দল সমাজকর্মের উপাদানগুলো লিখ ।

অথবা, দল সমাজকর্মের বিষয়বস্তু লিখ।
অথবা, দল সমাজকর্মের মানদণ্ড লিখ।
দল সমাজকর্মের মূল্য আলোচ্য বিষয় লিখ।
উত্তর৷ ভূমিকা : বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত। আর এই পেশা হিসেবে স্বীকৃতি পাওয়ার পিছনে রয়েছে সমাজকর্মের পেশাগত জ্ঞান, নৈপুণ্য, দক্ষতা, পদ্ধতি। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম পদ্ধতি হলো দল সমাজকর্ম। দল বা তার অন্তর্ভুক্ত সদস্যদের সমস্যা মোকাবিলা করার জন্য সমাজকর্মের
যে পদ্ধতি পরিচালিত হয় তাকেই দল সমাজকর্ম পদ্ধতি বলা হয়।
দল সমাজকর্মের উপাদান : মনীষী এইচ. বি. ট্রেকার দল সমাজকর্মের চারটি উপাদানের কথা বলেছেন। এগুলো হলো, দল, প্রতিষ্ঠান, সমাজকর্মী, প্রক্রিয়া। তবে এর বাহিরে রয়েছে দলীয় চাহিদা ও প্রয়োজন। দল সমাজকর্মের

বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে এর পাঁচটি উপাদান লক্ষ্য করা যায়। এই পাঁচটি উপাদান হলো :
ক. সামাজিক দল, খ. দলের চাহিদা ও প্রয়োজন, গ. দল সমাজকর্মের প্রতিষ্ঠান, ঘ. দল সমাজকর্মী এবং ঙ. দল সমাজকর্ম প্রক্রিয়া ।
উপরে উল্লিখিত পাঁচটি উপাদান নিম্নে সংক্ষেপে বর্ণনা করা হলো :
ক. সামাজিক দল : সামাজিক দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান। দল বলতে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার
মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন ও অভিন্ন স্বার্থ আদায়ের জন্য দুই বা ততোধিক লোকের জোটকে বুঝায়। দল সমাজকর্ম পদ্ধতিতে মানুষকে দলের আওতায় দলের সদস্য হিসেবে সাহায্য করা হয় এবং দলকে সদস্যদের লক্ষ্য অর্জন ও উন্নতির প্রধান হাতিয়ার রূপে গণ্য করা হয়।
খ. দলের চাহিদা ও প্রয়োজন : ব্যক্তির সমষ্টি যেমন দল তেমনি ব্যক্তির প্রয়োজন ও দলীয় চাহিদা পূরণ হিসেবে বিবেচিত। মানুষ এককভাবে সকল প্রয়োজন পূরণ করতে পারে না। সেজন্য দলীয় জীবনযাপনের মাধ্যমে যৌথভাবে এসব চাহিদা দলীয় সদস্যরা পরিপূরণের প্রত্যাশা করে।
গ. দল সমাজকর্ম প্রতিষ্ঠান : যে প্রতিষ্ঠানের মাধ্যমে দল বা তার সদস্যদেরকে সেবা প্রদান করা হয় তাকে দল সমাজকর্ম প্রতিষ্ঠান বলা হয়। এটি দল সমাজকর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান। দল সমাজকর্মী এ প্রতিষ্ঠানের
প্রতিনিধিরূপে কাজ করে থাকেন।
ঘ. দল সমাজকর্মী : দল সমাজকর্ম পরিচালনা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দল সমাজকর্মী প্রতিষ্ঠানের মূল দায়িত্ব পালন করে থাকে। তিনি পেশাদার জ্ঞানসম্পন্ন যোগ্য ও অভিজ্ঞ। দল সমাজকর্মী দলীয় লোকদের দ্বারা দলের সমস্যার সমাধান তথা লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সমাজকর্ম প্রতিষ্ঠান ও দলের মধ্যে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
ঙ. দল সমাজকর্ম প্রক্রিয়া : দল সমাজকর্মের মুখ্য উদ্দেশ্য হলো সুপরিকল্পিতভাবে দলের লক্ষ্য অর্জন করা। দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দল সমাজকর্মী যে প্রক্রিয়া বা কৌশল অবলম্বনের মাধ্যমে সদস্যদের ভূমিকা ও আচার- আচরণ নিয়ন্ত্রণ করে থাকেন তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলা হয় ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যেতে পারে যে, পাঁচটি উপাদানের সমন্বয়ের উপর দল সমাজকর্মের সফলতা নির্ভর করে। এগুলো দল সমাজকর্মের আবশ্যিক উপাদান বলে বিবেচিত। গুরুত্বের দিক থেকে সবগুলো
উপাদানই সমান গুরুত্বপূর্ণ। সমাজকর্মীরা এসব উপাদানকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। তাই উপরের পাঁচটি উপাদান দল সমাজকর্মের অন্যতম ও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত।