অথবা, ধর্মের উৎপত্তি সম্পর্কে স্পেন্সার কী বলেছেন?
অথবা, ধর্মের উৎপত্তি প্রসঙ্গে স্পেন্সারের ধারণা সংক্ষেপে লিখ।
অথবা, স্পেন্সার ধর্মের উৎপত্তি নিয়ে কী বলতে চেয়েছেন?
উত্তর৷ ভূমিকা : একটি পৃথক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে হার্বার্ট স্পেন্সারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অগাস্ট কোঁৎ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু তাঁর নিজস্ব ধারণাগুলোও ছিল সমাজবিজ্ঞানের বিকাশে সহায়ক। তার অসংখ্য ধারণা বা মতবাদের মধ্যে ধর্মের উৎপত্তি সম্পর্কে ধারণাটিও উল্লেখযোগ্য একটি বিষয় হিসেবে পরিগণিত।
ধর্মের উৎপত্তি প্রসঙ্গে স্পেন্সারের ধারণা : স্পেন্সার এর মতে, “পূর্বপুরুষের পূজা থেকে ধর্মের উৎপত্তি হয়েছে।” তিনি নৃবিজ্ঞানী Taylor এর Animismকে পুরোপুরি স্বীকার করেন নি, আবার অস্বীকারও করেন নি। তিনি এ সম্পর্কে Ancestor worship তত্ত্ব প্রদান করেন। তিনি বলেছেন, “Savage tribes who have nothing worth calling Gods, still practice ancestor worship.” তাঁর মতে প্রকৃতি পূজা পূর্বপুরুষ পূজারই নামান্তর। তিনি বলেছেন, আদিম উপজাতিদের মধ্যে বিশ্বাস জন্মে যে, তাদের পূর্বপুরুষদের মৃত আত্মা কেউ গাছ, পাথর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য প্রভৃতি হয়ে গেছে। এ ধরনের বিশ্বাসের কিছু কিছু দৃষ্টান্ত আজও লক্ষ্য করা যায়। যেমন- জাপানের রাজপরিবার সূর্য থেকে উদ্ভূত হয়েছে বলেই তাদের বিশ্বাস ।
উপসংহার : স্পেন্সারের ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদটি প্রাতিষ্ঠানিক রূপ পাক বা না পাক তবে সেটা যে কোন কোন বিশেষ দেশ বা জাতির বিশ্বাসের ক্ষেত্রে সত্য সেটাকে অস্বীকার করা যাবে না।