুষ। তাদেরও রয়েছে নানাবিধ চাহিদা। তাছাড়া বর্তমানে নারীরা সমাজে নানা বৈষম্যের শিকার। কিন্তু নারীকে বাদ দিয়ে সমাজের, দেশের উন্নয়ন আশা করা যায় না। তাই নরনারীর সুষম উন্নয়ন দরকার। সেজন্য নারীদের চাহিদাগুলো পূরণ করা জরুরি।
নারীদের চাহিদাসমূহ : নারীরা সমাজেরই অংশ। সর্বোপরি নারীরাও মানুষ। তাদেরও রয়েছে নানারকম চাহিদা। নিম্নে নারীদের যেসব চাহিদা আছে তা আলোচনা করা হল :
১. শিক্ষার চাহিদা : শিক্ষাই জাতির মূল চাবিকাঠি। অথচ নারীরা আজ অনেক পিছিয়ে রয়েছে। এর প্রধান কারণ নারীরা শিক্ষা লাভ হতে বঞ্চিত হচ্ছে। অথচ বর্তমান যুগে শিক্ষা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। তাই নারীদের উন্নয়ন ও উন্নত জীবন লাভ, জীবন সম্পর্কে আধুনিক ও সঠিক ধারণা লাভের জন্য শিক্ষা অতি জরুরি। তাই শিক্ষা লাভের চাহিদা নারীদের প্রধান চাহিদা।
২. খাদ্যের চাহিদা : মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। অথচ নারীরা পুরুষের মত খাদ্য গ্রহণ করে না। অনেক সময় নারীরা উপযুক্ত খাদ্য পায় না। বিশেষ করে বাড়ির পুরুষ সদস্যের খাওয়ার পরে নারীরা খায়। তাছাড়া গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় খাদ্য তারা পায় না। তাই খাদ্যের চাহিদা নারীদের অন্যতম চাহিদা।
৩. পুষ্টির চাহিদা : খাদ্য চাহিদার পাশাপাশি নারীদের পুষ্টির চাহিদাও রয়েছে। নারীরা পুষ্টিকর খাবার হতে বঞ্চিত।আবার অনেক অভিভাবক মেয়ে সন্তানদের ছেলেদের তুলনায় কম খাবার দেয়। তাছাড়া গর্ভকালীন সময়ে নারীদের অধিক পুষ্টিকর খাদ্যের দরকার হলেও তারা তা পায় না। তাই একথা বলা যায় যে, পুষ্টির চাহিদা রয়েছে নারীদের।
৪. বস্ত্রের চাহিদা : সমাজে ভালোভাবে বসবাস করতে হলে বস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। পোশাক আশাক মানুষের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে বিকশিত করে। নারীরা বস্ত্রের চাহিদা হতে বঞ্চিত।
৫. চিকিৎসা প্রাপ্তির চাহিদা : নারীদের চিকিৎসা প্রাপ্তির চাহিদা রয়েছে। নারীরা উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাছাড়া গর্ভকালীন সময় ও প্রসবকালীন সময়ে উপযুক্ত চিকিৎসার অভাবে অনেক নারীর মৃত্যু ঘটে। তাই উপযুক্ত চিকিৎসা প্রাপ্তি আজ নারীদের অধিকারে পরিণত হয়েছে।
৬. ন্যায্য মজুরি লাডের চাহিদা : নারীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। অনেক সময় দেখা যায় একই কাজে নারীরা পুরুষের অর্ধেক মজুরি পেয়ে থাকে। কিন্তু ন্যায্য মজুরি প্রাপ্তি তাদের নৈতিক অধিকার।
৭. কর্মসংস্থান লাভের চাহিদা : নারীরা কর্মসংস্থান লাভের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। নারীরা শিক্ষিত হয়েও বেকার থাকছে। কারণ চাকরিতে নারীদের নিয়োগ দেওয়া হয় না। ফলে নারীরা কর্মসংস্থানের অভাবে জীবনমানের উন্নয়ন করতে পারছে না। তাই কর্মসংস্থানের চাহিদা রয়েছে নারীদের।
৮. বৈষম্য দূরীকরণের চাহিদা : নারীরা সমাজ, পরিবার ও দেশের অংশ হলেও তারা নানা বৈষম্যের শিকার। বিশেষ করে গ্রাম এলাকায় নারীরা নানা বৈষম্যের শিকার। বৈষম্যের কারণে পুরুষতান্ত্রিক সমাজে নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের বৈষম্য করা চলবে না।
৯. নারী নির্যাতন রোধের চাহিদা : আমাদের সমাজে নারী নির্যাতন বিরোধী আইন থাকলেও নারী নির্যাতনের হার দিনদিন বেড়েই চলেছে। নির্যাতনের মাধ্যমে নারীহত্যাও করা হয়। তাই নারী নির্যাতন রোধের চাহিদা নারীদের রয়েছে।
১০. উপযুক্ত বিচার প্রাপ্তির চাহিদা : নারীরা নানারকম বৈষম্য ও নির্যাতনের শিকার হলেও উপযুক্ত বিচার পাচ্ছে না।কিন্তু উপযুক্ত বিচার লাভ তাদের সময়ের দাবি।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।নানা কারণে নারীরা সমাজে উপেক্ষিত ও অবহেলিত। অথচ মানুষ হিসেবে নারীদেরও রয়েছে নানারকম চাহিদা। এসব চাহিদা পূরণ করতে পারলে আমাদের দেশের নারীরা সমাজ ও দেশের উন্নয়নে তাদের সঠিক ভূমিকা পালন করতে পারবে। তাই নারীদের চাহিদাসমূহ পূরণ করা আজ সময়ের দাবি।