ক-বিভাগ
আধ্যাত্মিকবাদের বিরোধী দর্শন মতবাদের নাম লিখ?
উত্তর : আধ্যাত্মিকবাদের বিরোধী মতবাদ হলো জড়বাদ।
ভারতীয় দর্শনে জড়বাদের প্রচার করেছেন কারা?
উত্তর : ভারতীয় দর্শনে জড়বাদের প্রচার করেছেন চার্বাক দার্শনিকরা।
জড়বাদ বলতে কী বুঝায়?
উত্তর : জড়বাদ বলতে সেই দার্শনিক মতবাদকেই বুঝায় যে মতবাদ অনুযায়ী অচেতন জড়ই একমাত্র তত্ত্ব এবং
এই জগতের সব কিছুই জড় থেকে উদ্ভূত।
চার্বাক দর্শন কোন মতবাদের প্রচারক?
উত্তর : চার্বাক দর্শন জড়বাদের প্রচারক।
মহাভারতের কোন পর্বে চার্বাক মতবাদের উল্লেখ আছে?
উত্তর : মহাভারতের শান্তিপর্বে এবং শল্যপর্বে চার্বাক মতবাদের উল্লেখ আছে।
রামায়নের রচয়িতা কে?
উত্তর : রামায়নের রচয়িতা বাল্মীকি।
বৌদ্ধশাস্ত্র অনুসারে অজিত কেশকম্বলী কার সমসাময়িক ব্যক্তি?
উত্তর : বৌদ্ধশাস্ত্র অনুসারে অজিত কেশকম্বলী বুদ্ধদেব সমসাময়িক ব্যক্তি।
দেহের উচ্ছেদে কিসের বিনাশ?
উত্তর : দেহের উচ্ছেদে আত্মার বিনাশ।
কোনটি থেকে চৈতন্যের উৎপত্তি?
উত্তর : দেহ থেকে চৈতন্যের উৎপত্তি।
অজিত কেশকম্বলীর একজন শিষ্যের নাম লিখ?
উত্তর : অজিত কেশকম্বলীর একজন শিষ্যের নাম হলেন পায়াসি।
তত্ত্বসংগ্রহ কার রচিত?
উত্তর : তত্ত্বসংগ্রহ শান্তরক্ষিতের রচিত।
শান্তরক্ষিতের সময় কত?
উত্তর : শান্তরক্ষিতের সময় খ্রিস্টীয় অষ্টম শতাব্দি।
বৌদ্ধ শান্তরক্ষিত চার্বাক মতকে কোন পক্ষরূপে গ্রহণ করেছেন?
উত্তর : বৌদ্ধ শান্তরক্ষিত চার্বাক মতকে পূর্ব পক্ষরূপে গ্রহণ করেছেন।
কোন চারটি ভূতই তত্ত্ব?
উত্তর : পৃথিবী, জল, অগ্নি ও বায়ু- এই চারটি ভূতই তত্ত্ব।
কোন চারটি তত্ত্ব থেকে চৈতন্যের উৎপত্তি?
উত্তর : পৃথিবী, জল, অগ্নি ও বায়ু- এই চারটি তত্ত্ব থেকে চৈতন্যের উৎপত্তি।
শান্তরক্ষিতের মতে চার্বাক মতের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : শান্তরক্ষিতের মতে পরলোক অভাব প্রতিপাদন করা চার্বাক মতের প্রধান উদ্দেশ্য।
‘ষড়দর্শন সমুচ্চয়’ গ্রন্থটির প্রণেতা কে?
উত্তর : ‘ষড়দর্শন সমুচ্চয়’ গ্রন্থটির প্রণেতা হলেন হরিভদ্র সূরি।
হরিদ্র সূরির সময় কত?
উত্তর : হরিভদ্র সূরির সময় খ্রিস্টীয় অষ্টম শতাব্দী।
সদানন্দ যতি প্রণীত একটি গ্রন্থের নাম লিখ?
উত্তর : সদানন্দ যতি প্রণীত একটি গ্রন্থের নাম হলো- ‘অদ্বৈতব্ৰহ্মসিদ্ধি’।
সদানন্দ যতি কাদের সমসাময়িক ছিলেন?
উত্তর : সদানন্দ যতি বল্লভাচার্য, রঘুনাথ, শিরোমনি চৈতন্য দেবের পরবর্তী ও ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন
বেদের কর্তা কত জন?
উত্তর : বেদের কর্তা তিন জন- যথা : মৌনব্রতী, ভন্ড ও নিশাচর।
চর্ব ধাতুর অর্থ কী?
উত্তর : চর্ব ধাতুর অর্থ চর্বন করা বা খাওয়া।
কাকে চার্বাকমতের আদি প্রবর্তক বলা হয়?
