ক-বিভাগ
ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর মতে খলজীরা কোন বংশোদ্ভূত?
উত্তর : আফগান জাতির বংশোদ্ভূত ছিলেন।
নিজামউদ্দিন ও ফিরিশতার মতে খলজীরা কোন বংশোদ্ভূত?
উত্তর : তুর্কি বংশোদ্ভূত ছিল বলে তিনি মত দেন।
দিল্লি সালতানাতে খলজী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : জালালউদ্দিন ফিরোজ খলজী।
দিল্লি সালতানাতে খলজী বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তর : ১২৯০ খ্রি. খলজী বংশ প্রতিষ্ঠিত হয়।
জালাল উদ্দিন ফিরোজ খলজীর অভিষেক হয়েছিল কোথায়?
উত্তর : দিল্লির নিকটবর্তী কিলোঘিরিতে।
জালালউদ্দিনের বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষণা করেছিল?
উত্তর : কারা প্রদেশের শাসনকর্তা মালিক সাজ্জু ।
মোঙ্গলরা কত সালে বাংলায় আগমন করেছিল?
উত্তর : ১২৯২ খ্রি. জালাল উদ্দিনের সময়।
জালাল উদ্দিন খলজীকে কে হত্যা করেছিলেন?
উত্তর : তার জামাতা আলাউদ্দিন খলজী।
দিল্লি সালতানাতে খলজী বংশের শাসনকাল কত ছিল?
উত্তর : মাত্র ৩০ বছর।
গিয়াস উদ্দিন ইওয়াজ খলজীর প্রকৃত নাম কি ছিল?
উত্তর : হুসাম উদ্দিন ইওয়াজ খলজী।
গিয়াস উদ্দিন খলজী কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : আফগানিস্তানের ঘুর রাজ্যের গরমশীর অঞ্চলে ।
গিয়াস উদ্দিন খলজীর শাসনকাল কত ছিল?
উত্তর : ১২১২ খ্রি. হতে ১২২৭ খ্রি. পর্যন্ত ।
গিয়াস উদ্দিনের সময় বাংলায় রাজত্ব করত কোন বংশ?
উত্তর : লক্ষ্মণ সেনের বংশ।
এ সময়কার কিরমপুর অঞ্চলের শাসক কে ছিলেন?
উত্তর : লক্ষ্মণ সেনের ছেলে বিশ্বরূপ সেন।
গিয়াসউদ্দিন খলজী কোথায় তার রাজধানী স্থানান্তর করেন?
উত্তর : দেবকোট থেকে লক্ষ্মৌতিতে।
কোন দিল্লি সুলতান সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
উত্তর : সুলতান গিয়াস উদ্দিন ইওয়াজ খলজী।
কোন খলজী সুলতান আব্বাসীয় খলিফার স্বীকৃতি পান?
উত্তর : সুলতান গিয়াস উদ্দিন ইওয়াজ খলজী।
খলিফা গিয়াসউদ্দিনকে কোন উপাধিতে ভূষিত করেন?
উত্তর : আল নাসির উপাধিতে।
সুলতান বখতিয়ার খলজীর পূর্ণ নাম কি ছিল?
উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজী।
তিনি কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
উত্তর : আফগানিস্তানের গরমশীর অঞ্চলের ।
প্রথম জীবনে তিনি কার অধীনে চাকুরী করেছিলেন?
উত্তর : শিহাব উদ্দিন ঘুরীর অধীনে।
বদায়ুনে তিনি কার অধীনে কিছুদিন চাকুরী করেছিলেন?
উত্তর : হিযবর উদ্দিনের অধীনে।
এরপর তিনি কার অধীনে চাকুরী করেছিলেন?
উত্তর : অযোধ্যার শাসক হুসাম উদ্দিনের অধীনে।
হুসাম উদ্দিন তাকে কোন কোন জায়গার জায়গির দিয়েছিলেন?
উত্তর : ভগবৎ ও ভিউলীর জায়গির।
বখতিয়ায়ের সময় বিহারের রাজা কে ছিলেন?
উত্তর : রাজা গোবিন্দ পাল ।
রাজা গোবিন্দপালের রাজধানী কি ছিল?
উত্তর : উদন্তপুর ছিল তার রাজধানী।
বখতিয়ার খলজী কত সালে বিহার বিজয় করেছিলেন?
উত্তর : ১২০৩ সালে মাত্র ২০০ সৈন্য দিয়ে ।
বখতিয়ার খলজী কত সালে বাংলা বিজয় করেছিলেন?
উত্তর : ১২০৪ সালে।
এ সময়কার বাংলা তথা নদীয়ার শাসক কে ছিলেন?
উত্তর : সেন বংশের রাজা লক্ষ্মণ সেন।
বখতিয়ার খলজীর আগমনের সময় বাংলার রাজধানী ছিল কোথায়?
উত্তর : গৌড়ি বা নদীয়া ।
বখতিয়ারের বাংলা অভিযানের সময় সৈন্য ছিল কজন?
