ক-বিভাগ
আল-ফারাবী’ কত হিজরিতে জন্মগ্রহণ করেন?
উত্তর : ‘আল-ফারাবী’ ২৫৯ হিজরিতে জন্মগ্রহণ করেন।
ইংরেজি কত সালে ‘আল-ফারাবী’ জন্মগ্রহণ করেন?
উত্তর : ৮৭০ খ্রিস্টাব্দে ‘আল-ফারাবী’ জন্মগ্রহণ করেন
‘আল-ফারাবী’ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আল-ফারাবী তুর্কীস্থানের ফারাব নামক শহরের ‘ওয়াসিজ’ নামক স্থানে জন্মগ্রহণ করেন।
আল-ফারাবীকে কেন ‘ফারাবী’ বলা হয়?
উত্তর : জন্মস্থানের নামানুসারে তাঁকে আল-ফারাবী বলা হয়।
আল-ফারাবীর আসল নাম কী?
উত্তর : আসল নাম হচ্ছে আবু নসর মুহম্মদ বিন তুরখান বিন আওযালগ।
আল ফারাবীর পিতার নাম কী?
উত্তর : তুরখান বিন আওযালগ।
পাশ্চাত্য জগতে ফারাবী কী নামে পরিচিত?
উত্তর : পাশ্চাত্য জগতে ফারাবিকে ফারাবীয়াস (All Pharabius) বলা হয়।
আল ফারাবী কে ছিলেন?
উত্তর : আল-ফারাবী ছিলেন একজন খ্যাতনামা মুসলিম দার্শনিক।
ফারাবীর পিতা কে ছিলেন?
উত্তর : ফারাবীর পিতা ছিলেন তদানীন্তন খোরাসানের সেনাধ্যক্ষ।
দর্শনে দ্বিতীয় শিক্ষক বলা হয় কাকে?
উত্তর : দর্শনে দ্বিতীয় শিক্ষাক বলা হয় আল-ফারাবীকে।
‘আল মুয়াল্লিমুস সানি’ অর্থ কী?
উত্তর : ‘মুয়াল্লিমুস সানি’ অর্থ দ্বিতীয় শিক্ষক।
কে ‘মুয়াল্লিমুস সানি’ হিসেবে খ্যাত?
উত্তর : আল-ফারাবী মুয়াল্লিমুস সানি হিসেবে খ্যাত।
প্রথম শিক্ষক বলা হয় কাকে?
উত্তর : প্রথম শিক্ষক বলা হয় এরিস্টটলকে।
আল-ফারাবী কোন কোন ভাষায় পারদর্শী ছিলেন?
উত্তর : ‘আল-ফারাবী’ আরবি ও গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন।
‘আল-ফারাবী’ কতটি ভাষা জানতেন?
উত্তর : ঐতিহাসিক ইবনে খাল্লিকানের মতে, আল-ফারাবী, সত্তরটি ভাষা জানতেন।
আল-ফারাবী তাঁর অর্জিত শিক্ষা কতটি নোট বইয়ে লিপিবদ্ধ করেন?
উত্তর : আল- ফারাবী তাঁর অর্জিত শিক্ষা সত্তরটি নোট বইয়ে লিপিবদ্ধ করেন।
ফারাবীর জীবনে কোন গ্রিক দার্শনিকের প্রভাব ছিল?
উত্তর : ফারাবীর জীবনে গ্রিক দার্শনিক এরিস্টটলের প্রভাব ছিল।
‘ফিজিক্স’ ও ‘ডি এনিমা’ গ্রন্থদ্বয়ের লেখক কে?
উত্তর : ‘ফিজিক্স’ ও ‘ডি এনিমা’ গ্রন্থদ্বয়ের লেখক এরিস্টটল।
ফারাবী ‘ফিজিক্স’ গ্রন্থটি কতবার অধ্যয়ন করেছিলেন?
উত্তর : ফারাবী ‘ফিজিক্স’ গ্রন্থটি চল্লিশবার অধ্যয়ন করেছিলেন।
ফারাবী এরিস্টটলের ‘ডি এনিমা’ গ্রন্থটি কতবার অধ্যয়ন করেছিলেন?