উত্তর : বৃহস্পতিকে চার্বাকমতের আদি প্রবর্তক বলা হয়।
বৃহস্পতি নামে কতজন ঋষি প্ৰসিদ্ধ আছেন?
উত্তর : বৃহস্পতি নামে দুইজন ঋষি প্রসিদ্ধ আছেন।
কোন ভূতচতুষ্টয় থেকে চৈতন্যের উৎপত্তি?
উত্তর : ক্ষিতি, অপ, তেজঃ ও মরুৎ- এই ভূতচতুষ্টয় থেকে চৈতন্যের উৎপত্তি।
‘চার্বাক দর্শন’- গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘চার্বাক দর্শন’- গ্রন্থের রচয়িতা দক্ষিণারঞ্জন শাস্ত্রী।
অশ্বঘোষের বুদ্ধচরিত কাকে বৃহস্পতি নীতির রচয়িতা বলা হয়েছে?
উত্তর : অশ্বঘোষের বুদ্ধচরিত আঙ্গিরস বৃহস্পতিকে বৃহস্পতি নীতির রচয়িতা বলা হয়েছে ।
বৌদ্ধগণ কোন মতবাদ স্বীকার করে?
উত্তর : বৌদ্ধগণ জন্মান্তরবাদ স্বীকার করে।
বৌদ্ধদের মতে কিসের জন্য জগৎ বৈচিত্র্য?
উত্তর : বৌদ্ধদের মতে কর্মফলের জন্য জগৎ বৈচিত্র্য।
চার্বাকদের মতে জগৎ বৈচিত্র্য কিসের জন্য?
উত্তর : চার্বাকদের মতে জগৎ বৈচিত্র্য যাদৃচ্ছিক বা স্বভাবের জন্য।
কিসের জন্য অগ্নি উষ্ণ?
উত্তর : স্বভাবের জন্য অগ্নি উষ্ণ।
স্বভাবের জন্য জল কেমন?
উত্তর : স্বভাবের জন্য জল শীতল।
চার্বাকদের মতে একমাত্র প্রমাণ কী?
উত্তর : চার্বাকদের মতে একমাত্র প্রমাণ হলো প্রত্যক্ষ।
বৌদ্ধমতে প্রমাণ কয়টি?
উত্তর : বৌদ্ধমতে প্রমাণ দুটি। যথা : প্রত্যক্ষ ও অনুমান।
চার্বাকরা কোন ধরনের মতবাদে বিশ্বাসী?
উত্তর : চার্বাকরা বাস্তববাদে বিশ্বাসী।
চার্বাক মতে জগতে দুঃখ থাকলেও সাথে কী আছে?
উত্তর : চার্বাক মতে জগতে দুঃখ থাকলেও সাথে সুখ আছে।
চার্বাক মতে দুঃখভয়ে কোনটিকে ত্যাগ করা উচিত নয়?
উত্তর : চার্বাক মতে দুঃখভয়ে সুখকে ত্যাগ করা উচিত নয়।
লোক্য বৃহস্পতি তার সুক্তে ‘সৎ’ সম্পর্কে কীরূপ অভিমত প্রকাশ করেছেন?
উত্তর : লোক্য বৃহস্পতি তার সুক্তে ‘অসৎ’ থেকেই ‘সৎ’ এর উৎপত্তি এরূপ অভিমত প্রকাশ করেছেন।
বৃহস্পতির অন্য নাম কী?
উত্তর : বৃহস্পতির অন্য নাম চারু।
চারুর বাক্য যারা অনুসরণ করে তারা কী?
উত্তর : চারুর বাক্য যারা অনুসরণ করে তারা চার্বাক।
বৌদ্ধ ও চার্বাক উভয়েই কোন মতবাদী?
উত্তর : বৌদ্ধ ও চার্বাক উভয়েই নিরীশ্বরবাদী।
কার মতে চার্বাক বেদ বিরোধী ও অবৈদিকচারী?
উত্তর : দক্ষিণারঞ্জন শাস্ত্রী মহাশয়ের মতে চার্বাকরা বেদ বিরোধী ও অবৈদিকচারী।
চার্বাকরা নাস্তিক কেন?
উত্তর : বেদ নিন্দুক বলে চার্বাকরা নাস্তিক।
চার্বাকরা পাষন্ড কেন?
উত্তর : চার্বাকরা পাষন্ড। কারণ তারা অবৈদিকচারী।
চার্বাকরা কয়টি সম্প্রদায়ে বিভক্ত ও কী কী?
উত্তর : চার্বাকরা তিনটি সম্প্রদায়ে বিভক্ত। যথা : আদি চার্বাক, ধূর্ত চার্বাক এবং সুশিক্ষিত চার্বাক ।
আদি চার্বাকদের একমাত্র কাজ কী?