উত্তর : মাত্র ১৮ জন।
বখতিয়ার খলজীর আক্রমণের সময় লক্ষ্মণ সেন কি কাজে রত ছিলেন?
উত্তর : মধ্যাহ্ন ভোজনে রত ছিলেন।
কত খ্রি. হতে গৌড়ি বাংলার রাজধানী ছিল?
উত্তর : ৭৩০ খ্রি. হতে।
বখতিয়ার খলজীর অতি সহজে বাংলা বিজয়ের একটি কারণ ছিল?
উত্তর : বখতিয়ার খলজী কর্তৃক বণিকের ছদ্মবেশ।
বখতিয়ারের অভিযান বাংলার মানুষরা প্রতিরোধ নকরার কারণ?
উত্তর : লক্ষ্মণ সেনের অত্যাচারে তারা অতিষ্ঠ ছিল।
মধ্যযুগের বাংলার মুসলিম শাসনের স্রষ্টা বলা হয় কাকে?
উত্তর : ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজী 1
বখতিয়ারের বাংলা অভিযানের মাধ্যমে কিসের সূচনা হয়?
উত্তর : মুসলিম শাসনের উ
ত্থান ঘটে।
বখতিয়ার খলজীর পর বাংলায় কত বছর মুসলি শাসন ছিল?
উত্তর : প্রায় সা েপাঁচশ বছর।
বখতিয়ার খলজীর বাস্তবে কার সেনাপ্রধান ছিলেন?
উত্তর : কুতুব উদ্দিন আইবেকের।
বখতিয়ারের বাংলা অভিযানের বর্ণনা পাওয়া যায় কোথায়?
উত্তর : তবকাত-ই-নাসিরী গ্রন্থে।
বিখ্যাত তবকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উত্তর : ঐতিহাসিক মিনহায-ই-সিরাজ।
বখতিয়ার খলজীর সর্বশেষ অভিযান কোথায় ছিল?
উত্তর : তিব্বতের পার্বত্য অঞ্চলে ।
বখতিয়ার খলজী কত সালে তিব্বত অভিযান করেছিলেন
উত্তর : ১২০৬ খ্রি.
বখতিয়ার কোথা থেকে তার তিব্বত অভিযান শুরু করেন?
উত্তর : লক্ষ্মৌতি থেকে।
বখতিয়ারের তিব্বত অভিযানে মোট সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর : প্রায় ১০,০০০ সৈন্য ছিল।
বখতিয়ারের তিব্বত অভিযানের বর্ণনা পাওয়া যায় কোথায়?
উত্তর : তবকাত-ই-নাসিরী গ্রন্থে।
তিব্বত অভিযানে বখতিয়ারকে কে সাহায্য করেছিলেন?
উত্তর : উপজাতি সদার আলী মেচ।
বখতিয়ারের তিব্বত অভিযানের ফলাফল কি হয়েছিল?
উত্তর : বখতিয়ার নির্মমভাবে পরাজিত হয়েছিলেন।
বখতিয়ার খলজী কত সালে মৃত্যুবরণ করেছিলেন?
উত্তর : ১২০৬ খ্রি. তিব্বত অভিযানে ব্যর্থতার পর।
বখতিয়ার খলজীর মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : শীরান খলজী।
বংশের পতন সেন বংশের উদ্ভব হয়েছিল কত শতাব্দীতে?
উত্তর : একাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে।
কোন বংশের দুর্বলতার সুযোগে সেন বংশের অভ্যুদয় ঘটে?
উত্তর : পাল সাম্রাজ্যের।
সেন বংশের প্রতিষ্ঠাতা শাসক কে ছিলেন?
উত্তর : রাজা বিজয় সেন ছিলেন এর প্রতিষ্ঠাতা।
‘কোন বংশ সমগ্র বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল?
উত্তর : সেন রাজবংশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
সেন রাজাদের পূর্ব পুরুষরা কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : দাক্ষিণাত্যের কর্ণাটদেশের অধিবাসী।
প্রাচীন কর্ণাটদেশ বর্তমানে কি নামে পরিচিত?
উত্তর : মহারাষ্ট্র ও হায়দারাবাদ।
সেন রাজাদের পূর্ব পুরুষরা কোন গোত্রীয় ছিলেন?
উত্তর : চন্দ্রবংশীয় ও ব্রহ্ম ক্ষত্রিয়।
সেন বংশের কোন শাসক ১ম বাংলায় এসেছিলেন?
উত্তর : সামন্তসেন ১ম বাংলায় আসেন।
একাদশ শতাব্দীতে কর্ণাটে কোন বংশের শাসন ছিল?
উত্তর : চালুক্য রাজ বংশ এর শাসন ছিল।
এ সময় চালুক্য রাজবংশের শাসন ক্ষমতায় কে ছিলেন?
উত্তর : রাজা উচ্চ বিক্রমাদিত্য।
৬ষ্ঠ বিক্রমাদিত্য কত সালে প্রথমবার বংলা আক্রমণ করেন?
উত্তর : ১০৪২ খ্রি.
