নবম অধ্যায়, বৈশেষিক,

ক-বিভাগ

বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি কণাদ ।
কোনগুলোকে সমানতন্ত্র বলা হয়?
উত্তর : ন্যায় দর্শন ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলা হয়।
বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে?
উত্তর : বৈশেষিক দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে। যথা : ক. প্রত্যক্ষ ও খ. অনুমান।
বৈশেষিক মতে, উপমান ও শব্দ কোনটির অন্তর্গত?
উত্তর : বৈশেষিক মতে, উপমান ও শব্দ অনুমানের অন্তর্গত।
অযথার্থ অনুভব কত প্রকার?
উত্তর : অযথার্থ অনুভব দুই প্রকার। যথা : ক. সংশয় (Doubt) ও খ. বিপর্যয় (Illusion)।
পদার্থ কী?
উত্তর : পদের দ্বারা যে বিষয় সূচিত হয় তাই হলো পদার্থ।
যা প্রমিতির বিষয় তা কী?
উত্তর : যা প্রমিতির বিষয় তা পদার্থ।
বৈশেষিক দর্শন কয়টি পদার্থ স্বীকার করে?
উত্তর : বৈশেষিক দর্শন সাতটি পদার্থ স্বীকার করে।
বৈশেষিক দর্শন কয়টি পদার্থ স্বীকার করে এবং কী কী?
উত্তর : বৈশেষিক দর্শন সাতটি পদার্থ স্বীকার করে। যথা : i. দ্রব্য, ii. গুণ, iii. কর্ম, iv. সামান্য, v. বিশেষ,
vi. সমবায় এবং vii. অভাব।
দ্রব্য কাকে বলে?
উত্তর : গুণ ও ক্রিয়া যে পদার্থকে আশ্রয় করে বিদ্যমান থাকে তাকে দ্রব্য বলে।
দ্রব্য কত প্রকার ও কী কী?
উত্তর : দ্রব্য নয় প্রকার। যথা : ক্ষিতি, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা এবং মন।
নয়টি দ্রব্যের মধ্যে প্রথম পাঁচটিকে কী বলে?
উত্তর : নয়টি দ্রব্যের মধ্যে প্রথম পাঁচটিকে পঞ্চভূত বলে।
ভূত কোন ধরনের পদার্থ?
উত্তর : ভূত ভৌতিক পদার্থ।
এ জগতের যাবতীয় উৎপত্তিশীল দ্রব্যের মৌলিক উপাদান কী?
উত্তর : এ জগতের যাবতীয় উৎপত্তিশীল দ্রব্যের মৌলিক
হলো পরমাণু।
আকাশ কী?
উত্তর : শব্দগুণ যাকে আশ্রয় করে থাকে তাই হলো আকাশ।
দিক্‌ কেমন?
উত্তর : দিক্ হলো এক, অখণ্ড এবং সর্বব্যাপী।
চৈতন্য আত্মার কোন গুণ?
উত্তর : চৈতন্য আত্মার আগন্তুক গুণ।
বৈশেষিকদের মতে গুণ কত প্রকার ও কী কী?
উত্তর : বৈশেষিকদের মতে গুণ চব্বিশ প্রকার। যথা : রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ,
বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, গুরুত্ব, দ্রবত্ব, স্নেহ, সংস্কার, ধর্ম, অধর্ম এবং শব্দ।
কর্ম কিসের গতি?
উত্তর : কর্ম জড় পদার্থের গতি।
কর্ম কত প্রকার ও কী কী?
উত্তর : কর্ম পাঁচ প্রকার। যথা : ক. উৎক্ষেপণ; খ. অবক্ষেপণ; গ. আকুঞ্চন; ঘ. প্রসারণ ও ঙ. গমন।
সামান্য কী ধরনের পদার্থ?
উত্তর : সামান্য হলো নিত্য পদার্থ।
দ্রব্যের কী আছে?
উত্তর : দ্রব্যের উৎপত্তি ও বিনাশ আছে।
বিশেষ কোনটির সম্পূর্ণ বিপরীত পদার্থ?
উত্তর : বিশেষ হলো সামান্যের সম্পূর্ণ বিপরীত পদার্থ ।
অনিত্য পদার্থের বিশেষ আছে কী?
উত্তর : অনিত্য পদার্থের বিশেষ নেই।
বৈশেষিক নামের উৎপত্তি কোথা থেকে?
