অথবা, দৈবচয়িত দুই দলীয় নক্শা কাকে বলে?
অথবা, দৈবচয়িত দুই দলীয় নক্শার সংজ্ঞা দাও।
অথবা, দৈবচয়িত দুই দলীয় নক্শা কী?
উত্তর।। ভূমিকা : নক্শা ছাড়া গবেষণা পরিচালনা করা খুবই অসম্ভব। গবেষণা করার পূর্বশর্ত হিসেবে নক্শা প্রণয়ন এবং তার যথাযথ ব্যবহার করা খুবই প্রয়োজন। পরীক্ষণের চলগুলোকে নক্শার মাধ্যমে সুস্পষ্ট করা হয়। যখন কোন সমস্যাকে ঘিরে নক্শার প্রয়োজন অনুভূত হয় তখন সে গবেষণা কর্মটি কতকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ হলো নক্শা।
দৈবচয়িত দুই দলীয় নক্শা : এ ধরনের নক্শা মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য একটি অতি প্রয়োজনীয় ও মৌলিক নক্শা। দুই দলীয় নক্শাকে অনেক সময় “দুই দলীয় দৈব নমুনাভিত্তিক নক্শা”ও বলা হয়। আবার অনেকে এ নকশাকে সরল দৈবনমুনাভিত্তিক নক্শা বলে থাকেন।
মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে আচরণ গবেষণার এ ধরনের নক্শা ব্যবহৃত হয়ে থাকে।পরীক্ষক যখন ফোন আচরণের উপর কোন উদ্দীপকের বা অনির্ভরশীল চলের মাত্রা প্রয়োগ করতে চান এবং অনির্ভরশীল চলের মাত্রার পার্থক্যের জন্য আচরণের কোন পার্থক্য ঘটে কি না তা নির্ণয় করতে চান, তখন তিনি দুই দলীয় নক্শা ব্যবহার করেন। অনির্ভরশীল চলের দুটি মাত্রাকে অনেক সময় দুটি অবস্থা বা দুটি উদ্দীপক বলা যেতে পারে। উদাহরণস্বরূপ একজন গবেষক পাঠদানের দুটি পদ্ধতি যেমন বক্তৃতাদান পদ্ধতি এবং প্রজেক্ট পদ্ধতির মধ্যে কোনটি অধিকতর ফলপ্রসূ তা জানতে হবে। এ ধরনের গবেষণার জন্য আমরা দুটি দল গঠন করতে পারি এবং একেকটি দলে একেকটি পদ্ধতি প্রয়োগ করে কোন পদ্ধতিতে ছাত্রদের পাঠের অগ্রগতি বেশি হয় তা নির্ণয় করতে পারি। উভয় পদ্ধতি ছাত্রদের পাঠের অগ্রগতির মাত্রা একটি অভীক্ষা দ্বারা পরিমাপ করা হবে এবং উপর্যুক্ত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা হবে।
দৈবচয়িত নক্শায় প্রধানত দুটি বিষয় উল্লেখযোগ্য। এই দুটি অবস্থাকে তাদের পারস্পরিকতার ভিত্তিতে নকশায় উপস্থাপন করতে হয়। অবস্থা দুটি হলো :
১. পরীক্ষকের নির্বাচনে দৈবচয়িত পদ্ধতির ব্যবহার এবং
২. পরীক্ষকদের দুটি দলে বিভক্ত করা।
এ ধরনের নক্শায় এমন ব্যবস্থা রাখা হয় যেখানে দুইবার দৈবচয়িত পদ্ধতি ব্যবহার করা হয়। সর্বপ্রথম এ ধরনের পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করতে হয়। নমুনা সংগ্রহের জন্য একটি সমগ্রক নির্ধারণ প্রয়োজন। এই সমগ্রক থেকে নমুনা
সংগ্রহ করতে হয়। তাই নমুনার সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর নমুনা সংগ্রহে দৈবচয়িত পদ্ধতি ব্যবহার করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায়, মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য দুই দলীয় নক্শায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নক্শা। এ নক্শা আচরণ গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে। এ গবেষণার ক্ষেত্রে সাপেক্ষ চলের উপর স্বাধীন চলের দুটি পৃথক মানের প্রভাব যাচাই করা হয়। সুতরাং দৈবচয়িত দুই দলীয় নক্শার গুরুত্ব মনোবিজ্ঞানে অনস্বীকার্য।


