ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ করে ভয় আর পুরস্কারের লোভ।”- ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় গদ্যাংশটুকু সুসাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধ থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : মানুষের জীবনের উপর ধর্মের প্রভাবের কারণ নির্দেশ করতে গিয়ে প্রাবন্ধিক উল্লিখিত মন্তব্য করেছেন।
বিশ্লেষণ : ধর্ম মানে জীবনের নিয়ন্ত্রণ। ধর্ম চায় মানুষকে পাপ থেকে ও পতন থেকে রক্ষা করতে। প্রাবন্ধিকের মতে, ধর্ম মানুষের জীবনকে বিকশিত করে না। জীবনে গোলাপ ফোটানোর দিকে ধর্মের নজর নেই। জীবনরূপী বৃক্ষটিকে নিষ্কণ্টক রাখাই তার উদ্দেশ্য। প্রাবন্ধিকের মতে, মানুষ ধর্ম পালন করে ভয়ে। কারণ প্রত্যেক ধর্মগ্রন্থেই ধর্ম পালন না করলে ভয়াবহ শাস্তির বিধান নির্দিষ্ট করা আছে। আর ধর্ম পালন করলে বা মেনে চললে বড় বড় অকল্পনীয় পুরস্কারের লোভ দেখানো হয়েছে। তাই প্রাবন্ধিক বলেছেন যে, পুরস্কারের লোভে মানুষ ধর্ম পালন করে থাকে। মানুষ আল্লাহকে স্মরণ করে ইহলোকে ভালো থাকার জন্য এবং পরলোকে ভালোভাবে জীবনযাপনের লোভে। প্রাবন্ধিকের ধারণা ইহলোকে ধর্ম পালন করলে পরকালে বেহেস্তে একটা প্রথম শ্রেণির সিট রিজার্ভ থাকবে। প্রাবন্ধিক বলেছেন, ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ করে ভয় আর পুরস্কারের লোভ। তাঁর মতে, সংস্কৃতিবান মানুষের জীবনে সেসবের বালাই নেই। তারা সবকিছু করে সুন্দরের তাগিদে।
মন্তব্য : প্রাবন্ধিকের মতে, মানুষ ধর্ম পালন করে ভয় ও লোভের বশবর্তী হয়ে, সুন্দরের প্রত্যাশায় নয়।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/