উত্তর : ‘বিশেষ’ কথাটি থেকেই বৈশেষিক নামের উৎপত্তি।
সমবায় সম্বন্ধ কাকে বলে?
উত্তর : দুটি পদার্থ যখন এমন এক অবিচ্ছেদ্য নিত্য সম্বন্ধে যুক্ত হয় যে, পদার্থ দুটির মধ্যে একটি আর একটিতে
থাকে, তখন ঐ সম্বন্ধকে সমবায় সম্বন্ধ বলে।
সংযোগ সম্বন্ধ কী ধরনের সম্বন্ধ?
উত্তর : সংযোগ সম্বন্ধ হলো অনিত্য ও বাহ্য সম্বন্ধ।
অভাব কী ধরনের পদার্থ?
উত্তর : অভাব হলো নঞর্থক পদার্থ (Negative Category)।
অভাব মানে কী?
উত্তর : অভাব মানে যার অস্তিত্ব নেই।
অভাব কত প্রকার ও কী কী?
উত্তর : অভাব দুই প্রকার। যথা : ক. সংসর্গাভাব এবং খ. অন্যোন্যাভাব।
সংসর্গাভাব বলতে কী বুঝায়?
উত্তর : সংসর্গাভাব বলতে কোন কিছুতে অন্য কোন কিছুর অভাব বুঝায়।
অন্যোন্যাভাব বলতে কী বুঝায়?
উত্তর : অন্যোন্যাভাব বলতে বুঝায় একটি বস্তু আর একটি বস্তু নয়।
সংসর্গাভাব কত প্রকার ও কী কী?
উত্তর : সংসর্গাভাব তিন প্রকার। যথা : ক. প্রাগভাব; খ. ধ্বংসাভাব ও গ. অত্যন্তাভাব।
প্রাগভাব কাকে বলে?
উত্তর : উৎপন্ন হবার পূর্বে উৎপাদনে বস্তু র যে অভাব থাকে এবং উৎপন্ন হলে যা থাকে না তাকে প্রাগভাব বলে।
প্রাগভাবের একটি উদাহরণ দাও?
উত্তর : প্রাগভাবের একটি উদাহরণ হলো মাটিতে মূর্তির অভাব।
ধ্বংসাভাব কী?
উত্তর : কোন বস্তু উৎপন্ন হবার পর ধ্বংস হলে বস্তুটির যে অভাব হয় তাকে ধ্বংসাভাব বলে।
অত্যম্ভাভাব কী?
উত্তর : সকল সময়েই দুটি বস্তুর মধ্যে সম্বন্ধের অভাবই হলো অত্যন্তাভাব।
নিত্য পদার্থের কোনটি নেই?
উত্তর : নিত্য পদার্থের উৎপত্তি ও বিনাশ নেই।
পরমাণু জগতের কোন কারণ?
উত্তর : পরমাণু জগতের উপাদান কারণ।
বৈশেষিকরা কোন মতবাদী?
উত্তর : বৈশেষিকরা দ্বৈতবাদী।
বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি কণাদ ।
ঋষি কণাদ প্রবর্তিত দর্শনের নাম বৈশেষিক দর্শন কেন?
উত্তর : ঋষি কণাদ প্রবর্তিত দর্শনের নাম বৈশেষিক দর্শন কারণ এই দর্শনে ‘বিশেষ’ নামে একটি পদার্থ স্বীকার
করা হয়েছে।
ঋষি কণাদ প্রবর্তিত দর্শনের নাম কী?
উত্তর : ঋষি কণাদ প্রবর্তিত দর্শনের নাম কণাদ দর্শন।
ঋষি কণাদ এর প্রকৃত নাম কী?
উত্তর : ঋষি কণাদ এর প্রকৃত নাম উলুক।
কী কারণে বৈশেষিক দর্শন ‘ঔলুক্য দর্শন’ নামেও পরিচিত?
উত্তর : ঋষি কণাদ এর প্রকৃত নাম উলুক হওয়ার জন্য তাঁর প্রবর্তিত বৈশেষিক দর্শন ‘ঔলুক্য দর্শন’ নামেও পরিচিত।
ঋষি কণাদ এর গোত্র কী ছিল?
উত্তর : ঋষি কণাদ এর গোত্র কাশ্যপ ছিল।
বৈশেষিক দর্শনের প্রথম সুসংহত রচনা কোনটি?
উত্তর : বৈশেষিক দর্শনের প্রথম সুসংহত রচনা ‘বৈশেষিক সূত্র’।
‘বৈশেষিক সূত্র’-এর রচয়িতা কে?
