অথবা, গবেষণা নকশা কী? একটি ভালো গবেষণা নকশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, একটি ভালো নকশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, একটি ভালো পরীক্ষণমূলক নকশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তর।। ভূমিকা : যে কোন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করার জন্য নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকশা ব্যতীত গবেষণা পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণা করার পূর্বশর্ত হিসেবে বা গবেষণা মধ্যবর্তী সময়ে নকশা প্রণয়ন এবং তার যথাযথ ব্যবহার করা খুবই প্রয়োজন। যখন একটি সমস্যাকে ঘিরে কোন গবেষণার প্রয়োজন দেখা দেয় তখন সেই গবেষণা কমিটি কতকগুলো ধাপ অতিক্রম করে এবং গবেষণা শেষ পরিণতির দিকে অগ্রসর হয়। এসব ধাপগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ হলো নকশা।
পরীক্ষণমূলক নকশা : গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তাকে বলে পরীক্ষণমূলক নকশা। পরীক্ষণের চলগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক পরীক্ষণীয় নকশার মাধ্যমে সুনির্দিষ্ট করা
হয়ে থাকে। বৈজ্ঞানিক ফলাফল পরীক্ষণ পরিচালনার মাধ্যমে পাওয়া যায়।পরীক্ষণ পদ্ধতিতে ব্যবহার ছাড়াও অন্যান্য গবেষণার ক্ষেত্রে একে ব্যবহার করা হয় বলে একে গবেষণার নকশা বলা হয়ে থাকে। তাই পরীক্ষণীয় নকশাই হচ্ছে গবেষণা নকশা।
সেলটিজ ও সহকর্মীবৃন্দ (১৯৬৫) বলেছেন, “গবেষণার (তথা পরীক্ষণের) নকশা বলতে বুঝায় তথ্য সংগ্রহ বিশ্লেষণের জন্য পরিস্থিতি বা শর্তাবলির এমন একটি বিন্যাস যাতে পদ্ধতিগত মিতব্যয়িতার সাথে গবেষণার উদ্দেশ্যের
সমন্বয় ঘটে। “
কার্লিঙ্গার (১৯৭৮) বলেছেন, “কোন গবেষণার প্রশ্নের উত্তর দেয়ার জন্য এবং ভেদাঙ্ক নিয়ন্ত্রণের জন্য যে অনুসন্ধান কার্য পরিচালনা করা হয়,তার পরিকল্পনা, কাঠামো এবং কৌশলসমূহকে গবেষণার নকশা বলা হয়।”
উপর্যুক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, গবেষণার নকশা বা পরীক্ষণের নকশা একটি পরিকল্পনা, যাতে গবেষণার প্রশ্নের উত্তর পাওয়ার লক্ষ্যে পর্যবেক্ষণের শর্তাবলি, উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণের কৌশল ইত্যাদি নির্দেশিত হয়।
ভালো নকশা বা গবেষণা নকশার বৈশিষ্ট্য : গবেষণা নকশা হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে গৃহীত কোন বিশেষ সমস্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, যার মাধ্যমে কোন গবেষক বা তাত্ত্বিক কোন ঘটনা সম্পর্কিত ব্যাপক অন্তর্দৃষ্টি ও তথ্যপূর্ণ বর্ধিত জ্ঞান অর্জনে আগ্রহী হয়। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ভালো নকশার গুরুত্ব অনেক। বৈজ্ঞানিকভাবে গবেষণা পরিচালনা করতে হলে নকশার ব্যবহার অপরিহার্য। তবে যেনতেন একটি নকশা কখনো গবেষণাকে সার্থক ও সুন্দর করে তুলতে পারে না। তবে একটি গবেষণাকে সার্থকে, সুন্দর ও গ্রহণযোগ্য করে তোলার জন্য ভালো নকশার প্রয়োজন বা দরকার অত্যন্ত জরুরি। একটি নকশাকে ভালো নকশা হিসেবে বিবেচনা করার জন্য এর কতকগুলো বৈশিষ্ট্য অনুধাবন করতে হয়। নিম্নে এ বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো :
১. ভালো নকশাকে প্রত্যক্ষ করলে অতি সহজেই নিরপেক্ষ ও সাপেক্ষ চলের অবস্থান ও অস্তিত্ব বুঝা যাবে। তাছাড়া ক্ষতিকর চল হিসেবে পরিচিত বাহ্যিক চল ও অভ্যন্তরীণ চলের নিয়ন্ত্রণ কৌশলও সহজেই চোখে পড়বে।
২. একটি ভালো নকশা বা গবেষণামূলক নকশার চেহারা অবশ্যই ছকের মতো হতে হবে। সাধারণ ভাষায় বর্ণনামূলক কোন অংশ নকশায় থাকা বাঞ্ছনীয় নয়। কারণ এখানে অতি সংক্ষেপে ভাষার ব্যবহার করা হয়।
৩. একটি ভালো নকশা ব্যবহার করে গবেষণা পরিচালনা করার ক্ষেত্রে গবেষণায় অংশগ্রহণকারী পরীক্ষক সম্পর্কে ও নকশায় প্রয়াজনীয় তথ্য থাকা আবশ্যক।
৪. নকশার প্রত্যাশিত রূপটি এমন হতে হবে যাতে করে অনুসন্ধানে প্রাপ্ত উপাত্তগুলোকে নকশা অনুযায়ী বিশ্লেষণ করে ফলাফল তৈরি করা সম্ভব হয়।
৫. একটি ভালো নকশা এমন হবে যাতে সমস্ত গবেষণা কর্মটি সংক্ষিপ্তাকারে উপস্থাপিত হয়। ফলে গবেষণাটি পরিচালিত হবে নকশাকে ঘিরে।
৬. একটি ভালো নকশা এমন হবে যাতে গবেষণার উদ্দেশ্য ও লক্ষ্য যথাযথভাবে পূরণ হবার সম্ভাবনা থাকে।
৭. একটি ভালো নকশা এমন হতে হবে যাতে গবেষণার অনুকল্প বা প্রকল্পটি ধনাত্মক বা ঋণাত্মকভাবে প্রমাণ করার সুযোগ থাকে।
৮. ভালো নকশার বড় বৈশিষ্ট্য হলো এর ভুল এড়াবার পদ্ধতি। ভুল দুই প্রকার। যথা : ব্যক্তিগত ভুল ও পদ্ধতিগত ভুল। ভালো নকশা এমন হতে হবে যাতে এ ধরনের ভুল হবার সম্ভাবনা না থাকে বা সম্ভাবনা এড়ানো যায়।
৯. একটি ভালো নকশাকে ব্যবহার করে গবেষণা পরিচালনা করার পর পরবর্তীতে গবেষণাটিকে মূল্যায়ন করা হয়।এরূপ মূল্যায়ন যদি দেখা যায় যে, নকশাটি ত্রুটিমুক্ত হয়েছে এবং এর ফলে যদি পরবর্তী পুনরাবৃত্তিমূলক ব্যবহারে নকশাটির পরিবর্তন করা না হয় তাহলে ধরে নিতে হবে যে, নকশাটি একটি ভালো ও কার্যকরী নকশা/ কোন একটি গবেষণাকে বার বার পুনরাবৃত্তি করার ফলে যখন নকশাটি অপরিবর্তনীয় রাখা হয় তখনই তাকে সম্পূর্ণরূপে ভালো নকশা হিসেবে বিবেচনা করা যায়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, একটি কার্যকরী গবেষণা পরিচালনার জন্য একটি ভালো নকশার খুবই প্রয়োজন। তাই একটি সার্থক গবেষণা করতে হলে ভালো নকশার পাশাপাশি একটি ভালো গবেষণা পদ্ধতির সামঞ্জস্য থাকা দরকার। সুতরাং মনোবিজ্ঞানের গবেষণাতে ভালো নকশার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।