অথবা, দল সমাজকর্ম প্রক্রিয়ার ব্যাখ্যা প্রদান কর।
অথবা, দল সমাজকর্ম প্রক্রিয়া কাকে বলে।
অথবা, দল সমাজকর্ম প্রক্রিয়া বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : দল সমাজকর্মের সাথে সম্পর্কিত অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় হলো দল সমাজকর্ম প্রক্রিয়া। সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করে দল সমাজকর্মী দলীয় প্রক্রিয়াকে প্রয়োগ করে এবং দল সমাজকর্মী দলীয় প্রক্রিয়াকে প্রভাবিত করার মাধ্যমে দল সমাজকর্ম প্রক্রিয়া কার্যকর করেন। দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে দল সমাজকর্মী দলীয় সদস্যদের সামর্থ্য ও ক্ষমতানুযায়ী দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রভাব বিস্তার করে। এভাবে দল সমাজকর্ম প্রক্রিয়া দলের ইতিবাচক গতিশীলতা সৃষ্টি করে। এজন্য দলের উন্নয়নের ক্ষেত্রে দল সমাজকর্ম
প্রক্রিয়ার প্রয়োগ ঘটানো জরুরি।
দল সমাজকর্ম প্রক্রিয়া : দলকে সাহায্য করার বিশেষ কৌশল হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া। সাধারণভাবে বলা যায়, দলীয় মিথস্ক্রিয়াকে যখন দল সমাজকর্মী পরিচালিত ও নিয়ন্ত্রিত করেন, তখন তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলা হয় । অন্যভাবে বলা যায়, দলীয় আন্তক্রিয়ার ফলে দলে যে গতিশীল অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় দলীয় প্রক্রিয়া অর্থাৎ দল সমাজকর্মী যখন দলীয় প্রক্রিয়াকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করেন তখন তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলে। মূলত দলীয় প্রক্রিয়াকে প্রভাবিত করার মাধ্যমেই দল সমাজকর্ম প্রক্রিয়ার সূত্রপাত।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী বিভিন্নভাবে দল সমাজকর্ম প্রক্রিয়ার সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকজনের সংজ্ঞা উপস্থাপন করা হলো :
মনীষী এইচ. বি. ট্রেকার (H. B. Tracker) এর মতে, “The group work process is in operation when the group worker conciously guides and utilizes the interaction among group members for
individual and group development.” অর্থাৎ, যখন দল সমাজকর্ম দলীয় সদস্যদের ব্যক্তিগত এবং দলীয় উন্নয়নে দলীয় মিথস্ক্রিয়াকে সচেতনভাবে পরিচালিত করেন তখন দল সমাজকর্ম প্রক্রিয়া কার্যকর হয়।
নূরুল হোসেন ও মোহাম্মদ আলাউদ্দিন (Nurul Hossain & Mohammad Alauddin) দল সমাজকর্ম প্রক্রিয়াকে
সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন, “Group work process refers to free interaction of all the individual association for a given purpose or set of process under the guidance of a group worker.”
ইমানুয়েল ট্রপ (Emanuel Tropp) বলেছেন, “The group work process means that a concious helping force the group worker has entered this interplay of relationship.”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে একথা সুস্পষ্ট হয় যে, দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মী দলীয় মিথস্ক্রিয়াকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করেন। বস্তুত দলীয় কর্মসূচি উন্নয়নে দলীয় সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়ার কার্যকর পরিচালনাই দল সমাজকর্মীর প্রধান কাজ।
সার্বিকভাবে বলা যায়, দলীয় লক্ষ্য অর্জনের এবং দল ও দলের সদস্যদের উন্নয়নের জন্য যখন দল সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে দলীয় মিথস্ক্রিয়া নিয়ন্ত্রিত ও পরিচালিত করেন তখন তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলে।