#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- FGD,
২। তথ্য বিশ্ব কি ?
উঃ পরিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান হলো সমাগ্রহ বা তথ্য বিশ্ব।
৩। নমুনায়ন কাকে বলে ?
উঃ যে পদ্ধতিতে নমুনা চয়ন করা হয় তাকে নমুনায়ন বলা হয় ।
৪। চলক কি ?
উঃ কোনো কিছুর পরিবর্তনশীল রাশিকেই বলা হয় চলক ।
৫। তত্ত্ব কি ?
উঃ কোনো একটি প্রস্তাবনার সমষ্টিকেই বলা হয় তত্ত্ব ।
৬। তথ্য বিশ্লেষণের দুটি উপায় লিখ ।
উঃ ১. সংগৃহীত তথা নিরীক্ষণ ও ২. কার্যকর সম্পর্কের বিশ্লেষণ ।
৭। গণসংখ্যা কি ?
উঃ প্রতিটি সংখ্যার যতবার পুনরাবৃত্তি ঘটে সেই সংখ্যাকে ঐ সংখ্যা গণসংখ্যা বলে ।
৮। একটি সারণির কয়টি অংশ থাকে ?
উঃ ৮ টি ।
৯। পরিসংখ্যানের জনক কে ?
উঃ পরিসংখ্যানবিদ H.M. Blalock .
১০। নিম্নের উপাত্ত থেকে মধ্যমা বের কর ।
৫০ , ৬০ , ৬৫ , ৭০ , ৭৫ , ৮০ , ৮৫ ৷
উঃ বই থেকে দেখেনাও।
১১। পরিসর নির্ণয়ের সূত্র লিখ ।
উঃ পরিসর নির্ণয়ের সূত্রটি হলো- R = L – S :
১২। r = 0 দ্বারা কি বুঝায় ?
উঃ r = 0 এর অর্থ দুটি চলকের মধ্যে কোনো সহ সম্পর্ক নেই । অর্থাৎ চলক দুটি স্বাধীন ।
উঃ বই থেকে দেখেনাও।
১৩। ” Methods of Social Research ” গ্রন্থের লেখক কে ?
উঃ Kenneth D. Bailey .
১৪। গবেষণা কি ?
উঃ গবেষণা হলো একটি বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া ।
১৫। ডকুমেন্টের উৎস কি কি ?
উঃ বই থেকে দেখেনাও।
১৬। শ্রেণি মধ্যবিন্দু কি ?
উঃ কোনো শ্রেণির উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে শ্রেণির মধ্যবিন্দু বলে ।
১৭। প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় কর ?
২৫ , ১০ , ২০ , ৪০ , ৬৫ , ৫২
উঃ ২৫ , ১০ , ২০ , ৪০ , ৬৫ , ৫২ সংখ্যাগুলোর সর্বোচ্চ মান ৬৫ ও সর্বোনিম্ন মান ১০ ; সুতরাং পরিসর = ৬৫ – ১০ = ৫৫
১৮। পাই – চার্ট কি ?
উঃ পরিসংখ্যানে উপাত্তের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পূর্ণ উপাত্তের সাথে বিভিন্ন আংশিক উপাত্তের পারস্পরিক সম্পর্ক উপস্থাপনের ক্ষেত্রে যে চিত্র ব্যবহার করা হয় তাকে পাই – চার্ট বলে ।
১৯। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কোনটি ?
উঃ গাণিতিক গড় ।
২০। নিম্নের উপাত্তগুলোর কোনটি প্রচুরক তা বের কর:
৭ , ৫ , ৪ , ৯ , ৫ , ৩ , ৬ ।
উঃ নিম্নের উপাত্তগুলোর মধ্যে প্রচুরক হলো ৫ ।
২১। প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্রটি লিখ ।
উঃ বই থেকে দেখেনাও।
২২। সামাজিক গবেষণা কাকে বলে ?
উঃ বই থেকে দেখেনাও।
২৩। অনুকল্প কি ?
উঃ বই থেকে দেখেনাও।
২৪। নির্ভরশীল চলক কাকে বলে ?
উঃ যে চলক অন্য চলকের উপর নির্ভর করে চলে।
২৫। তথ্য সংগ্রহের পরোক্ষ কৌশল গুলো উল্লেখ কর ?
উঃ সম্ভাবনা ভাষা চলক।
২৬। সামাজিক গবেষণা পদ্ধতি প্রধানত কত প্রকার কি কি ?
উঃ সামাজিক গবেষণা পদ্ধতি প্রধানত দুই প্রকার।
১. পূর্ব পরীক্ষণ। ২.পরীক্ষণ পদ্ধতি।
২৭। কেস স্টাডি পদ্ধতি কী ?
উঃ বই থেকে দেখেনাও।
২৮। সাহিত্য সমীক্ষা কি ?
উঃ বই থেকে দেখেনাও।
২৯। সাক্ষাৎকার কাকে বলে ?
উঃ বই থেকে দেখেনাও।
৩০। সংঘটিত প্রশ্নমালা কি ?
উঃ বই থেকে দেখেনাও।
৩১। মূল্যবোধ কাকে বলে ?
উঃ ভালো-মন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকেই মূল্যবোধ বলা হয়।
৩২। ‘Statisties’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৩। গণসংখ্যা নিবেশন কি ?
উঃ বই থেকে দেখেনাও। 
;
৩৪। জনসংখ্যা নিবেশনের এর উপাদান গুলো কি ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৫। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি গুলো উল্লেখ কর ?
উঃ গড় মধ্যমা ও প্রচুরক।
৩৬। প্রদত্ত উপাত্ত থেকে মধ্যমা বের কর :
৮, ৫, ১০, ৭, ৬, ৪ ?
উঃ প্রদত্ত উপাত্তের মাধ্যমা ৬, ৫।
৩৭। জ্যামিতিক গড় বলতে কী বুঝ ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৮। বিস্তার পরিমাপকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কেন ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৯। সহ-সম্বন্ধ কি ?
উঃ দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সহ সম্বন্ধে বলে।
৪০। Rank Correlation নির্ণয় কর ?
উঃ বই থেকে দেখেনাও।
#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। তত্ত্ব ও বৈজ্ঞানিক পদ্ধতি কী? ১০০%
২। সামাজিক গবেশণার বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৩। তথ্য প্রক্রিয়াজাতকরণ কী? ১০০%
৪। সাক্ষাৎকার পদ্ধতি কি? এর পাচঁটি সুবিধা লিখ। ১০০%
৫। প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা বলতে কি বোঝায়? ১০০%
৬। পরিসংখ্যান কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলো কী? ১০০%
৭। বিস্তার পরিমাপ বলতে কি বুঝ? ১০০%
৮। সংশ্লেষণ ও নির্ভরাংকের মধ্য সম্পর্ক লিখ। ১০০%
৯। অনুকল্প কি? অনুকল্পের বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১০। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উত্তম পদ্ধতি কোনটি এবং কেন? ৯৯%
১১। গণসংখ্যা নিবেশন প্রস্তুতের ধাপগুলো লিখ। ৯৮%
#গাণিতিক_অংশ :
১। নিচের উপাত্ত থেকে গড় নির্ণয় কর : ৫০০,১০০০,১৫০০,২০০০,৩০০০,১৫০০,৫০০।
২। নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর : ৮,১০,১২,১৪,১৮।
অথবা, ১৫,২০,২৫,৩৩,১৬,১০,৩০,১৬।
৩। নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর :
X : ৫,৮,৯,১০,১১,১৩,১৪,১৬,১৮,২০।
#গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার প্রকারভেদ বর্ণনা কর। রকেট।। ১০০%
২। কেস স্টাডি পদ্ধতি কী? কেস স্টাডির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৩। প্রতিবেদন কি? প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর। ১০০%
৪। সামাজিক পরিসংখ্যান কি? সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার ও সমস্যা আলোচনা কর। ১০০%
৫। পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ৯৯%
৬। পরিসংখ্যানের সংজ্ঞা দাও। সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
৭। বাংলাদেশের সামাজিক উন্নয়নে সামাজিক গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
৮। কাই – বর্গ বিন্যাস কি? কাই বর্গ বিন্যাসের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
৯। সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা কর। ৯৮%
গাণিতিক_অংশ :
১। কেন্দ্রীয় প্রবণতা কি? নিম্নে প্রদত্ত তথ্যের গাণিতিক গড় ও মাধ্যমা নির্ণয় কর :
ডিগ্রী ২০১৭ সালের ১৫ নাম্বার।।
অনার্স ২০১৫ সালের ১৫ নাম্বার।।
২। সহ – সম্পর্ক কি? নিম্নে উপাত্ত থেকে সংশ্লেষণ নির্ণয় কর :
ডিগ্রী ২০১৭ সালের ১৭ নাম্বার।।
অনার্স ২০১৫ সালের ১৭ নাম্বার।।
অনার্স ২০১৩ সালের ১৭ নাম্বার।।
৩। বিস্তার পরিমাপের উদ্দেশ্য কি? নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান অথবা গড় ব্যবধান নির্ণয় কর :
ডিগ্রী ২০১৬ সালের ১৭ নাম্বার।।
ডিগ্রী ২০১৭ সালের ১৬ নাম্বার।।
অনার্স ২০১৫ সালের ১৬ নাম্বার।।
অনার্স ২০১৩ সালের ১৬ নাম্বার।।