ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ECNCE এর পূর্ণরূপ।
উঃ Executive Committee of the National Economic Councli.
২। জেলা পরিষদের মোট নির্ধারিত সদস্য কত জন ?
উঃ ২১ জন।
৩। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
উঃ প্রধানমন্ত্রী।
৪। জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উঃ জেলা প্রশাসক।
৫। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড কর্নওয়ালিস।
৬। স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখ ?
উঃ আইনগত পদ্ধতি ও আধুনিক পদ্ধতি।
৭। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয়?
উঃ উপজেলা চেয়ারম্যান।
৮। কাকে Little Republic বলা হতো ?
উঃ গ্রাম গুলোকে।
বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে ?
উঃ ৪৯২টি।
১০। “The Mind and Society” গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ ভিলফ্রেডো প্যারেটোর।
১১। গ্রামীণ রাজনীতি কি ?
উঃ গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড আচার-অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলা হয়।
১২। ই-শাসন কি ?
উঃ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারের কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত করা হয় তাকে যখন বলা হয়।
১৩. পোষক কি?
উঃ গ্রাম্য ধনী ব্যাক্তি।
১৪। ইউনিয়ন পরিষদ কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত?
উঃ ৯টি।
১৫। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
উঃ আইয়ুব খান।
১৬। উপজেলা পরিষদের উপদেষ্টা কে?
উঃ সংশ্লিষ্ট সংসদ সদস্য।
১৭। সালিস কি ?
উঃ দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রক্রিয়া।
১৮। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি
উঃ ৩টি।
১৯। আনুষ্ঠানিক নেতা কে?
উঃ প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠা নেতৃত্ব।
২০। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কি ?
উঃ দেশের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সম্পদের উপর ভিত্তি করে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণের যে কার্যক্রম পরিচালনা করা হয়।
২১। দুটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম লেখ ?
উঃ ১। ইউনিয়ন পরিষদ ও ২।উপজেলা পরিষদ।
২২। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কি?
উঃ কর ব্যবস্থা।
২৩। জাতীয় অর্থনৈতিক পরিষদ কি?
উঃ পরিকল্পনা অনুমোদন এর সর্বোচ্চ সংস্থা।
২৪। ইউনিয়ন পরিষদে কয়টি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?
উঃ তিনটি।
২৫। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল উল্লেখ কর?
উঃ ১৯৭৩-১৯৭৮।
২৬। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ?
উঃ ইউনিয়ান পরিষদ।
২৭। কত সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয়েছিল?
উঃ ২৭ অক্টবর ১৯৫৯সালে।
২৮। ব্রিটিশ ভারতের ১৮৭০ সালে চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?
উঃ লর্ড মেয়ো।
২৯। জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন ?
উঃ ২১জন।
৩০। গ্রাম্য আদালত কাকে বলে।
উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজের বিচারকার্য পরিচালনা করে।
৩১। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি?
উঃ এ সমাজ কৃষিনির্ভর।
৩২। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি ?
উঃ বাংলাদেশের সচিবালয়।
৩৩। ECNCE কি ?
উঃ বইয়ে দেখে নাও।
৩৪। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সমস্যা নির্ণয়।
৩৫। গ্রামীণ সমাজের জাতি সম্পর্কের ভিত্তি কি ?
উঃ পারিবারিক বা সামাজিক বন্ধন।
৩৬। Ledership শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উঃ ‘Lead’ শব্দ থেকে এসেছে।
৩৭। NGO শব্দের পূর্ণরূপ কি ?
উঃ No
n Goverment Organization.
৩৮। ADT এর পূর্ণরূপ কি ?
উঃ Asian Development Transport.
৩৯। VAID এর পূর্ণরূপ কি ?
উঃ Village Agricultural and Industrial Development.
৪০। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কোনটি ?
উঃ ইউনিয়ন পরিষদ।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? ১০০%
২। গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর। ১০০%
৩। পরিকল্পনা কি? একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৪। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী? ১০০%
৫। গ্রামীণ কোন্দল বলতে কী বুঝ? ১০০%
৬। পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ কর। ১০০%
৭। সালিশ কী? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কী? ১০০%
৮। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী? ১০০%
৯। রাজনীতিতে স্থানীয় জণগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? ৯৯%
১০। পোষক ও পোষ্য সম্পর্ক কী?
অথবা, “Patron-client” সম্পর্ক কী? ৯৯%
১১। মৌলিক গণতন্ত্র কী? স্থানীয় সরকার কী? ৯৯%
১২। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে? ৯৯%
১৩। সামাজিক পরিবর্তন বলতে কি বুঝ? ৯৯%
১৪। গ্রামীণ নেতৃত্ব ও গ্রামীণ রাজনীতি কি? ৯৯%
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়? বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
২। বিকেন্দ্রীকরণ কী? বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ তুলে ধর। ১০০%
৪। গ্রামীণ উন্নয়ন কী? বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ কর। ১০০%
৫। ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৬। গ্রামীণ উন্নয়ন কি? গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৭। স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর। ১০০%
৯। গ্রামীণ নেতৃত্ব কী? গ্রামীণ নেতৃত্বের মূল উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১০। স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১১। বাংলাদেশে স্থানীয় সংস্থাগুলোর আয়ের উতসসমূহ বর্ণনা কর। ৯৯%
১২। স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার অধ্যায়নের পদ্ধতিসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। অর্থনৈতিক পরিকল্পনা? বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সাফ্যলের শর্তাবলি আলোচনা কর। ৯৮%