দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?

অথবা, দল সমাজকর্ম কাকে বলে। দল সমাজকর্মের বিষয়বস্তু আলোচনা কর?
অথবা, দল সমাজকর্ম কী। দল সমাজকর্মের মানদণ্ড আলোচনা কর
অথবা, দল সমাজকর্ম বলতে কী বুঝ। দল সমাজকর্মের প্রকৃতি আলোচনা কর
উত্তর৷ ভূমিদল সমাজকর্ম কী। দল সমাজকর্মের মানদণ্ড আলোচনা কর কা : সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এটি এমন এক ধরনের পেশা যা ব্যক্তি, দল তথা সমষ্টির যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধান করে
এবং ব্যক্তি, দল ও সমষ্টির সদস্যদের বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সমাজকর্মের কতকগুলো মৌলিক পদ্ধতি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দল সমাজকর্ম পদ্ধতি। এটি দলের সাথে কাজ করার একটি গঠনমূলক, ধারাবাহিক ও সুপরিকল্পিত প্রক্রিয়া। দল সমাজকর্ম সুনির্দিষ্ট উদ্দেশ্যে কতকগুলো প্রক্রিয়ার মাধ্যমে দলীয় সদস্যদের ক্রিয়াপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের সামাজিক ভূমিকার উন্নয়ন ও দলীয় লক্ষ্যার্জনে সহায়তা করে।
দল সমাজকর্ম : দল সমাজকর্ম বলতে সাধারণত দলভুক্ত মানুষের সাথে শৃঙ্খলাপূর্ণ নিয়মতান্ত্রিক তথা পরিকল্পিত উপায়ে কাজ করার এক বিশেষ পদ্ধতিকে বুঝায়। অন্যভাবে বলা যায়, দল সমাজকর্ম দলীয় সমস্যা সমাধান ও দলের উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি সেক্ষেত্রে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার
ভিত্তিতে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য, পেশাগত মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী দল সমাজকর্ম সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের সর্বাধিক গ্রহণযোগ্য কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো :
জিসলা কনোপকা (Gisela Konopka) তাঁর ‘Social Group : A Helping Process’ (1963 : 15) গ্রন্থে দল
সমাজকর্মের সংজ্ঞায় বলেন, “দল সমাজকর্ম হচ্ছে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিবর্গকে তাদের সামাজিক ভূমিকা পালন এবং ব্যক্তিগত, দলীয় বা সামাজিক সদস্যকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য এক ধরনের পদ্ধতি।” ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার (Walter A. Friedlander) এর মতে, “দল সমাজকর্ম দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে
মানুষকে সহায়তা করার এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তারা (মানুষ) দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের বুদ্ধিমত্তা, আবেগ এবং দৈহিক বিকাশ সাধনের সাথে সাথে সমাজস্বীকৃত দলীয় লক্ষ্যার্জন করতে সক্ষম হয়।” উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, দল সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে দলীয় অভিজ্ঞতার ভিত্তিতে একজন দল সমাজকর্মী সুপরিকল্পিতভাবে দলীয় সমস্যার সমাধান করেন এবং দলের সদস্যদের উন্নতিকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। যাতে তারা নিজেরা নিজেদের সমস্যা বুঝতে ও সমাধানে সক্রিয় অংশগ্রহণ করে।
দল সমাজকর্মের উপাদান : যেসব অপরিহার্য উপাদান বা উপকরণ সমন্বয়ে দল সমাজকর্ম পরিচালিত হয় সেগুলোই দল সমাজকর্মের উপাদান। দল সমাজকর্মের মৌলিক উপাদান ৪টি। নিম্নে এ ৪টি মৌলিক উপাদান সম্পর্কে
আলোচনা করা হলো :
১. সামাজিক দল : সামাজিক দল হলো কতকগুলো লোকের সমষ্টি, যারা কোন সাধারণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংঘবদ্ধ হয় এবং নিজেদেরকে অন্যদের থেকে আলাদা সত্তার অধিকারী মনে করে। দলীয় সদস্যগণ একটি অভিন্ন লক্ষ্যে পৌছতে চায় এবং তাদের মধ্যে ‘আমরা অনুভূতি’ (We feeling) কাজ করে।
২. দল সমাজকর্ম প্রতিষ্ঠান : যেসব Agency বা প্রতিষ্ঠান দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের মাধ্যমে বিভিন্ন দলকে সমস্যা সমাধানের ব্যাপারে সক্ষম করে তুলতে সাহায্য করে সেসব প্রতিষ্ঠানকে দল সমাজকর্ম প্রতিষ্ঠান বলে। আয়ের উৎস বিবেচনায় দল সমাজকর্ম প্রতিষ্ঠানকে দু’ভাগে ভাগ করা যেতে পারে। যথা :
ক. সরকারি প্রতিষ্ঠান ও
খস্থ, বেসরকারি প্রতিষ্ঠান।
অন্যদিকে, পেশাদারি কর্তৃত্বের ভিত্তিতে দ ল সমাজকর্ম প্রতিষ্ঠানকে আবার দু’ভাগে ভাগ করা যায়। যেমন-
ক. মুখ্য প্রতিষ্ঠান ও
খ. গৌণ প্রতিষ্ঠান।
যেসব প্রতিষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল নয় এবং নিজে নিজেই সর্বময় ক্ষমতা ও দায়িত্বের অধিকারী সেসব প্রতিষ্ঠান হলো মুখ্য প্রতিষ্ঠান। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানের অংশ হিসেবে কাজ করে সেসব প্রতিষ্ঠান হলো গৌণ প্রতিষ্ঠান।
৩. দল সমাজকর্মী : দল সমাজকর্মীও দল সমাজকর্মের একটি প্রধান উপাদান। দল সমাজকর্মী হচ্ছে এমন একজন পেশাদার ব্যক্তি যিনি পেশাদার সমাজকর্ম বিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা ও নৈপুণ্যতাসম্পন্ন এবং যিনি দলীয় অভিজ্ঞতার আলোকে দলীয় সদস্যদেরকে এমনভাবে সাহায্য করেন যাতে দলীয় সদস্যরা নিজেরাই নিজেদের প্রচেষ্টায় সমস্যা সমাধানে সক্ষম হয়।
৪. দল সমাজকর্ম প্রক্রিয়া : দল সমাজকর্ম প্রক্রিয়া হচ্ছে দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে দল সমাজকর্মী কর্তৃক গৃহীত ধারাবাহিক কর্মকাণ্ড যার মাধ্যমে দলের সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত করা হয়।
অন্যভাবে বলা যায়, দল সমাজকর্মী যখন দলীয় অভিজ্ঞতার আলোকে দলীয় ক্রিয়াপ্রতিক্রিয়া সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে
পরিচালিত করেন তখন সে প্রক্রিয়াকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলা হয়ে থাকে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, দল সমাজকর্ম একটি উন্নয়নধর্মী প্রচেষ্টা হিসেবে দলীয় পরিবেশে দলের সদস্যদের লক্ষ্যার্জনে দীর্ঘ সময়ব্যাপী যথেষ্ট সফলতার পরিচয় দিয়ে আসছে। আর এ সফলতার ভিত্তি তৈরির পিছনে রয়েছে হাজার হাজার দল সমাজকর্মীর নিবেদিত পরিশ্রম। দল সমাজকর্মে সেবার যথাযথ মান নিশ্চিতকরণে
তাই দল সমাজকর্মীকে তার কার্যক্রম পরিচালনার জন্য একটি যথাযথ Environment নিশ্চিত করা দরকার। তবেই
পেশাদার দল সমাজকর্ম হবে আরও গতিশীল, আরও বেগবান।