উত্তর : দুইশতবার অধ্যয়ন করেছিলেন।
আল-ফারাবী জন্মসূত্রে কোন ভাষী ছিলেন?
উত্তর : জন্মসূত্রে ফারাবী তুর্কি ভাষী ছিলেন।
সংগীতে ফারাবীর দখল ছিল কতটুকু?
উত্তর : ফারাবী সংগীতে ব্যাপক পারদর্শী ছিলেন।
বাঁশির সুরে রাজদরবারকে বিমোহিত করেছিলেন কে?
উত্তর : আল-ফারাবী বাঁশির সুরে রাজদরবারকে বিমোহিত করেছিলেন।
আল-ফারাবী ইন্তেকাল করেন কত সালে?
উত্তর : ফারাবী ইন্তেকাল করেন ৯৫০ সালে।
কে দস্যু কর্তৃক আক্রান্ত হয়েছিলেন?
উত্তর : ফারাবী দস্যু কর্তৃক আক্রান্ত হয়েছিলেন।
ফারাবীকে সমাহিত করা হয় কোথায়?
উত্তর : ফারাবীকে উমাইয়া শাসক মুয়াবিয়া (রা) এর কবরের পাশে সমাহিত করা হয়।
আল-ফারাবী কতটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়?
উত্তর : আল-ফারাবীর ১১৭টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়।
ফারাবী কোন সম্প্রদায়ের অনুসারী ছিলেন?
উত্তর : ফারাবী সুন্নি সম্প্রদায়ের অনুসারী ছিলেন।
ফারাবীর পেশা কী ছিল?
উত্তর : ফারাবী প্রথমে মালী এবং পরে কাজি ও শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
‘ফালসাফাতি আফলাতুন ওয়া ফালসাফাত আরসম্ভতালিস’ গ্রন্থের লেখক কে?
উত্তর : এ গ্রন্থের লেখক ছিলেন আল-ফারাবী।
‘কিয়াস আল-সাগীর’ গ্রন্থের লেখক কে?
উত্তর : আল ফারাবী।
‘মাবাদিউ আল-ফালাসাফাহ আল-ক্বাদিমাহ’ গ্রন্থের লেখক কে?
উত্তর : আল-ফারাবী।
ফারাবী কার পৃষ্ঠপোষকতায় জ্ঞান সাধনা ও গ্রন্থ রচনার ব্রতী হন?
উত্তর : ফারাবী হামদাদী বংশের বিরাট ব্যক্তিত্ব সাইফুদ্দৌলার পৃষ্ঠপোষকতায় জ্ঞানসাধনা ও গ্রন্থ রচনায় ব্রতী হন।
আল-ফারাবীর সময়ে কোন শাস্ত্রের বিকাশ ঘটেছিল?
উত্তর : ফারাবীর সময় ‘ইলমুল কালাম’ শাস্ত্র বা যুক্তিমূলক ধর্মতত্ত্বের বিকাশ ঘটেছিল।
‘সুফিতত্ত্ব’ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : আল-ফারাবীর সময়ে সুফিতত্ত্ব প্রতিষ্ঠিত হয়।
ফারাবীর সময়ের একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম উল্লেখ কর।
উত্তর : আশারীয়া ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইমাম আবুল হাসান আশআরী (র)।
আল-ফারাবী কোন কোন বিষয়ে শিক্ষা অর্জন করেছিলেন?
উত্তর : আল-ফারাবী কুরআন, হাদীস, ফিক্হ, রাজনৈতিক দর্শন, অধিবিদ্যা, মনোদর্শন প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করেন ।
‘বায়তুল হিকমাহ’ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘বায়তুল হিকমাহ’ আল-ফারাবীর সময়ে প্রতিষ্ঠিত হয়।
‘বায়তুল হিকমাহ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : খলিফা মামুন ‘বায়তুল হিকমাহ’ প্রতিষ্ঠা করেন।
‘বায়তুল হিকমাহ’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘বায়তুল হিকমাহ’ প্রতিষ্ঠিত হয়েছিল বাগদাদে ।
‘বায়তুল হিকমাহ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বায়তুল হিকমাহ’ অর্থ বিজ্ঞান একাডেমি।
আল-ফারাবী কতবছর বয়সে ইন্তেকাল করেন?
উত্তর : আল-ফারাবী ৮০ (আশি) বছর বয়সে ইন্তেকাল করেন।
‘কালাম ফি মা’ আনি আল-ফালসাফাহ’ গ্রন্থের লেখক কে?
উত্তর : এ গ্রন্থের লেখক আল-ফারাবী।
মুসলিম রাষ্ট্রদর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুসলিম রাষ্ট্রদর্শনের প্রতিষ্ঠাতা আল-ফারাবী।
জ্ঞানতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : জ্ঞানতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Epistemology.
Epistemology কোন ভাষার শব্দ?
উত্তর : Epistemology গ্রিক শব্দ।
Epistemology শব্দের উৎপত্তি কোথা থেকে?
উত্তর : গ্রিক শব্দ Epistem ও logos শব্দদ্বয় থেকে epistemology শব্দের উৎপত্তি।
Epistem শব্দের অর্থ কী?
উত্তর : Epistem শব্দের অর্থ জ্ঞান।
Epistem এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Epistem এর ইংরেজি প্রতিশব্দ Knowledge, Wisdom।
Logos শব্দের অর্থ কী?
উত্তর : Logos শব্দের অর্থ বিজ্ঞান বা বিদ্যা।
জ্ঞানতত্ত্ব কাকে বলে?
উত্তর : জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান বা বিদ্যাকে জ্ঞানতত্ত্ব বলে ।
দর্শনের প্রধান শাখা কী?
উত্তর : জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যা ।
জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যা কী নিয়ে আলোচনা করে?
উত্তর : জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যা জ্ঞানের স্বরূপ, উৎস, শর্ত, সম্ভাবনা, সীমা নিশ্চয়তা ইত্যাদি নিয়ে আলোচনা করে।
খ-বিভাগ
প্রশ্ন।১।আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?
প্রশ্ন।২।আল ফারাবির নীতিবিদ্যা লিখ ।
প্রশ্ন।৩।ফারাবির নীতিবিদ্যায় এরিস্টটলের প্রভাব লিখ।
প্রশ্ন।৪।আল ফারাবির আদর্শ রাষ্ট্রের গুণাবলির কি?
প্রশ্ন।৫।আল ফারাবি কিভাবে দর্শন ও ধর্মতত্ত্বের মধ্যে সমন্বয়সাধন করেন?
প্রশ্ন।৬।আল ফারাবির মতে দেহ ও আত্মার সম্পর্ক কী?
প্রশ্ন॥৭॥আল ফারাবি আত্মার অমরত্বের সপক্ষে কী কী প্রমাণ দিয়েছেন?
প্রশ্ন॥৮॥ আল ফারাবির যুক্তিবিদ্যার প্রভাব সংক্ষেপে লেখ।
প্রশ্ন॥৯॥যুক্তিবিদ্যায় আল ফারাবির অবদান কী?
প্রশ্ন।১০।আল ফারাবির জীবনে যুক্তিবিদ্যার ঐতিহ্য লেখ।
প্রশ্ন।১১।আল ফারাবির রাষ্ট্রদর্শনে গ্রিক রাষ্ট্রচিন্তার প্রভাব কিরূপ?
প্রশ্ন৷১২।আল ফারাবির মৌলিক জ্ঞানসূত্র বলতে কী বুঝ?
প্রশ্ন।১৩।আল-ফারাবির দর্শনতত্ত্ব সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷১৪।আল-ফারাবির অধিবিদ্যা সংক্ষেপে লিখ ।
প্রশ্ন।১৫।পরমসত্তার অস্তিত্বের প্রমাণ সম্পর্কে আল-ফারাবির মতবাদ সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১৬।আল-ফারাবির জ্ঞানতত্ত্ব সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১৭।আল-ফারাবির দশম বুদ্ধি সম্পর্কে লিখ।
প্রশ্ন।১৮।আত্মার প্রকৃতি ও কার্যাবলি সম্পর্কে আল-ফারাবির মতবাদ লিখ।
প্রশ্ন।১৯।আল-ফারাবির আত্মার বৃত্তিসমূহ কি কি?
