নবম অধ্যায়, সামাজিক নিরাপত্তা

ক-বিভাগ

সামাজিক নিরাপত্তা কাকে বলে?
উত্তর ঃ আধুনিক শিল্প সমাজের পেশাগত দুর্ঘটনা, অকাল মৃত্যু, অসুস্থতা, বেকারত,
নির্ভরশীলতা ইত্যাদি আকস্মিক আর্থিক দুর্যোগ মোকাবিলায় গৃহীত অর্থনৈতিক প্রতিরক্ষামূলক কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা বলে।
রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তার সূচনা করেন কে?
উত্তর : জার্মানির চ্যালেন্সর বিসমার্ক।
সামাজিক নিরাপত্তা সম্পর্কীত ১ম আইন কোনটি?
উত্তর : Insurance Act.
Insurance Act কত সালে কোথায় বাধ্যতামূলক হিসেবে প্রণীত হয়।
উত্তর ঃ ১৮৮৩ সালে, জার্মানিতে।
ব্রিটিশ শাসিত ভারতে কোন আইনের মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা সূচিত হয়?
উত্তর ঃ শ্রমিক ক্ষতিপূরণ আইন ।
শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয়।
উত্তর : ১৯২৩ সালে।
আমেরিকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি গৃহীত হয় কখন?
উত্তর : ১৯২৯ সালে।
আমেরিকায় সামাজিক নিরাপত্তা সূচিত হয় কিসের মাধ্যমে?
উত্তর : ১৯৩৫ সালের সামাজিক আইনের মাধ্যমে।
ইংল্যাণ্ডে কখন সামাজিক-নিরাপত্তামূলক কর্মসূচি পাস হয়?
উত্তর : ১৯৪২ সালে।
কার নেতৃত্বে ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গৃহীত হয়?
উত্তর : উইলিয়াম বিভারিজের।
Social security is an attack on five giants namely want, disease, ignorance squalor and
illness-কার মতামত?
উত্তর : উইলিয়াম বিভারিজ।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি কত প্রকার?
উত্তর : ৩ প্রকার।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি কি কি?
উত্তর : সামাজিক বিমা, সামাজিক সাহায্য, সমাজসেবা কর্মসূচি।
চাকরিজীবী শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তামূলক আইন কোনটি?
উত্তর : ভবিষৎ তহবিল আইন- ১৯২৫।
বাংলাদেশে প্রচলিত কয়েকটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি উলেখ কর।
উত্তর ঃ প্রভিডেন্ড ফান্ড ১৯২৩, যৌথ বিমা- ১৯২৩, মাতৃসুবিধা আইন- ১৯৩৯ ইত্যাদি ।
সামাজিক নিরাপত্তার ১টি উদ্দেশ্য লিখ।
উত্তর ঃ সামাজিক সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা।
jeudally2)
সামাজিক নিরাপত্তা মূলত কেমন?
উত্তর ঃ ত্রিমুখী ।
“Encyclopeadia of social work.”- এ চয়টি সামাজিক নিরাপত্তা মূলনীতির কথা বলা হয়েছে।
উত্তর ঃ ৪টি।
বাংলাদেশে ২টি সামাজিক নিরাপত্তামুলক কর্মসূচির নাম লিখ।
উত্তর : ক. মাতৃত্ব সুবিধা ও খ. চিকিৎসা সুবিধা।
কোন ধরনের সামাজিক নিরাপত্তার ব্যক্তিকে অবদান রাখতে হয়?
উত্তর : সামাজিক বিমা কর্মসূচিতে।

খ-বিভাগ

১। সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝ?
২। সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ কি কি?
৩। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুবিধা লেখ ।
৪। সামাজিক বিমা বলতে কি বুঝ?
৫। সামাজিক বিমার সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধর।

গ-বিভাগ

৬। সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝ? সমাজকর্মের সাথে সামাজিক নিরাপত্তার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর ।
৭। সামাজিক নিরাপত্তা কি? বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বর্ণনা দাও।
৮। সামাজিক নিরাপত্তার বিবর্তন আলোচনা কর।
৯। সামাজিক নিরাপত্তার ধরনসমূহ তুলে ধর।
১০। সামাজিক নিরাপত্তা কি? সামাজিক নিরাপত্তার শ্রেণিবিন্যাস কর। সামাজিক নিরাপত্তা গুরুত্ব তুলে ধর।
১১৷ সামাজিক নিরাপত্তা কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক নিরাপত্তার গুরুত্ব আলোচনা কর।