উত্তর : আদি চার্বাকদের একমাত্র কাজ ছিল পরমত খন্ডন করা।
আদি চার্বাক সম্প্রদায়ের একজন প্রধান সমর্থকের নাম লিখ?
উত্তর : আদি চার্বাক সম্প্রদায়ের একজন প্রধান সমর্থকের নাম হলো জয়রাশিভট্ট।
আদি চার্বাক সম্প্রদায়ভুক্ত চার্বাকগণ কোন মতবাদী ছিলেন?
উত্তর : আদি চার্বাক সম্প্রদায়ভুক্ত চার্বাকগণ ছিলেন সংশয়বাদী বা অজ্ঞেয়তাবাদী ।
আদি চার্বাক সম্প্রদায়ভুক্ত চার্বাকগণ কোন কোন নামে পরিচিত ছিল?
উত্তর : আদি চার্বাক সম্প্রদায়ভুক্ত চার্বাকগণ নাস্তিক, বৈতন্ডিক, হৈতুক, লোকায়ত, তত্ত্বোপপ্লববাদী প্রভৃতি নামে পরিচিত ছিল।
আদি চার্বাক সম্প্রদায়ের একটি বৈশিষ্ট্য লিখ?
উত্তর : আদি চার্বাক সম্প্রদায়ের একটি বৈশিষ্ট্য হলো সব কিছুতেই সন্দেহ উৎপাদন করা।
আদি চার্বাকদের বৈতন্ডিক নামে আখ্যায়িত করা হয়েছে কেন?
উত্তর : নিজেদের মত সমর্থনের জন্য বিতন্ডা রূপে দুষ্ট বিচার প্রণালীকে মুখ্য অস্ত্ররূপে গ্রহণ করার জন্য আদি চার্বাকদের বৈতম্ভিক নামে আখ্যায়িত করা হয়।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥চার্বাক দর্শন কী?
প্রশ্ন॥২॥চার্বাক দর্শনের উৎপত্তি কীভাবে হয়?
প্রশ্ন॥৩।চার্বাক নীতিতত্ত্ব সংক্ষেপে লেখ।
প্রশ্ন॥৪॥চার্বাক জড়বাদ সম্পর্কে সংক্ষেপে লেখ।
প্রশ্ন।৫।চার্বাক জ্ঞানতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৬॥চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ।
প্রশ্ন॥৭॥চার্বাকরা মোক্ষলাভ বলতে কী বুঝেন?
প্রশ্ন॥৮॥চার্বাক অধিবিদ্যা ও নীতিবিদ্যা চার্বাক জ্ঞানতত্ত্বের উপর প্রতিষ্ঠিত কি না? সংক্ষেপে লেখ।
প্রশ্ন॥৯॥চার্বাক অধিবিদ্যা সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১০৷আত্মা সম্পর্কে চার্বাকদের মতবাদ সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১১।ভূত চৈতন্যবাদ ও দেহাত্মবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন॥১২।‘ইন্দ্ৰিয়ই আত্মা’ – চার্বাকদের এ মতবাদ সংক্ষেপে লিখ ।
প্রশ্ন॥১৩৷৷ ‘প্ৰাণই আত্মা’ চার্বাকদের এ মতবাদ সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷১৪।মনই আত্মা’ – চার্বাকদের এ মতবাদ সংক্ষেপে লিখ ।
প্রশ্ন।১৫।জগৎ সম্পর্কে চার্বাকদের ধারণা লেখ।
প্রশ্ন।১৬।জগৎ এর প্রকৃতি সম্পর্কে চার্বাকদের ধারণা কী?
প্রশ্ন॥১৭৷অনুমান প্রমাণের বিরুদ্ধে চার্বাকদের আপত্তি লেখ ।
প্রশ্ন৷১৮।শব্দ প্রমাণের বিরুদ্ধে চার্বাকদের আপত্তি লেখ।
প্রশ্ন॥১৯।ভারতীয় দর্শনে লোকায়ত দৰ্শন বলতে কী বুঝ?
প্রশ্ন।২০।চার্বাক দর্শনে ঈশ্বর সম্পর্কে লেখ ।
প্রশ্ন॥২১।চার্বাকরা জীবের চরম উদ্দেশ্য বলতে কী বুঝেন?
প্রশ্ন।২২।চার্বাক মতে মূল্য বলতে কী বুঝ?
প্রশ্ন।২৩।চার্বাক জ্ঞানতত্ত্ব অনুসারে প্রত্যক্ষণই কি একমাত্র প্রমাণ?
প্ৰশ্ন৷২৪।আত্মা সম্পর্কে চার্বাকদের মত ব্যাখ্যা কর।
গ-বিভাগ