দ্বিতীয় অধ্যায়, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ, ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগগুলো খণ্ডন

ক-বিভাগ

নির্বিচার দর্শন কাকে বলে?
উত্তর : বিনা বিচারে কোন নীতিকে স্বতঃসিদ্ধরূপে গ্রহণ করে দার্শনিক সমস্যা সমাধানের চেষ্টা করাকে নির্বিচার
দর্শন বলে।
কারা বেদের প্রাধান্য স্বীকার করেন?
উত্তর : ভারতীয় দার্শনিকরা বেদের প্রাধান্য স্বীকার করেন।
বেদকে অভ্রান্ত বলে মনে করেন কারা?
উত্তর : বেদকে অভ্রান্ত বলে মনে করেন দার্শনিকরা।
ভারতীয় দর্শনের ভিত্তি কী?
উত্তর : বেদের উপর অন্ধ বিশ্বাসই ভারতীয় দর্শনের ভিত্তি।
কাদের মতে, ভারতের আস্তিক ও নাস্তিক উভয় দর্শনই নির্বিচার দর্শন?
উত্তর : অভিযোগকারীদের মতে, ভারতের আস্তিক ও নাস্তিক উভয় দর্শনই নির্বিচারবাদী।
ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন – এই অভিযোগ কী সত্য?
উত্তর : ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন- এই অভিযোগটি সত্য নয়।
চার্বাকদের মতে, দর্শনের প্রধান আলোচ্য বিষয় কী?
উত্তর : চার্বাকদের মতে দর্শনের প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো জগৎ।
বৌদ্ধ দর্শন কোন ধরনের দর্শন?
উত্তর : বৌদ্ধ দর্শন বিচারবাদী দর্শন।
বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বৌদ্ধ।
জৈনদর্শনের প্রবর্তক কে?.
উত্তর : জৈনদর্শনের প্রবর্তক হলেন মহাবীর।
আস্তিক দর্শনের মধ্যে কারা বেদকে অভ্রান্ত বলে স্বীকার করেন?
উত্তর : আস্তিক দর্শনের মধ্যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক সম্প্রদায় বেদকে অভ্রান্ত বলে স্বীকার করেন।
ভারতীয় দর্শনের আদি কথা কী?
উত্তর : ভারতীয় দর্শনের আদি কথা হলো দুঃখ।
উপনিষদের আশার বাণী শুনিয়েছেন কে?
উত্তর : উপনিষদের আশার বাণী শুনিয়েছেন ঋষি।
কর্মফলের আশা ত্যাগ করে নির্মোহচিত্তে যে ব্যক্তি কর্ম করেন, তিনি মুক্তি পাইতে পারেন এটি কিসে বলা হয়েছে?
উত্তর : কর্মফলের আশা ত্যাগ করে নির্মোহচিত্তে যে ব্যক্তি কর্ম করেন, তিনি মুক্তি পাইতে পারেন – বলা হয়েছে।
দুঃখ আছে বলিয়াই মানুষ দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করে • উক্তিটি কাদের
উত্তর : দুঃখ আছে বলিয়াই মানুষ দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করে – উক্তিটি সাংখ্যদের।
যোগ দর্শনে জাগতিক দুঃখ হতে মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় কোনটি?
উত্তর : যোগ দর্শনে জাগতিক দুঃখ হতে মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় হলো সমাধি।
দুঃখ নিবৃত্তির অবস্থানকে কী বলা হয়?
উত্তর : দুঃখ নিবৃত্তির অবস্থানকে বলা হয় জীবনের পুরুষার্থ বা শ্রেষ্ঠ কাম্যবস্তু।
ন্যায় ও বৈশেষিক মতে, দুঃখের মূল কারণ কী?
উত্তর : ন্যায় ও বৈশেষিক মতে, দুঃখের মূল কারণ হলো মিথ্যাজ্ঞান।
মীমাংসা দর্শন মতে, জীবের দুঃখের কারণ কী?
উত্তর : মীমাংসা দর্শন মতে, সকাম কর্ম হলো জীবের দুঃখের কারণ।
মীমাংসা দর্শন মতে, মুক্তিলাভের একমাত্র উপায় কী?
