দ্রব্য বাজার ও উপাদান বাজারের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, দ্রব্য বাজার ও উপাদান বাজারের মধ্যে বৈসাদৃশ্যগুলো তুলে ধর।

উত্তর : দ্রব্য বাজার ও উপাদান বাজারের মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে। নিম্নে তা উলেখ করা হল:

পার্থক্যের বিষয় দ্রব্য বাজার উপাদান বাজার
সংজ্ঞাগত যে বাজারে চূড়ান্ত দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তাকে দ্রব্য বাজার বলে যে বাজারে উৎপাদনের উপাদান ক্রয় বিক্রয় হয় তাকে উপাদান বাজার বলে
চাহিদার উৎপত্তিগত দিকদ্রব্য বাজারে জনগণ বা পরিবার সমূহের দিক থেকে দ্রব্যের চাহিদা সৃষ্টি হয় উপাদান বাজারে উৎপাদনকারী সমূহের পক্ষ থেকে উপাদানের চাহিদা সৃষ্টি হয়
সরবরাহকারি দ্রব্যের বাজারে উৎপাদনকারী ফার্ম সমূহ দ্রব্যের সরবরাহ করে উপাদান বাজারে জনগণ বা পরিবার সমূহ উপাদান সরবরাহ করে
বাজার কাঠামো বাজারে কাঠামো নির্ধারিত হয় মূলত বিক্রেতা ফার্মের সংখ্যা দ্বারা উপকরণ বাজারের কাঠামো নির্ধারিত হয় ক্রেতা ফার্মের সংখ্যা দ্বারা
ফার্মের ভূমিকা দ্রব্যের বাজারে ফার্মসমূহ বিক্রেতার ভূমিকা পালন করে উপাদান বাজারে ফার্মসমূহ ক্রেতার ভূমিকা পালন করে
পরিবারের ভূমিকা দ্রব্যের বাজারে জনসাধারণ বা পরিবার সমূহ বিক্রেতার ভূমিকা পালন করে উপাদান বাজারে জনসাধারণ বা পরিবার সমূহ বিক্রেতার ভূমিকা পালন করে
প্রত্যক্ষ সৃষ্ট চাহিদা দ্রব্য বাজারে দ্রব্যের চাহিদাকে প্রত্যক্ষ চাহিদা বলে উপাদান বাজারে উপাদানের চাহিদা কে সৃষ্টি চাহিদা বলে
উপযোগ দ্রব্য বাজারে দ্রব্যের চাহিদা সৃষ্টি হয় উপযোগ লাভ করার জন্য উপাদান বাজারে উপাদানের চাহিদা সৃষ্টি হয় উৎপাদন লাভ করার জন্য