অথবা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা “U” আকৃতি হওয়ার কারণ কি?
উত্তর:দীর্ঘকালীন গড় ব্যয় রেখা ইংরেজী “LU” আকৃতির সম্পন্ন অর্থাৎ উৎপাদন বৃদ্ধির প্রাথমিক অবস্থায় এই রেখা নিম্নগামী। একটি নির্দিষ্ট বিন্দুর পরে এই রেখা উর্ধ্বগামী হয়। স্বল্পকালীন গড় ব্যয় রেখার “LU” আকৃতির পেছনে যেমন পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি কার্যকর, তেমনি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা মাত্রাগত উৎপাদনের উপর নির্ভরশীল।
এই মাত্রাগত উৎপাদনের দ্বারা দীর্ঘকালীন গড় ব্যয় রেখার “LI” আকৃতির কারণ বিশেষণ করা যায়। উৎপাদনের প্রথম দিকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কার্যকর হয়। ফলস্বরূপ: দীর্ঘকালীন গড় ব্যয় রেখাও নিম্নগামী হয়। কিন্তু উৎপাদনের নির্দিষ্ট পরিমানের পর দেখা যায়, উৎপাদন আরো বাড়ালে ব্যবস্থাপনার দক্ষতা কম আসে। ফলে মাত্রাগত উৎপাদন ক্রমহ্রাসসমান হয়। তখন দীর্ঘকালীন গড় ব্যয় রেখা উর্ধ্বগামী হয়। এভাবে প্রাপ্ত দীর্ঘকালীন গড় ব্যয় রেখা প্রসারিত “।।” আকৃতি ধারণ করে। চিত্রে বিন্দুতে পৌছানোর পূর্বে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং । বিন্দুর পরে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কার্যকর হয়। LAC’ র নিম্নতম অবস্থা নির্দেশক। বিন্দুতে অর্থনৈতিক সুবিধা ও অসুবিধা সমান।