উত্তর : মীমাংসা দর্শন মতে, মুক্তিলাভের একমাত্র উপায় হলো আত্মত্যাগ ও বৈরাগ্য।
বেদান্ত দর্শন মতে, দুঃখের মূল কারণ কী?
উত্তর : বেদান্ত দর্শন মতে দুঃখের মূল কারণ হলো অবিদ্যা।
‘জিন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘জিন’ শব্দের অর্থ হলো জয়ী।
গৌতমবুদ্ধের মতে, আর্যসত্য কয়টি?
উত্তর : গৌতমবুদ্ধের মতে আর্যসত্য চারটি।
বৌদ্ধ দর্শন মতে, পরম সুখ কী?
উত্তর : বৌদ্ধ দর্শন মতে নির্বাণই হলো পরম সুখ।
ভারতীয় দর্শনের বিরুদ্ধে দুঃখবাদের অভিযোগ কেমন?
উত্তর : ভারতীয় দর্শনের বিরুদ্ধে দুঃখবাদের অভিযোগ হলো একান্তই অসার।
সাংখ্যের মতে, দুঃখের কারণ কী?
উত্তর : সাংখ্যের মতে দুঃখের কারণ হলো অবিবেক।
আশা ও মুক্তিবাদের দর্শন কোনটি?
উত্তর : আশা ও মুক্তিবাদের দর্শন হলো ভারতীয় দর্শন।
ভারতীয় দর্শনকে নীতি ও ধর্মশাস্ত্র বলে আখ্যায়িত করেছেন কারা?
উত্তর : ভারতীয় দর্শনকে নীতি ও ধর্মশাস্ত্র বলে আখ্যায়িত করেছেন পাশ্চাত্য দার্শনিকরা।
অভিযোগকারীদের মতে, দর্শনের উৎপত্তি কীভাবে হয়?
উত্তর : অভিযোগকারীদের মতে, জগতের অনন্ত বৈচিত্র্য এবং রহস্য মানুষের মনে যে গভীর বিস্ময়ের সৃষ্টি কে সেই বিস্ময় হতে দর্শনের উৎপত্তি হয়।
“বিস্ময়কে’ দর্শনের জনক বলেছেন কে?
উত্তর : “বিস্ময়কে” দর্শনের জনক বলেছেন প্লেটো।
ভারতীয় দর্শন কী ধরনের দর্শন?
উত্তর : ভারতীয় দর্শন হলো জীবন দর্শন।
ভারতীয় দর্শনের উৎপত্তি কীভাবে হয়?
উত্তর : জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রচেষ্টা হতে ভারতীয় দর্শনের উৎপত্তি হয়।
কীসের আলোচনা ছাড়া ধর্মের আলোচনা ভিত্তিহীন?
উত্তর : জগতের আলোচনা ছাড়া ধর্মের আলোচনা ভিত্তিহীন।
ভারতীয়দের মতে, দর্শন কী?
উত্তর : ভারতীয়দের মতে, সত্যকে জানাই হলো দর্শন।
ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গি কেমন?
উত্তর : ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গি সমন্বয়াত্মক।
কাদের মতে, ভারতীয় দর্শন হলো মুক্তির দর্শন?
উত্তর : পাশ্চাত্য দার্শনিকদের মতে, ভারতীয় দর্শন হলো মুক্তির দর্শন।
বৈশেষিক মতে, মুক্তি লাভের প্রকৃষ্ট উপায় কী?
উত্তর : বৈশেষিক মতে, শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনই আত্মার মুক্তি লাভের প্রকৃষ্ট উপায় ।
জৈন দর্শনের মতে, আত্মার মুক্তি কিভাবে সম্ভব?
উত্তর : জৈন দর্শনের মতে, সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্রের দ্বারাই আত্মার মুক্তি সম্ভব।
বৌদ্ধ দর্শন মতে, জীবের বর্তমান জন্মের কারণ কী?
উত্তর : বৌদ্ধ দর্শন মতে, পূর্বজন্মকৃত সকাম কর্মই জীবের বর্তমান জন্মের কারণ।
ন্যায় ও বৈশেষিক মতে, মানুষ কীভাবে সুখী হয়?
উত্তর : ন্যায় ও বৈশেষিক মতে, যথাবিহীত কর্মসম্পাদন দ্বারা মানুষ সুখী হয়।
ন্যায় ও বৈশেষিক মতে, মানুষ কীভাবে দুঃখ ভোগ করে?
