দশম অধ্যায়, মীমাংস

ক-বিভাগ

পতঞ্জল দর্শনের অপর নাম কী?
উত্তর : পতঞ্জল দর্শনের অপর নাম হলো ‘সেশ্বর সাংখ্য’।
মীমাংসাসূত্রের প্রণেতা কে?
উত্তর : মহর্ষি জৈমিনি মীমাংসাসূত্রের প্রণেতা।
বেদ কয় খণ্ডে বিভক্ত ও কী কী?
উত্তর : বেদ দুই খণ্ডে বিভক্ত। যথা : ক. পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড এবং খ. উত্তরকাণ্ড বা জ্ঞানকাণ্ড ।
মীমাংসা দর্শন কোন কাণ্ডের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : মীমাংসা দর্শন পূর্বকাণ্ড বা কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত।
বেদান্ত দর্শন কোন কাণ্ডের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : বেদান্ত দর্শন উত্তরকাণ্ড বা জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত।
মীমাংসা দর্শনের উদ্দেশ্য কী?
উত্তর : বৈদিক যাগযজ্ঞ, ক্রিয়াকর্ম ও অনুষ্ঠানের যৌক্তিকতা ব্যাখ্যা ও সমর্থন করাই মীমাংসা দর্শনের উদ্দেশ্য।
মীমাংসা দর্শনকে কী বলা হয়?
উত্তর : মীমাংসা দর্শনকে পূর্ব-মীমাংসা বা কর্ম-মীমাংসা বলা হয় ।
বেদান্ত দর্শনকে কী বলা হয়?
উত্তর : বেদান্ত দর্শনকে উত্তরমীমাংসা বা জ্ঞান-মীমাংসা বলা হয়।
মীমাংসা দর্শনের অপর এক নাম কী?
উত্তর : মীমাংসা দর্শনের অপর এক নাম হলো জৈমিনি দর্শন।
শবরস্বামী কে?
উত্তর : শবরস্বামী মীমাংসা সূত্রের একজন ভাষ্যকার।
মীমাংসা দর্শনের খ্যাতনামা ভাষ্যকার এবং ব্যাখ্যাকারের নাম লিখ।
উত্তর : মীমাংসা দর্শনের খ্যাতনামা ভাষ্যকার এবং ব্যাখ্যাকারের নাম হলো কুমারিল ভট্ট ও প্রভাকর মিশ্র।
মীমাংসা দর্শনে প্রমাণ কাকে বলে?
উত্তর : যথার্থ জ্ঞানলাভের প্রণালিকে মীমাংসা দর্শনে প্রমাণ বলে।
জৈমিনির মতে প্রমাণ কত প্রকার?
উত্তর : জৈমিনির মতে প্রমাণ তিন প্রকার।
জৈমিনির মতে প্রমাণ কত প্রকার ও কী কী?
উত্তর : জৈমিনির মতে প্রমাণ তিন প্রকার। যথা : ক. প্রত্যক্ষ; খ. অনুমান ও গ. শব্দ ।
প্রত্যক্ষ প্রমাণ কোন প্রমাণের তুলনায় নিকৃষ্ট?
উত্তর : প্রত্যক্ষ প্রমাণ শব্দ প্রমাণের তুলনায় নিকৃষ্ট।
প্রভাকরের মতে প্রমাণ কত প্রকার ও কী কী?
উত্তর : প্রভাকরের মতে প্রমাণ পাঁচ প্রকার। যথা : প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান ও অর্থাপত্তি।
কাকে, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয়?
উত্তর : মহর্ষি জৈমিনিকে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয়।
মহর্ষি জৈমিনি কার শিষ্য ছিলেন?
উত্তর : মহর্ষি জৈমিনি বেদব্যাস এর শিষ্য ছিলেন।
মীমাংসা দর্শনের মূল গ্রন্থ কোনটি?
উত্তর : মীমাংসা দর্শনের মূল গ্রন্থ ‘মীমাংসা সূত্র’।
কে মীমাংসা সূত্রের প্রণেতা?
উত্তর : মহর্ষি জৈমিনি মীমাংসা সূত্রের প্রণেতা
মীমাংসা সূত্র কয়টি অধ্যায়ে বিভক্ত?
উত্তর : মীমাংসা সূত্র দ্বাদশ অধ্যায়ে বিভক্ত।
৩য়, ৬ষ্ঠ ও ১০ম এ তিন অধ্যায়ে কয়টি করে পাদ আছে?
উত্তর : ৩য়, ৬ষ্ঠ ও ১০ম এ তিন অধ্যায়ে আটটি করে পাদ আছে।
মীমাংসা সূত্রের অপর প্রত্যেক অধ্যায় কয়টি পাদে বিভক্ত?
উত্তর : মীমাংসা সূত্রের অপর প্রত্যেক অধ্যায় চারটি পাদে বিভক্ত।
বেদ প্রধানত কয়টি কাণ্ডে বিভক্ত?
উত্তর : বেদ প্রধানত দুটি কাণ্ডে বিভক্ত।
বেদান্তের লক্ষ্য কী?
উত্তর : বেদান্তের লক্ষ্য জ্ঞানকাণ্ডে বর্ণিত ব্রহ্মের স্বরূপ সম্পর্কে অনুসন্ধান করা।
মীমাংসা দর্শনের কাজ কী?
উত্তর : যে বিশ্বাসের উপর নির্ভর করে বৈদিক যাগযজ্ঞ-ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয় সেই বিশ্বাসের যৌক্তিকতা ব্যাখ্যা
করাই মীমাংসা দর্শনের কাজ।
মীমাংসা ও বেদান্ত দর্শনের মধ্যে প্রভেদ করার জন্য মীমাংসা দর্শনকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : মীমাংসা ও বেদান্ত দর্শনের মধ্যে প্রভেদ করার জন্য মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা বা কর্ম মীমাংসা নামে
অভিহিত করা হয়।
মীমাংসা ও বেদান্ত দর্শনের মধ্যে প্রভেদ করার জন্য বেদান্ত দর্শনকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : মীমাংসা ও বেদান্ত দর্শনের মধ্যে প্রভেদ করার জন্য বেদান্ত দর্শনকে মীমাংসা বা জ্ঞান মীমাংসা নাে
অভিহিত করা হয়
কোন ধাতু থেকে মীমাংসা শব্দ নিষ্পন্ন?
উত্তর : ‘মন্‌’ ধাতু থেকে মীমাংসা শব্দ নিষ্পন্ন।
‘মনু’ ধাতুর অর্থ কী?
উত্তর : ‘মন্’ ধাতুর অর্থ চিন্তা করা, চিন্তার দ্বারা যুক্তিসংগত সিদ্ধান্ত আবিষ্কার করা।
কোন মীমাংসা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না?
উত্তর : পূর্ব মীমাংসা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥মীমাংসা দর্শন কী?
প্রশ্ন।২।মীমাংসা দর্শনের প্রত্যক্ষ প্রমাণ কী?
প্রশ্ন।৩।মীমাংসা দর্শনের নির্বিকল্প প্রত্যক্ষ কী?
প্রশ্ন।৪।মীমাংসা দর্শনের সবিকল্প প্রত্যক্ষ কী?
প্রশ্ন॥৫।মীমাংসা দর্শনের শব্দ প্রমাণ কী?

প্রশ্ন॥৬॥বেদের নিত্যত্ব এবং অপৌরষেয়ত্ব প্রমাণের জন্য মীমাংসকদের যুক্তি সংক্ষেপে
আলোচনা কর।
প্রশ্ন॥৭॥মীমাংসা দর্শনের উপমান প্রমাণ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৮॥মীমাংসা দর্শনের অর্থাপত্তি প্রমাণ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।৯।মীমাংসা দর্শনের অর্থাপত্তি কত প্রকার ও কী কী? প্রমাণ আলোচনা কর।

প্রশ্ন।১০।মীমাংসা দর্শনের অনুপলব্ধি প্রমাণ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷১১৷মীমাংসা দর্শনের জ্ঞানের প্রামাণ্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১২।মীমাংসা দর্শনের ভ্রম সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১৩।মীমাংসা দর্শনের পদার্থ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন॥১৪৷ পদার্থ সম্পর্কে বৈশেষিক মতের সঙ্গে মীমাংসা মতের পার্থক্য কী?

গ-বিভাগ

প্রশ্ন।১।মীমাংসা মতে, প্রমাণ তত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন।২।মীমাংসা দর্শনের প্রত্যক্ষ প্রমাণ আলোচনা কর।
প্রশ্ন॥৩॥মীমাংসা দর্শনের শব্দ প্রমাণ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥মীমাংসা দর্শনের শব্দ কী? বেদের নিত্যত্ব এবং অপৌরষেয়ত্ব প্রমাণের জন্য মীমাংসকদের যুক্তি আলোচনা কর।
প্রশ্ন॥৫॥মীমাংসা দর্শনের উপমান প্রমাণ আলোচনা কর।
প্রশ্ন৷৬৷মীমাংসা দর্শনের অর্থাপত্তি প্রমাণ আলোচনা কর।
প্রশ্ন।৭।মীমাংসা দর্শনের অনুপলব্ধি প্রমাণ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥মীমাংসা দর্শনের জ্ঞানের প্রামাণ্য আলোচনা কর।
প্রশ্ন॥৯॥মীমাংসা দর্শনের জ্ঞানের প্রামাণ্য ও ভ্রম আলোচনা কর।

প্রশ্ন।১০৷মীমাংসা দর্শনের পদার্থ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।১১।মীমাংসা দর্শনের তত্ত্ববিদ্যা আলোচনা কর।
প্রশ্ন।১২।শক্তি ও অপূর্ব সম্পর্কে মীমাংসকদের মত আলোচনা কর।
প্রশ্ন॥১৩।মীমাংসা দর্শনের জগৎ এবং শক্তি ও অপূর্ব আলোচনা কর।
প্রশ্ন।১৪৷মীমাংসা দর্শনের আত্মা আলোচনা কর।