অথবা, তথ্য সংগ্রহের ব্যাখ্যা দাও?
অথবা, তথ্য সংগ্রহ কাকে বলে?
অথবা, তথ্য সংগ্রহের সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : আধুনিক বিশ্ব তথ্যবহুল। যার কাছে যত তথ্য বেশি তার শক্তি তত বেশি। তথ্য সংগ্রহ পরিসংখ্যান পদ্ধতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের উপর পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করেই বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে পারা যায়। তাই বলা যায়, পরিসংখ্যান পদ্ধতিসমূহ প্রয়োগের ক্ষেত্র তথ্য। তথ্য বা উপাত্ত ব্যতীত পরিসংখ্যান শাস্ত্র অর্থহীন। পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকে তথ্য বলা হয় “পরিসাংখ্যিক গবেষণার কাঁচামালই তথ্যমালা।” সুতরাং সুনির্দিষ্ট উপায়ে তথ্য সংগ্রহ করা অতীব জরুরি।
তথ্য সংগ্ৰহ : তথ্যবিশ্ব সম্পর্কে অবগত হওয়া এবং সংগৃহীত তথ্য কার্যকরীভাবে ব্যবহারযোগ্য করাই হল পরিসংখ্যানের উদ্দেশ্য। এ উদ্দেশ্য সাধনের জন্য তথ্যবিশ্বের প্রতিটি একক সম্পর্কে পৃথক পৃথকভাবে যে সংখ্যাত্মক খবরাদি নেওয়া হয় তাকে তথ্য বলা হয়। প্রকৃতপক্ষে, তথ্য হল তথ্যবিশ্বের প্রতিটি এককের পরিবর্তনশীল বৈশিষ্ট্য সংক্রান্ত তথ্যাদি। এ তথ্যাদি য সংখ্যাত্মক আকারে প্রকাশ করা হয় এবং যথাযথভাবে গণনাযোগ্য করা হয় তাই তথ্য। যেমন- কোন শিল্পকারখানায় এক হাজার জন শ্রমিক রয়েছে। তাদের দক্ষতা ও যোগ্যতা অনুসারে ভিন্ন ভিন্ন স্কেলে বেতন প্রদান করা হয়। এখন কেউ যদি শ্রমিকদের আয় সম্পর্কে জানতে চায় তবে তাকে শ্রমিকদের সকলের বা কিছু অংশের মাসিক আয় সম্পর্কে জানতে হবে।
এখানে এক হাজার জন শ্রমিকের পৃথক পৃথক আয় সংক্রান্ত বিষয় হল তথ্য।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, পরিসংখ্যানে তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তথ্য ব্যতীত পরিসংখ্যানের কার্যাবলি সম্ভব নয়। এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক দু’টি প্রক্রিয়া বিদ্যমান । আবার প্রাথমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনুসরণ করা হয় নানাবিধ পদ্ধতি। এ পদ্ধতিগুলোর যথার্থ সমন্বয় দরকার।