৬ষ্ঠ বিক্রমাদিত্য কত সালে ২য় বারের মতো বাংলা আক্রমণ করেন?
উত্তর : ১০৭৬ খ্রি.
খ-বিভাগ
২.০১।ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি কে ছিলেন?
২.০২।বখতিয়ার খলজির বাংলা বিজয় সম্পর্কে আলোচনা কর।
২.০৩।বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ কি?
২.০৪।বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলাফল সংক্ষেপে লিখ।
২.০৫।বখতিয়ার খলজির তিব্বত অভিযান সম্পর্কে লিখ।
২.০৬।বখতিয়ার খলজির তিব্বত অভিযানের ফলাফল কি হয়েছিল?
২.০৭।বখতিয়ার খলজি কর্তৃক বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার বিবরণ দাও।
২.০৮।লক্ষ্মণ সেনের পরিচয় দাও।
২.০৯।সেন বংশের পতনের কারণগুলো লিখ।
২.১০।ফখরুদ্দিন মুবারক শাহ কে ছিলেন?
২.১১।ফখরুদ্দিন মোবারক শাহ কি সোনারগাঁওয়ের স্বাধীন সুলতান ছিলেন? ব্যাখ্যা কর।
২.১২।ইলিয়াস শাহ সম্পর্কে যা জান লিখ।
২.১৩।বাংলার ইলিয়াস শাহী বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২.১৪।ইলিয়াস শাহী বংশের অবদান নিরূপণ কর।
২.১৫।হাজী ইলিয়াস শাহকে শাহে বাংলা বলা হয় কেন?
২.১৬।সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের চরিত্র সংক্ষেপে লিখ।
২.১৭।সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব সংক্ষেপে লিখ ।
২.১৮।সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বকাল সংক্ষেপে বর্ণনা কর।
২.১৯।একডালা দুর্গের উপর টীকা লিখ ।
২.২০।শামসুদ্দিন ফিরোজ শাহ কে ছিলেন?
২.২১।সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব সম্পর্কে লিখ।
২.২২।মুঘিসউদ্দিন তুমিল খানের পরিচয় দাও।
২.২৩।সিকান্দার শাহ’র পরিচয় তুলে ধর।
২.২৪।সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ’র কৃতিত্ব উল্লেখ কর।
২.২৫।রাজা গণেশ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও।
২.২৬।বাংলার সমকালীন রাজনীতিতে রাজা গণেশের ভূমিকা কি ছিল?
২.২৭।ইবনে বতুতার পরিচয় দাও।
২.২৮।আলী মর্দান খলজির পরিচয় দাও।
গ-বিভাগ
২.২৯।মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও।
২.৩০।মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও।
২.৩১।মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলায় ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
২.৩২।মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও।
২.৩৩।বখতিয়ার খলজি কে ছিলেন? তার বিহার ও বাংলা বিজয় আলোচনা কর ।
২.৩৪।ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পটভূমি আলোচনা কর।
২.৩৫।বখতিয়ার খলজির বঙ্গ বিজয় আলোচনা কর ।
২.৩৬।বখতিয়ার খলজির রাজ্য বিস্তার আলোচনা কর।
২.৩৭।বখতিয়ার খলজির নদীয়া বিজয় সম্পর্কে আলোচনা কর। বখতিয়ারের সহজ বিজয়ের কারণ কি এবং এর ফলাফল কি হয়েছিল?
২.৩৮।বখতিয়ার খলজির উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২.৩৯।বাংলায় সেন বংশের পতনের একটি বিবরণ দাও।
২.৪০।সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।
২.৪১।সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
২.৪২।সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির রাজত্বকাল বিবরণ দাও।
২.৪৩।গিয়াস ইওজ খলজীর কৃতিত্ব মূল্যায়ন কর।
২.৪৪।বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠায় ফখরুদ্দিন মুবারক শাহ -এর অবদান মূল্যায়ন কর।
২.৪৫।রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা কর ।
২.৪৬।বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসনকাল বর্ণনা কর।
২.৪৭।বাংলার স্বাধীন সালতানাত সুদৃঢ়করণে ইলিয়াস শাহের অবদান মূল্যায়ন কর।
২.৪৮।বাংলার রাজনীতি ও সংস্কৃতিতে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং সিকান্দার শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
২.৪৯।বাংলার সুলতান সিকান্দার শাহের রাজত্বকাল পর্যালোচনা কর।
২.৫০।বাংলার সংস্কৃতিতে ইলিয়াছ শাহী আমলের কৃতিত্ব তুলে ধর।
২.৫১।সুলতান শামসুদ্দিন ফিরোজশাহের শাসনামলে বাংলায় মুসলিম রাজ্য বিস্তৃতি সহ তাঁর কৃতিত্ব আলোচনা কর ।
<
a href="https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%a8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%b6/" data-type="URL" data-id="https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%a8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%b6/" target="_blank" rel="noreferrer noopener">২.৫২।সুলতান রুকনউদ্দিন বরবক শাহের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর।
২.৫৩।ইবনে বতুতার বিবরণীর আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।