অথবা, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝ?
অথবা, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ধারণা দাও।
উত্তর : যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তনশীল ধরা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন
অপেক্ষক বলে।
যেমন- Q = f(L.K.V.y)
এক্ষেত্রে,
V = মাত্রাগত উৎপাদন
y = দক্ষতা প্যারামিটার
L = শ্রমের পরিমাণ যা পরিবর্তনশীল।
K = মূলধনের পরিমাণ যা পরিবর্তশীল।
দীর্ঘমেয়াদে উৎপাদন কৌশলের পরিবর্তন হেতু উৎপাদন অপেক্ষকের আকৃতির পরিবর্তন হতে পারে। উৎপাদন কৌশলের উন্নয়ন হেতু মোট উৎপাদন রেখা উর্ধ্বমূখী স্থানান্তর হতে পারে। এর অর্থ একই পরিমাণ উপকরণ দিয়ে পূর্বের চেয়ে বেশি উৎপাদন অথবা কম পরিমাণ উপাদান দিয়ে পূর্বের সমান উৎপাদন করা সম্ভব। দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক সম-উৎপাদন রেখা এবং সম-উৎপাদন মানচিত্র দ্বারা প্রকাশ পায়। নিম্নের চিত্রে তা দেখানো হলো:
উপরের চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন (K) ধরা হল।চিত্রের Q0 ও Q1 দুইটি সম-উৎপাদন রেখা। চিত্রানুযায়ী R ও T বিন্দু একটি উপকরণ থেকে অন্য একটি উপকরণের পরিমাণ বেশি প্রকাশ করে। ফলে Q0 থেকে Q1। রেখা বেশি উৎপাদন প্রকাশ করে।