উত্তর : প্রগতিশীল জীবনদৃষ্টি সমাজ, রাজনীতি, ইতিহাস, ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞান মনস্ক বিয়ষচেতনা বাংলাদেশের প্রবন্ধ ধারায় মোতাহের হোসেন চৌধুরীকে বিশিষ্ট চিহ্নিত করেছে। মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ । এই প্রবন্ধে তিনি ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে এক অসাধারণ ব্যাখ্যা প্রদান করেছেন। নিম্নে ধর্ম ও মতবাদ সংস্কৃতির পরিপন্থী কেন তার ব্যাখ্যা দেওয়া হলো : নিজের চিন্তা-ভাবনা ও কল্পনার বিকাশ না হলে কালচার্ড হওয়া যায় না। তাই সংস্কৃতিবান মানুষ সমাজের গণ্ডিতে বেড়ে উঠলেও নিজেকে সে গড়ে তোলে শিক্ষা-দীক্ষা ও সৌন্দর্য সাধনার দ্বারা। ধার্মিকের জীবন নিয়ন্ত্রিত হয় ভয় ও লোভ দ্বারা। এক্ষেত্রে ংস্কৃতিবান ব্যক্তি ধার্মিকের ন্যায় পারলৌকিক স্বর্গ কামনা না করে নিজের মধ্যে নিজেই সে স্বর্গ গড়ে তোলে। অপরদিকে ধর্মের ন্যায় মতবাদও মানুষের আত্বাকে সংকীর্ণ করে। তার একমুখী চিন্তা সত্য ও সুন্দরের পথকে রুদ্ধ করে ফেলে। তাই ধর্ম ও মতবাধ উভয়ই কালচারের পরিপন্থী। ধর্ম মানুষকে পাপ থেকে রক্ষা করে পারলৌকিক স্বর্গে নিয়ে যায়। আর কালচার চায় মানুষকে বিকশিত করতে। সংস্কৃতির কথা গোলাপ তুলতে গিয়ে তার সাথে যদি দু একটি কাঁটা এসেও যায় তাতে ক্ষতি নেই। অপর দিকে জীবনের গোলাপ ফোটানোর দিকে ধর্মের নজর নেই, বৃক্ষটিকে নিষকণ্টক রাখাই তার উদ্দেশ্য। পরম বেদনায় অসংখ্য দুঃখের কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে অন্তরে গোলাপ ফোটানোই সংস্কৃতির শিক্ষা।