ধার্মিক ও সংস্কৃতিবানের মধ্যে পার্থক্য তুলে ধর।

উত্তর : প্রগতিশীল জীবনদৃষ্টি সমাজ, রাজনীতি, ইতিহাস, ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞান মনস্ক বিয়ষচেতনা বাংলাদেশের প্রবন্ধ ধারায় মোতাহের হোসেন চৌধুরীকে বিশিষ্ট চিহ্নিত করেছে। মোতাহের হোসেন চৌধুরীর ‘ সংস্কৃতি কথা’ একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধে তিনি ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে এক অসাধারণ ব্যাখ্যা প্রদান করেছেন। নিম্নে ধার্মিক ও সংস্কৃতিবানের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো :
ধার্মিক্ ও সংস্কৃতিবানের মধ্যে পার্থক্য : ধার্মিক ইন্দ্রিয় সাধনার পরিপন্থি। অপরদিকে সংস্কৃতিবান ব্যক্তি ইন্দ্রিয়ের পঞ্চপ্রদীপ জ্বেলে জীবনকে উপলব্ধি করে থাকে। ধার্মিকেরা মতবাদীর মতোই নিষ্ঠুর এবং আত্মকেন্দ্রিক। তারা ভয় এবং লোভের বশবর্তী হয়ে জীবনকে পরিচালিত করে থাকে। কিন্তু সংস্কৃতিবাদীরা আত্মার ডাকে সাড়া দিয়ে আমিত্বকে প্রকাশ করে থাকে। তার কোনো বন্ধন নেই। মুক্ত চিন্তার অসংখ্য পথ তার সামনে থাকে। তাই সংস্কৃতিবান ব্যক্তি উদার আকাশের মতো। জীবনের Values সমন্ধে ধারণাই তার কাছে বড় হয়ে দাঁড়ায়। আলোচনার পরিসংহারে বলা যায়, সুন্দরভাবে, বিচিত্রভাবে, মহৎভাবে বাঁচার মধ্যেই রয়েছে সংস্কৃতিবানদের ধর্ম আর ইন্দ্রিয় সাধনার পরিপন্থী হয়ে লোভ আর ভয়ের মধ্যেই রয়েছে সাধারণের ধর্ম। এক কথাই ধূলোর ধরায় স্বর্গ গড়ে তোলার নামই সংস্কৃতি।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/