উত্তর : ‘বৈশেষিক সূত্র’-এর রচয়িতা হলেন ঋষি কণাদ ।
‘বৈশেষিক সূত্র’ কয়টি অধ্যায়ে বিভক্ত?
উত্তর : ‘বৈশেষিক সূত্র’ দশটি অধ্যায়ে বিভক্ত।
বৈশেষিক সূত্রের প্রতিটি অধ্যায়ে কয়টি পরিচ্ছেদ আছে?
উত্তর : বৈশেষিক সূত্রের প্রতিটি অধ্যায়ে দুটি পরিচ্ছেদ আছে।
বৈশেষিক সূত্রের পরিচ্ছেদকে কী বলে?
উত্তর : বৈশেষিক সূত্রের পরিচ্ছেদকে আহ্নিক বলে।
বৈশেষিক সূত্রে মোট কতটি সূত্র আছে?
উত্তর : বৈশেষিক সূত্রে মোট তিনশত সত্তরটি সূত্র আছে।
বৈশেষিক দর্শনের উপর একটি প্রামাণিক গ্রন্থের নাম লিখ।
উত্তর : বৈশেষিক দর্শনের উপর একটি প্রামাণিক গ্রন্থ হলো ‘পদার্থ ধৰ্ম সংগ্রহ’।
‘পদার্থ ধর্ম সংগ্রহ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘পদার্থ ধর্ম সংগ্রহ’ গ্রন্থের রচয়িতা হলেন প্রশস্ত পাঁদমুনি।
‘ন্যায় কন্দলী’ টীকার রচয়িতা কে?
উত্তর : ‘ন্যায় কন্দলী’ টীকার রচয়িতা হলেন শ্রীধর।
‘কিরণাবলী টীকার রচয়িতা কে?
উত্তর : ‘কিরণাবলী’ টীকার রচয়িতা হলেন উদয়ন।
‘ব্যোমবতী’ টীকার রচয়িতা কে?
উত্তর : ‘ব্যোমবর্তী’ টীকার রচয়িতা হরেন ব্যোমশিব।
‘পদার্থ ধর্ম সংগ্রহ’-এর উপর রচিত উল্লেখযোগ্য তিনটি টীকার নাম লিখ।
উত্তর : ‘পদার্থ ধর্ম সংগ্রহ’ এর উপর রচিত উল্লেখযোগ্য তিনটি টীকার নাম লিখ।
‘কিরণাবলী প্রকাশ’ টিপ্পনীর রচয়িতা কে?
উত্তর : ‘কিরণাবলী প্রকাশ’ টিপ্পনীর রচয়িতা মৈথিল পণ্ডিত বর্ধমান।
‘সপ্তপদার্থী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘সপ্তপদার্থী’ গ্রন্থের রচয়িতা হলেন শিবাদিত্য।
‘ন্যায়বলীলাবর্তী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘ন্যায়শীলাবতী’ গ্রন্থের রচয়িতা হলেন বল্লভাচার্য।
‘ভাষা পরিচ্ছেদ -গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘ভাষা পরিচ্ছেদ’ গ্রন্থের রচয়িতা বিশ্বনাথ ।
বর্ধমান কোন টীকার উপর ‘কিরণাবলী প্রকাশ’ টিপ্পনী রচনা করেন?
উত্তর : বর্ধমান ‘কিরণাবলী’ টীকার উপর ‘কিরণাবলী প্রকাশ’ টিপ্পনী রচনা করেন।
‘দীধিতি’ নামক টীকার রচয়িতা কে?
উত্তর : ‘দীধিতি’ নামক টীকার রচয়িতা হলেন রঘুনাথ।
রঘুনাথ কোন গ্রন্থের উপর ‘দীধিতি’ টীকার রচনা করেন?
উত্তর : রঘুনাথ ‘ন্যায়লীলাবতী’ গ্রন্থের উপর ‘দীধিতি’ টীকার রচনা করেন।
কোন কোন দর্শনকে সমানতন্ত্র বলে?
উত্তর : ন্যায়-দর্শন ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলা হয়।
সকল দুঃখের মূল কারণ কী?
উত্তর : অজ্ঞনতা বা মিথ্যাজ্ঞান সকল দুঃখের মূল কারণ।
বৈশেষিক দর্শন কয়টি প্রমাণ স্বীকার করে?
উত্তর : বৈশেষিক দর্শন দুটি প্রমাণ স্বীকার করে।
বৈশেষিক দর্শন কোন দুটি প্রমাণ স্বীকার করে?