প্রশ্ন৷২০।আত্মার প্রকৃতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷২১।আল-ফারাবির যুক্তিবিদ্যার বিষয়বস্তু সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷২২৷আল-ফারাবির খোদাতত্ত্ব সংক্ষেপে লিখ।
প্রশ্ন।২৩৷৷আল-ফারাবির বিশ্বতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।
প্রশ্ন৷২৪৷রাষ্ট্রদর্শনে আল-ফারাবির অবদান সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷২৫৷ মুসলিম দর্শনে আল-ফারাবির প্রভাব সংক্ষেপে লিখ।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥দর্শন সম্পর্কে আল-ফরাবির দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
প্রশ্ন।২।আল-ফারাবির অধিবিদ্যা আলোচনা কর।
প্রশ্ন।৩।আল-ফারাবিকে কেন দ্বিতীয় শিক্ষক বলা হয়? তাঁর অধিবিদ্যা আলোচনা কর।
প্রশ্ন।৪।আল-ফারাবির জ্ঞানতত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন।৫।আল-ফারাবির দশম বুদ্ধি সম্পর্কিত মতবাদ আলোচনা কর।
প্রশ্ন।৬।আল-ফারাবির আত্মাতত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৭।দেহ ও আত্মার সম্পর্ক নিয়ে আল-ফারাবির অভিমত কী? আত্মার অমরত্বের প্রমাণে তিনি কী বলেছেন?
প্রশ্ন৷৮।আল-ফারাবির দর্শনে আত্মার প্রকৃতি আলোচনা কর ।
প্রশ্ন।৯।আল ফারাবির দর্শনে আত্মার কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।১০।আল-ফারাবির যুক্তিবিদ্যার বিষয়বস্তু আলোচনা কর ।
প্রশ্ন॥১১।আল-ফারাবির যুক্তিবিদ্যার প্রভাব আলোচনা কর।
প্রশ্ন।১২।আল-ফারাবির দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যার সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক আলোচনা কর।যুক্তিবিদ্যায় আল-ফারাবির মৌলিক অবদান বর্ণনা কর।
প্রশ্ন।১৩।যুক্তিবিদ্যা চর্চার ইতিহাস আলোচনাপূর্বক আল-ফারাবির জীবনে যুক্তিবিদ্যার ঐতিহ্য বর্ণনা কর।
প্রশ্ন।১৪।আল-ফারাবির খোদাতত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥১৫।আল-ফারাবির নীতিবিদ্যায় গ্রিক দার্শনিক এরিস্টটলের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥১৬।বিশ্বতত্ত্ব প্রসঙ্গে আল-ফারাবির দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
প্রশ্ন।১৭।আল-ফারাবির দৃষ্টিতে রাষ্ট্রদর্শনের সংজ্ঞা দাও। তাঁর আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলি আলোচনা কর।
প্রশ্ন৷১৮৷রাষ্ট্রদর্শনে আল-ফারাবির অবদান আলোচনা কর।
প্রশ্ন৷১৯৷মুসলিম দর্শনে আল-ফারাবির প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷২০।আল-ফারাবির আদর্শ রাষ্ট্রের প্রত্যয় আলোচনা কর ।
প্রশ্ন৷২১৷৷প্লেটোর আদর্শ রাষ্ট্র ও আল ফারাবির আদর্শ রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন৷২২।তুমি কি আল-ফারাবির রাষ্ট্রদর্শনে গ্রিক রাষ্ট্রচিন্তার প্রভাব লক্ষ্য কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন৷২৩৷যুক্তিবিদ্যায় আল-ফারাবির অবদান ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন৷২৪৷৷আল ফারাবির নীতিদর্শনের একটি বিবরণ দাও। এ প্রসঙ্গে তোমার মন্তব্য প্রদান কর।