উত্তর : ন্যায় ও বৈশেষিক মতে, নিষিদ্ধ কর্ম সম্পাদন করলে মানুষ দুঃখ ভোগ করে।
বেদান্ত দর্শন মতে, মুক্তি লাভের জন্য কী প্রয়োজন?
উত্তর : বেদান্ত দর্শন মতে, মুক্তি লাভের জন্য ইন্দ্রিয় সংযম প্রয়োজন।
জৈন মতে, মুক্তি লাভের জন্য কী প্রয়োজন?
উত্তর : জৈন মতে, মুক্তি লাভের জন্য সম্যক চরিত্রের প্রয়োজন।
ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কী?
উত্তর : ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি।
আত্মার কোন দর্শন সনাতন সত্তায় বিশ্বাসী?
উত্তর : ভারতবর্ষের সব দর্শন সনাতন সত্তায় বিশ্বাসী।
কিসের কারণে আত্মা দেহের মধ্যে বন্ধন প্রাপ্ত হয়?
উত্তর : অবিদ্যার জন্যে আত্মা দেহের মধ্যে বন্ধন প্রাপ্ত হয়।
ভারতীয় দার্শনিকদের মতে, জীব ও জগৎ কীসের অধীন?
উত্তর : ভারতীয় দার্শনিকদের মতে, জীব ও জগৎ সনাতন নৈতিক নিয়মের অধীন।
উইলিয়াম জেমসের মতে, আধ্যাত্মিকতা কী?
উত্তর : উইলিয়াম জেমস আধ্যাত্মিকতা বলতে বিশ্বে এক সনাতন নৈতিক নিয়মের অস্তিত্বে বিশ্বাসকে এবং ঐ বিশ্বাসের জন্য আশার সঞ্চারকে বুঝিয়েছেন।
ভারতীয় দর্শনের কোনগুলোকে নীতি ও ধর্মের দর্শন বলা যায়?
উত্তর : ভারতীয় দর্শনের মধ্যে জৈন, বৌদ্ধ, যোগ ও মীমাংসাকে নীতি ও ধর্মের দর্শন বলা যায়।
ভারতীয় দর্শন কিসের উপর গুরুত্ব আরোপ করে?
উত্তর : ভারতীয় দর্শন নীতি ও ধর্মের উপর গুরুত্ব আরোপ করে।
ভারতীয় দার্শনিকদের প্রধান প্রশ্নগুলো কী কী?
উত্তর : ভারতীয় দার্শনিকদের প্রধান প্রশ্নগুলো হলো জীবনের লক্ষ্য কী, কীভাবে ঐ লক্ষ্যে পৌঁছানো যায়, দুঃখের কারণ কী, দুঃখ হতে পরিত্রাণের উপায় কী, ধর্ম বলতে কী বুঝায়, অধর্ম বলতে কী বুঝায়, ঈশ্বর কে, ঈশ্বরের সাথে জীবনের সম্পর্ক কী, ব্রহ্ম কে, ব্রহ্মই ঈশ্বর কি না ইত্যাদি।
ভারতীয় দর্শন কিসের দ্বারা পরিচালিত?
উত্তর : ভারতীয় দর্শন কর্মবাদের দ্বারা পরিচালিত।
নৈতিক কার্যকারণবাদ কাকে বলে?
উত্তর : কর্মবাদ বা কর্ম নিয়মকে নৈতিক কার্যকারণবাদ বলে।
জন্মান্তরবাদে বিশ্বাসী কারা?
উত্তর : চার্বাক ব্যতীত সকল ভারতীয় দর্শন জন্মান্তরবাদে বিশ্বাসী।
জন্মান্তরবাদ কাকে বলে?
উত্তর : মৃত্যুর পর আত্মার পুনর্জন্ম হয় এবং আত্মা নতুন দেহ ধারণ করে, এই মতবাদকেই জন্মান্তরবাদ বলে।
সংরক্ষণ নিয়ম কাকে বলে?
উত্তর : কর্মফল বিনষ্ট হয় না এবং কর্মের শুভ বা অশুভ নৈতিক মূল্য সংরক্ষিত থাকে। তাই এই নৈতিক নিয়মকে মূল্যের সংরক্ষণ নিয়ম বলে।
আত্মার মুক্তিতে বিশ্বাসী কারা?
