দ্বৈতপদ্ধতি গ্রহণনীতি বলতে কী বুঝ?

অথবা, দ্বিমুখী গ্রহণনীতি সম্পর্কে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : যে কোন আন্দোলনের ক্ষেত্রে কোনো একক কৌশল ব্যবহার করে আন্দোলনের সফলতা যেমন অর্জন করা যায় না তেমনি জনগণের সমর্থনও পাওয়া যায় না। আন্দোলনে দ্বিমুখী কৌশল অবলম্বন করে জনগণের সমর্থন যেমন আদায় করা যায় তেমনি আন্দোলনের সফলতাও অর্জন করা সম্ভব হয়।
দ্বিমুখী বা দ্বৈতপদ্ধতি গ্রহণনীতি : এ নীতিতে আন্দোলনের অংশ হিসেবে একদিকে গঠনমূলক কর্মকাণ্ড গ্রহণ, অপরদিকে বিপক্ষদের মোকাবিলায় সাধারণ জনগণকে সংগঠিত করা হয়, যাতে গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা ও সমবায়মূলক দৃষ্টিভঙ্গি গড়ে উঠে। কারণ সমাজে কোন পরিবর্তন সাধন করতে হলে সেক্ষেত্রে সংঘাতের পরিবর্তে এ দ্বিমুখী নীতিতে অহিংসধারা অনুসরণ করে সমাজ উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
উপসংহার : এ নীতির প্রায়োগিকতা জনগণকে বুঝানোর একটি কৌশলগত পদক্ষেপ। এ পদক্ষেপের মাধ্যমে আন্দোলনের যৌক্তিকতার ক্ষেত্রে কাজ করা সম্ভব হয়। এর মাধ্যমে জনগণ কে আন্দোলনের সাথে অধিকতর সম্পৃক্ত হতে অনেকটা সাহায্য করে