ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ ইতিহাস পঞ্চম পত্র (ইউরোপের ইতিহাস : ১৩১৫০১) স্পেশাল শর্ট সাজেশন

 

ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ ইতিহাস ৫ম পত্র সাজেশন

ক – বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১।  কোথায় প্রথম রেনেসা শুরু হয় ?

উঃ ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয় । 

২।  মোনালিসার শিল্পী কে ছিলেন ?

উঃ  লিওনার্দো দ্যা ভিঞ্চি ।

৩। জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে ? 

উঃ মার্টিন লুথার !

৪। “ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে ” – এ তত্ত্বটি কে দিয়েছিলেন ?

উঃ কোপার্নিকাস । 

৫। কলম্বাস কে ছিলেন ?

উঃ ইতালীয় নাবিক ছিলেন ।

৬। আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ? 

উঃ ১৭৪৮ সালে

৭। ” The Prince ” রচয়িতা কে ? 

উঃ ম্যাকিয়াভেলি 

৮। ” I am the state ” – কার উক্তি ?

উঃ চতুর্দশ লুইয়ের ।

৯।  প্রিভি কাউন্সিল কী ?

উঃ চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়

১০। অগস্বার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৫৫৫ সালে ।

১১। ” University of France ” কে প্রতিষ্ঠা করেন ?

উঃ নেপোলিয়ন

১২। ওয়াটার – লু যুদ্ধ কত সালে হয় ? 

উঃ ওয়াটার – লু যুদ্ধ ১৮১৫ সালে হয় ৷

১৩।  কত সাগে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় ?

উঃ  ১৪৫৩ সালে ।

১৪। ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন ?

উঃ পর্তুগালের নাবিক ছিলেন । 

১৫। ইনকুইজিশন কি ? 

উঃ ধর্মীয় আদালত ।

১৬। ডিভাইন এন্ড কমেডি ” গ্রন্থটির লেখক কে ?

উঃ দান্তে আলেঘিরি ।

১৭। ওয়েস্টফেলিয়া’র সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?

উঃ বইয়ে দেখেনাও। 

১৮। মারিয়া থেরেসা কোন দেশের রাজা ছিলেন ?

উঃ অস্ট্রিয়ার।

১৯। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন ?

উঃ ইতালির কর্সিকা  দ্বীপে 

২০। রেনেসাঁ শব্দের অর্থ কি?

উঃ নবজাগরণ

২১। সনেটের জনক কে ?

উঃ পেত্রার্ক। 

২২। মার্কোপোলা কোন দেশের নাবিক ছিলেন ?

উঃ ইতালির।

২৩। আমেরিকা আবিষ্কার করেন কে ?

উঃ কলম্বাস।

২৪। ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা কাকে বলা হয় ?

উঃ ওয়াইক্লিফকে। 

২৫। ইনডালজেন্স কি?

উঃ পাপ মুক্তির ছাড়পত্র।

২৬। কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন ?

উঃ ইগ্নেশিয়াস লায়লা।

২৭। ফ্রান্সের বুরবো রাজ বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ চতুর্থ হেনরি ।

২৮। “Edict Of Nantes”

উঃ জারি করেন কে ?

২৯। কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠার সন্তান বলা হয় ?

উঃ রাশিয়াকে।

৩০। দ্বিতীয় যোসেফ কোন দেশের রাজা ছিলেন ?

উঃ অস্ট্রিয়ার।

৩১। “Praise Of Fally” গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ইরেসমাস।

৩২। কত সালে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় ?

উঃ ১৪৫৩ সালে।

৩৩। ধর্মসংস্কার আন্দোলন কি ?

উঃ বইয়ে দেখেনাও। 

৩৪। পঞ্চম চার্লস কে ছিলেন ?

উঃ স্পেনের রাজা। 

৩৫। সাভান্তে নিলসন কে ছিলেন ?

উঃ সুইডেনের রাজপ্রতিনিধি।

৩৬। দ্যা  ম্যাক্স সার্কেল কি ?

উঃ বইয়ে দেখেনাও। 

৩৭। কারা ডাচ নামে পরিচিত ?

উঃ নেদারল্যান্ডের অধিবাসীদের। 
৩৮। স্পেনের গৃহযুদ্ধের কারণ কি ?
উঃ ক্ষমতার ভারসাম্য নীতি।
৩৯। রিশল্যুর পুরো নাম কি ?
উঃ আর্মন্ড ডি রিশল্যু।
৪০। সাঁফ্রে কে ছিলেন ?
উঃ ফরাসি সেনাপতি।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সন্ত্রাসের রাজত্ব বল

তে কি বুঝ? ১০০%

২। জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বুঝ? ১০০%
৩। ইনডালজেন্স কী? ব্যাখ্যা কর। ১০০%
৪। প্রথম/দ্বিতীয় ফ্রেডেরিকের পরিচয় দাও। ১০০%
৫। ত্রিশবর্ষব্যাপি যুদ্ধের কারণ সংক্ষেপে লিখ। ১০০%
৬। আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৭। ভৌগলিক আবিষ্কারের ফলাফল সংক্ষেপে লিখ। ১০০%
৮। পোল্যান্ড বিভক্তির প্রধান কারণগুলো সংক্ষেপে লিখ। ৯৯%
৯। ফরাসি বিপ্লবের সামাজিক/অর্থনৈতিক কারণ কি ছিল? ৯৯%
অথবা, ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখ। ৯৯%
১০। স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কী কী? ৯৯%
১১। শিল্প বিপ্লব ও মহাদেশীয় ব্যবস্থা কী? ৯৯%
১২। চতুর্থ হেনরির ধর্মীয় নীতি আলোচনা কর। ৯৯%
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ধর্ম সংস্কার কি? ধর্ম সংস্কারের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর। ১০০%
২। ওলন্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণ ও ফলাফল বর্ণনা কর। ১০০%
৩। অষ্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৪। সপ্তবর্ষব্যাপি যুদ্ধ কি? সপ্তবর্ষব্যাপি যুদ্ধের কারণ ও ফলাফল পর্যালোচনা কর। ১০০%
৫। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণ আলোচনা কর। ১০০%
৬। সংস্কার হিসেবে দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৭। রেনেসাঁ বলতে কি বুঝ? রেনেসাঁর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
৮। প্রতিসংস্কার আন্দোলন কি? প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৯। ত্রিশবর্ষব্যাপি যুদ্ধ কি? ত্রিশবর্ষব্যাপি যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর। ১০০%
১০। ফরাসি রাজতন্ত্র সূদৃঢ়করণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন কর। ৯৯%
১১। ফরাসি বিপ্লবের (১৭৮৯) আন্তর্জাতিক প্রভাব সম্বন্ধে আলোচনা কর। ৯৯%
১২। ধর্ম সংস্কার কি? ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারসমূহ আলোচনা কর। নেপোলিয়নের পতনের জন্য তিনি কতটুকু দায়ী ছিলেন? ৯৮%