উত্তর : ভারতীয় দার্শনিকরা আত্মার মুক্তিতে বিশ্বাসী।
ভারতীয় দর্শনের মধ্যে সাধারণ লক্ষণগুলো কী কী?
উত্তর : ভারতীয় দর্শনের মধ্যে সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যগত যে সকল সাদৃশ্য আছে তাই ভারতীয় দর্শনের সাধারণ লক্ষণ।
ভারতীয় দর্শনের সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
উত্তর : ভারতীয় দর্শনের সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সাদৃশ্য।
সব ভারতীয় দর্শন কী নিয়ে আলোচনা করে?
উত্তর : সব ভারতীয় দর্শন বেদ নিয়ে আলোচনা করে।
আস্তিক দর্শন কাকে বলে?
উত্তর : যে দর্শন বেদে বিশ্বাস করে তাকে আস্তিক দর্শন বলে।
নাস্তিক দর্শন কাকে বলে?
উত্তর : যে দর্শন বেদে বিশ্বাসী নয় তাকে নাস্তিক দর্শন বলে।
ভারতীয় সব দর্শন কিসের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : ভারতীয় সব দর্শন যুক্তিতর্কের উপর প্রতিষ্ঠিত।
ভারতের প্রায় সব দর্শনই কী?
উত্তর : ভারতের প্রায় সব দর্শনই দুঃখবাদী।

খ-বিভাগ

প্রশ্ন।১।ভারতীয় দর্শন দুঃখবাদী কি না?
প্রশ্ন।২।ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্রশ্ন।৩।ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্রশ্ন।৪।ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগসমূহ লিখ।
প্রশ্ন।৫।ভারতীয় দর্শন নীতি বিমুখতার দর্শন সংক্ষেপে লিখ।
প্রশ্ন।৬।ভারতীয় দর্শন বিচারবিযুক্ত দর্শন”— অভিযোগটি খণ্ডন কর।
প্রশ্ন॥৭॥ভারতীয় দর্শন কি শুধু নীতি ও ধর্মে সীমাবদ্ধ, নাকি নীতি ও ধর্মের সাথে দর্শনের কোন সংযোগ ঘটাতে পেরেছে? আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ভারতীয় দর্শন গতিহীন কি না আলোচনা কর।
প্রশ্ন॥৯॥ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন কি না আলোচনা কর।
প্রশ্ন।১০।ভারতীয় দর্শন কি কেবল নীতি ও ধর্মে সীমাবদ্ধ? আলোচনা কর।
প্রশ্ন।১১।চার্বাক দর্শনের পরমাণুতে অবিশ্বাসের কারণ কী?
প্রশ্ন।১২।লোকায়ত দর্শনের বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন।১৩।যতদিন বাঁচ সুখে বাঁচ, ঋণ করে হলেও ঘি খাও’ -উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৪।চার্বাক নীতিতত্ত্বকে সুখবাদ বলা হয় কেন?
প্রশ্ন৷১৫৷চার্বাক দর্শনের মতবাদগুলো সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১৬৷ চার্বাক দর্শন কি বিশুদ্ধ জড়বাদী দর্শন সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১৭।চার্বাকদের মতে, বাক্যকে কি প্রমাণ হিসেবে গ্রহণ করা যায়?
প্রশ্ন॥১৮৷ চার্বাক দর্শনের মূলকথা কী?
প্রশ্ন৷১৯৷ব্রাহ্মণ ও পুরোহিতদের বিষয়ে চার্বাকদের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর।

গ-বিভাগ

প্রশ্ন।১।ভারতীয় দর্শন কি দুঃখবাদী? ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন।২।ভারতীয় দর্শন কী? ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
প্রশ্ন।৩।ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন।৪। ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গিকে সংশ্লেষণীয় বলা হয় কেন?
প্রশ্ন॥৫।ভারতীয় দর্শন কি নীতি বিমুখতার দর্শন? আলোচনা কর ।
প্রশ্ন৷৬৷ভারতীয় দর্শন কি কেবল নীতি ও ধর্মে সীমাবদ্ধ? আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন”- উক্তিটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন৷৮।ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো কী কী? আলোচনা কর।
প্রশ্ন॥৯॥ভারতীয় দর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও অভিযোগগুলো খণ্ডন আলোচনা কর।