উত্তর : বৈশেষিক দর্শন যে দুটি প্রমাণ স্বীকার করে তা হলো প্রত্যক্ষ ও অনুমান।
বৈশেষিক দর্শন মতে, কোনগুলো অনুমানের অন্তর্গত?
উত্তর : বৈশেষিক দর্শন মতে, উপমান ও শব্দ অনুমানের অন্তর্গত।
ন্যায়-দর্শন কয়টি পদার্থ স্বীকার করে?
উত্তর : ন্যায়-দর্শন ষোলটি পদার্থ স্বীকার করে।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥বৈশেষিক দর্শন কী?
প্রশ্ন।২।বৈশেষিক মতে ঈশ্বর বলতে কী বুঝায়?
প্রশ্ন।৩।বৈশেষিক মতে দ্রব্য কী?
প্রশ্ন॥৪॥বৈশেষিক মতে দ্রব্যের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন॥৫॥বৈশেষিক মতে চারটি দ্রব্যের মৌলিক উপাদান কি?
প্রশ্ন।৬।বৈশেষিক মতে মন কী?
প্রশ্ন॥৭॥বৈশেষিক মতে মনের অস্তিত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৮॥বৈশেষিক মতে গুণ কী?
প্রশ্ন॥৯॥বৈশেষিক মতে সংযোগ কী?
প্রশ্ন।১০।বৈশেষিক মতে বিভাগ কী?
প্রশ্ন।১১।বৈশেষিক মতে কর্ম কী? কর্মের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১২।বৈশেষিক মতে কর্মের প্রকারভেদ সংক্ষেপে লেখ ।
প্রশ্ন।১৩৷ বৈশেষিক মতে সামান্য কী?
প্রশ্ন।১৪।সামান্য সম্পর্কে ভারতীয় দর্শনের মত সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১৫। বৈশেষিক মতে ব্যাপকতা অনুসারে সামান্যের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷১৬ বৈশেষিক মতে বিশেষ কী?
প্রশ্ন।১৭৷বৈশেষিক মতে সমবায় কী?
প্রশ্ন।১৮।বৈশেষিক মতে সমবায়ের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷১৯৷ বৈশেষিক মতে অভাব কী?
প্রশ্ন৷ ২০॥বৈশেষিক মতে অভাবের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।২১।বৈশেষিক মতে ধ্বংসাভাব কী?
প্ৰশ্ন৷২২৷বৈশেষিক মতে প্রাগভাব কী?
প্রশ্ন৷২৩৷বৈশেষিক মতে প্রাগভাব ও অন্যোন্যাভাব কী?
প্ৰশ্ন৷৷২৪৷ বৈশেষিক মতে জগতের সৃষ্টি ও লয় সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন৷।২৫।জগৎ অনিত্য বলতে বৈশেষিকগণ কী বুঝিয়েছেন?
প্রশ্ন৷২৬।বৈশেষিক মতে যে কোন দুটি পদার্থ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷বৈশেষিক পরমাণুবাদ কী?
প্রশ্ন৷২৮৷ বৈশেষিক পরমাণুবাদের স্বরূপ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।২৯।বৈশেষিক পরমাণুবাদ ও পাশ্চাত্য দর্শনের পরমাণুবাদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন।১।বৈশেষিক মতে দ্রব্য কী? দ্রব্যের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন।২।বৈশেষিক মতে গুণ কী? গুণের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন।৩।বৈশেষিক মতে কর্ম কী? কর্মের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বৈশেষিক মতে সামান্য কী? সামান্যের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥বৈশেষিক মতে বিশেষ কী? বৈশেষিক মতে বিশেষ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।৬।বৈশেষিক মতে সমবায় কী? সমবায়ের প্রকারভেদ আলোচনা কর ।
প্রশ্ন॥৭॥বৈশেষিক মতে অভাব কী? অভাবের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥বৈশেষিক মতে জগতের সৃষ্টি ও লয় ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৯॥বৈশেষিক পদার্থসমূহ আলোচনা কর।
প্রশ্ন।১০।বৈশেষিক পরমাণুবাদ কী? বৈশেষিক পরমাণুবাদের সাথে পাশ্চাত্য দর্শনের পরমাণুবাদ এর বৈসাদৃশ্য আলোচনা কর ।
প্রশ্ন॥১১৷বৈশেষিক পরমাণুবাদ কী? বৈশেষিক পরমাণুবাদের স্বরূপ আলোচনা কর ।