অথবা, দল বলতে কী বুঝায়?
অথবা, দল কাকে বলে?
অথবা, দল কী?
উত্তর৷ ভূমিকা : জন্মের পর থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে অভ্যস্ত। এ কারণে মানুষকে সামাজিক জীব হিসেবে গণ্য করা হয়। মানুষের পক্ষে কখনো একা বসবাস করা সম্ভব নয়। প্রত্যেক মানুষই কোন না কোন দলের সদস্য। কেউবা আবার একাধিক দলের সদস্য হতে পারে। কেউ কেউ দলে সক্রিয় ভূমিকা রাখে, আবার কেউবা দলে খুবই নিষ্ক্রিয় থাকে। এ দলগুলো বৃহৎ কিংবা ক্ষুদ্র হতে পারে।
সামাজিক দল : সাধারণ অর্থে সংঘবদ্ধ ও সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে দল বলে। সমাজবদ্ধ মানুষ যখনই একটি সম্পর্কের ভিত্তিতে ঘনিষ্ঠ বা একত্রিত হয় তখনই দলের সৃষ্টি হয়। তাছাড়া পরস্পরের প্রতি পরস্পর প্রতিষ্ঠিত পদ্ধতিতে ক্রিয়াশীল এরূপ দুই বা ততোধিক লোক সংঘবদ্ধ হলেই তাকে দল হিসেবে আখ্যায়িত করা যায়। মানুষের সম্পর্কের স্থায়িত্ব দলের স্থায়িত্ব নিশ্চিত করে। মানুষ নানা প্রয়োজন ও উদ্দেশ্য সাধনের লক্ষ্যে দলে মিলিত হয় বা দল গঠন করে। বস্তুত সমাজস্থ মানুষের জন্য দলের প্রয়োজন এত বেশি যে দলহীন অবস্থায় একটি দিনও তাদের টিকে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক দলের সংজ্ঞা প্রদান করেছেন। তার কয়েকটি নিম্নে দেয়া হলো :
পার্ক ও বার্জেস (Park & Burges) এর মতে, “A social group must be capable of consistent action and this action must be consciously or unconsciously directed to a common end.”
সামাজিক দল সম্পর্কে ম্যাকাইভার ও পেজ (MacIver & Page) বলেছেন, “বিভিন্নভাবে সামাজিক সম্পর্কের মাধ্যমে গড়ে উঠা জনসমষ্টিকে দল বলা হয়।”
সমাজবিজ্ঞানী স্মল (Small) বলেন, “সামাজিক দল হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি জনসমষ্টি যার মধ্যে বিদ্যমান আছে একটি সম্পর্ক যা দলের প্রত্যেক সদস্যকে একই সূত্রে গ্রথিত করে। প্যাসকল জিসবার্ট (Pascual Gisbert) তার Fundamentals of Sociology’ গ্রন্থে বলেন, “সামাজিক দল সেই।ধরনের ব্যক্তির সমষ্টি, যারা স্বীকৃত একটি সংগঠনের মধ্যে একে অপরের উপর ক্রিয়াশীল থাকে।” (A social group is a collection of individuals inter acting on each other under a।recognizable structure.)
সমাজবিজ্ঞানী গিব (Gibb) এর মতে, “দুই বা ততোধিক ব্যক্তি যখন এমনভাবে পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়া করে যে,।বহুর অস্তিত্ব প্রত্যেকের পৃথকভাবে কোন না কোন প্রয়োজন মিটাতে ব্যবহৃত হয়, তখন সে জনসমষ্টিকে দল বলা হয়।” সমাজবিজ্ঞানী পেরিল (Perill) বলেছেন, “দল হচ্ছে একাধিক লোকের সমাবেশ, যারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত
লক্ষ্য অর্জনের জন্য পারস্পরিক সম্পর্কে আবদ্ধ থাকে এবং যোগাযোগের মাধ্যমে ক্রিয়াপ্রতিক্রিয়া করে থাকে।” উইলসন ও রাইল্যান্ড (Willson & Railand) এর মতে, “যখন দুই বা ততোধিক লোকের মধ্যে এমন মানসিক ক্রিয়াপ্রতিক্রিয়ার দ্বারা সম্পর্ক গড়ে উঠে, যা তাদেরকে একটা স্বতন্ত্র অস্তিত্ব দান করতে সক্ষম তখন তাকে দল বলা হয়।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, সামাজিক দল হচ্ছে পরস্পর পরস্পরের সম্পর্কযুক্ত এমন একটি সংঘের লোকের সমষ্টি, যাদের একটি সাধারণ স্বার্থ আছে, যারা সংগঠিত এবং একটি বিধিবদ্ধ নিয়মশৃঙ্খলা দ্বারা পরিচালিত ।