অথবা, দলীয় গতিশীলতার উপাদানগুলো কী কী?
অথবা, দলীয় গতিশীলতার মানদণ্ড কী কী?
উত্তর৷ ভূমিকা : সামাজিক দল একটি পরিবর্তনশীল প্রকৃতির সামাজিক প্রতিষ্ঠান। দলীয় সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়ার প্রভাবে দলের মধ্যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে। এটি দলের স্বাভাবিক ধর্ম। বস্তুত দলভুক্ত সদস্যদের পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে দলের কাঠামো ও ক্রিয়াগত পরিবর্তন ঘটে ফলে দল সজীব, সক্রিয়, চলমান ও কর্মমুখর হয়। দলের এরূপ অবস্থা হলো গতিশীলতা। এর ফলে দলীয় সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের
ক্ষেত্রে পরিবর্তন আসে এবং দলের সদস্যদের মধ্যে সম্পর্ক গভীর হয়। দল পরিবর্তনমুখিতায় গতিশীল হওয়ার পিছনে পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়া ছাড়াও অন্যান্য অনেক উপাদান জড়িত। এসব উপাদানের প্রভাবে নির্ধারিত হয় দলের গতিশীলতা। এজন্য দল সমাজকর্মীকে দলীয় গতিশীলতার উপাদান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়।
দলীয় গতিশীলতার উপাদান: যেসব প্রক্রিয়ায় দলীয় মিথস্ক্রিয়া সংঘটিত হয় সেসব প্রক্রিয়ার সমষ্টিকে বলা হয় দলীয় গতিশীলতার উপাদান। নিম্নে দলীয় গতিশীলতার উপাদানসমূহ আলোচনা করা হলো :
১. ব্যক্তির অবস্থানগত ভূমিকা : দলের মধ্যে প্রত্যেক ব্যক্তি নিজ অবস্থান অনুযায়ী একে অন্যের সাথে বিভিন্ন আচরণ ও ক্রিয়ায় নিজেকে জড়িত করে। দলে ব্যক্তিমানুষের এরূপ অবস্থানগত ভূমিকা যে কারণে বা যেভাবে পালিত হোক না কেন; এর দ্বারা দলীয় সম্পর্ক সূচিত হওয়া ও টিকে থাকার মধ্য দিয়ে দল গতিশীল হয়।
২. ব্যক্তি ক্রিয়া : দলে বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তি পারস্পরিক সম্পর্কবন্ধনে বিভিন্ন রকম ক্রিয়া করে। ব্যক্তি ক্রিয়ার এরূপ তারতম্যের মধ্যেও পারস্পরিক গ্রহণ বর্জনে বা এড়িয়ে যাওয়ার মতো সাধারণ ধারার আচরণে দলের সদস্যরা ক্রিয়া করে। আর এরূপ সাধারণ আচরণে দল গতিশীল থাকে।
৩. উপদল : দলের মধ্যে বিভিন্ন উপদলের মিথস্ক্রিয়ায়ও দল গতিশীল হয়। অনেক দলেরই এরূপ উপদলের স্পষ্ট অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং এগুলোর মিথস্ক্রিয়াসূত্রে দলীয় প্রক্রিয়া বা দলীয় গতিশীলতা দেখা যায়।
৪. নেতৃত্ব : দলীয় সদস্যদের অধিকতর কর্মক্ষম, সক্রিয়, উদ্দীপনাময় করে দলকে সজীব ও কার্য উপযোগী রেখে দলনেতা দলীয় গতিশীলতা টিকিয়ে রাখে ও বেগবান হয়। আর নেতৃত্বগত ত্রুটি কিংবা সীমাবদ্ধতায় দল সজীব, দুর্বল ও রুগ্ন হয়ে পড়ে। সেজন্য দলীয় গতিশীলতার সাথে দলীয় নেতৃত্ব ঘনিষ্ঠভাবে জড়িত।