ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ দর্শন দ্বিতীয় পত্র (নীতিবিদ্যা:১১১৭০৩) রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?

উঃ আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

২। ‘ Die to Live ‘ এটি কার উক্তি?

উঃ হেগেল।

৩। “ কর্তব্যের জন্য কর্তব্য কর’- উক্তিটি কার?

উঃ “ কর্তব্যের জন্য কর্তব্য কর ” -উক্তিটি কান্টের।


৪। ব্যবহারিক নীতিবিদ্যা কী?

উঃ বিশেষ বিশেষ পরিস্থিতি ও পরিবেশে কোনো বিশেষ ব্যক্তিগত বা সামাজিক সমস্যা সমাধানের জন্য নিয়মাবলি প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রায়োগিক নীতিবিদ্যা বলে।

৫। ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া কাকে বলে?

উঃ যেসব ক্রিয়া মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া বলে।

৬। উপযোগবাদের প্রবর্তক কে?

উঃ জন স্টুয়ার্ট মিল।

৭। নৈতিক বিচারের মাপকাঠি কী?

উঃ নৈতিক বিচারের কর্তা মানুষের বিবেক।

৮। কামনা কাকে বলে?

উঃ কাম্যবস্তুকে পাওয়ার জন্য যে উৎকণ্ঠা বা ব্যাকুলতা তাকেই কামনা বলা হয়।

৯। দুইজন স্বজ্ঞাবাদী দার্শনিকের নাম লেখ?

উঃ দুইজন স্বজ্ঞাবাদী দার্শনিক হলেন —১ . বাটলার ও ২. মার্টিনিউ।

১০। নৈতিক বিবর্তনবাদ কী?

উঃ নৈতিক বিবর্তনবাদ অনুসারে নীতিশাস্ত্রের কাজ হলো জৈবিক নিয়ম হতে কি ধরনের কার্য নিশ্চিতভাবে সুষ্ঠ উৎপন্ন করে এবং কি ধরনের কার্য দুঃখ উৎপন্ন করে তা অনুমান কর।

১১। শাস্তি কত প্রকার?

উঃ তিনটি । যথা -১ . প্রতিরোধমূলক মতবাদ , ৩. সংশোধনমূলক মতবাদ ও ৩. প্রতিশোধমূলক মতবাদ।

১২। নীতিবিদ্যা কত প্রকার ? 

উঃ চার প্রকার । যথা- আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা , পরা নীতিবিদ্যা , ব্যবহারিক নীতিবিদ্যা ও পরিবেশ নীতিবিদ্যা।

১৩। A Manual of Ethics— গ্রন্থটির রচয়িতা কে?

উঃ জে . এস . ম্যাকেঞ্জি।

১৪। An Introduction to Ethics গ্রন্থের লেখক কে? 

উঃ উইলিয়াম লিলি।

১৫। ‘ Eudaemonism ‘ শব্দটির অর্থ কী ? 

উঃ শান্তিবাদ , কল্যাণবাদ বা সুখবাদ।

১৬। নৈতিক অবধারণ কি ? 

উঃ নৈতিক অবধারণ নৈতিক আদর্শ বা মানদণ্ডের প্রেক্ষিতে মানব আচরণের ভালোত্ব , মন্দত্ব বা ঔচিত্য , অনৈচিত্য নিরূপণ সম্পর্কীয় অবধারণ।

১৭। সুখবাদ কত প্রকার ও কী কী ? 

উঃ ১. মনস্তাত্ত্বিক সুখবাদ ও ২. নৈতিক সুখবাদ।

১৮। অভিপ্রায় বলতে কি বুঝ ? 

উঃ অভিপ্রায় বলতে বুঝায় মূল লক্ষ্য বা নির্বাচিত কাম্যবস্তু যা কর্তাকে প্রবৃত্ত করে।

১৯। নীতিবিদ্যা সম্পর্কে উইলিয়াম লিলির সংজ্ঞা দাও । 

উঃ উইলিয়াম লিলি এর মতে , নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান , যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিৎ অনুচিত , ভালো কি মন্দ , সত্য কি মিথ্যা বা অনুরূপভাবে বিচার করে । 

২০। পরিবেশ নীতিবিদ্যা কি ? 

উঃ পরিবেশ নীতিবিদ্যা হলো পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্র ও সমন্বিত পর্যালোচনা ও সবিচার বিশ্লেষণ।

২১। দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লিখ । 

উঃ দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম হলো— ১. হেগেল ও ২. ইমানুয়েল কান্ট।

২২। ‘ Untitarianism ‘ শব্দটির অর্থ কি ? 

উঃ উপযোগবাদ।

২৩। নৈতিক প্রগতি কি ? 

উঃ নৈতিক প্রগতি হচ্ছে জীবনে নৈতিক আদর্শের দিকে অগ্রসর হওয়া।

২৪। নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী ? 

উঃ মানুষের ঐচ্ছিক ক্রিয়া ( মানব আচরণ )।

২৫। দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম লিখ । 

উঃ জন স্টুয়ার্ট মিল , জেমস মিল।

২৬। উদ্দেশ্য বলতে কী বুঝ ? 

উঃ একটি লক্ষ্যের ধারণা যা একজন ব্যক্তি তার সামনে তুলে ধরে এবং তা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয়।

২৭। ‘ Principia Ethica ‘ গ্রন্থটির লেখক কে ? 

উঃ জি . ই . ম্যুর।

২৮। নিয়ন্ত্রণবাদ কী ? 

উঃ যে মতবাদ অনুসারে আমাদের ইচ্ছার স্বাধীনতা নেই অর্থাৎ আমাদের ইচ্ছা বাইরের বিষয় বা ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত , তাকে নিয়ন্ত্রণবাদ বলে।

২৯। নৈতিকতার স্বীকার্য কয়টি ও কি কি?

উঃ নৈতিকতার স্বীকার্য সত্য প্রধানত তিনটি । যথা : ১. ইচ্ছার স্বাধীনতা , ৩. আত্মার অমরত্ব , ৩. ঈশ্বরের অস্তিত্ব ।

৩০। মনস্তাত্ত্বিক সুখবাদের মূল বক্তব্য কি ? 

উঃ মানুষ সবসময় সুখ অন্বেষণ করে এবং সুখই মানুষের স্বাভাবিক কামনার বস্তু।

৩১। নীতিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু কি কি?

উঃ ( i ) নৈতিক মূল্য ও আদর্শ , ( ii ) নৈতিক বাধ্যতাবোধ , ( iii ) অধিকার ও কর্তব্য , ( iv ) নৈতিক বিচারের মানদণ্ড , ( v ) নৈতিক অবধারণ , ( vi ) শাস্তির নৈতিক ভিত্তি।

৩২। হার্বার্ট স্পেন্সার নীতিবিদ্যার ক্ষেত্রে কোন পদ্ধতির সমর্থক?

উঃ বিবর্তনমূলক পদ্ধতির।

৩৩। এইচ . এ . প্রিচার্ড কোন্ ধরনের নীতিদার্শনিক?

উঃ এইচ . এ প্রিচার্ড স্বজ্ঞাবাদী নীতি দার্শনিক।

৩৪। ঐচ্ছিক ক্রিয়া কি ? 

উঃ যে কাজ ব্যক্তি স্বেচ্ছায় সম্পাদন করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে।

৩৫। উইলিয়াম লিলির মতে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কিত মতবাদ কয়টি ও কি কি ? 

উঃ তিনটি মতবাদ । যথা : ১. আত্ম স্বার্থবাদ , ২. সর্বস্বার্থবাদ ও ৩. পরার্থবাদ।

৩৬। নৈতিক সংশয়বাদের মূল বক্তব্য কি ? 

উঃ যুক্তিসম্মত , বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা স্থাপন সম্ভব নয়।

৩৭। বিশপ বাটলার কোন ধরনের নীতিদার্শনিক ? 

উঃ স্বজ্ঞাবাদী নীতিদার্শনিক।

৩৮। নৈতিক সুখবাদ কাকে বলে ? 

উঃ যে মতবাদ অনুযায়ী সুখী মানুষের একমাত্র কাম্য বস্তু এবং মানুষের শুধু সুখ অন্বেষণ করা উচিত তাকে নৈতিক সুখবাদ বলে ।

৩৯। হার্বার্ট স্পেন্সারের মতে মানুষের জীবনের চরম লক্ষ্য কি ? 

উঃ হার্বাট স্পেনসারের মতে মানুষের জীবনের চরম লক্ষ্য সুখ।

৪০। নৈতিক সুখবাদ কত প্রকার?

উঃ তিন প্রকার।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সুখবাদের কূটাভাস কী? ১০০%

২। কামনার দ্বন্দ্ব বলতে কী বোঝ? ১০০%

৩। নৈতিক অবধারণ কাকে বলে? ১০০%

৪। নীতিবিদ্যা ও ধর্মের সম্পর্ক লিখ। ১০০%

৫। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%

৬। নীতিবিদ্যা কী? নীতিবিদ্যার বিষয়বস্তু কী? ১০০%

৭। মিলের উপযোগবাদ কেন বেন্তামের উপযোগবাদের চেয়ে পৃথক? ১০০%

অথবা, মিল ও বেন্থামের উপযোগবাদের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান?

৮। মৃত্যুদন্ড সমর্থনযোগ্য কিনা? আলোচনা কর। ১০০%

৯। মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য কী? ১০০%

১০। শাস্তি কী? শাস্তির নৈতিক যুক্তি দেখাও। ৯৯%

১১। “মানুষ হও” “মরে বাঁচ” – উক্তি দুটি বিশ্লেষণ কর। ৯৯%

১২। কামনার উপাদানগ‌ু‌লো কি কি? ৯৯%

১৩। নৈতিক সংশয়বাদ, পরানীতিবিদ্যা কাকে বলে? ৯৯%

১৪। ইচ্ছার স্বাধীনতা বলতে কি বুঝ? ৯৯%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। রকেট সাজেশন কী? কান্টের “সদিচ্ছার” ধারণা ব্যাখ্যা কর। ১০০%

২। নীতিবিদ্যা কাকে বলে? নীতিবিদ্যার প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%

৩। ঐচ্ছিক ক্রিয়া কী? ঐচ্ছিক ক্রিয়ার স্তরগুলো ব্যাখ্যা বা আলোচনা কর। ১০০%

৪। পূর্ণতাবাদ কী? নৈতিক মানদণ্ড হিসেবে পূর্ণতাবাদ আলোচনা কর। ১০০%

৫। নৈতিক প্রগতি কী? নৈতিক প্রগতির শর্তসমূহ বা শর্তাবলি আলোচনা কর। ১০০%

৬। ইচ্ছার স্বাধীনতা কী? ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর। ১০০%

৭। উপযোগবাদ কি? মিলের উপযোগবাদ (বৈশিষ্ট্যসমূহ) আলোচনা কর। ১০০%

৮। সুখবাদ কী? সুখবাদের শ্রেণিবিভাগ বা বিভিন্ন রূপ ব্যাখ্যা কর। ১০০%

৯। শাস্তির নৈতিক ভিত্তি কী? তুমি কী প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড সমর্থন কর। ১০০%

১০। সুখবাদ কি? মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%

১১। অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা কর। মানুষের বিভিন্ন অধিকার আলোচনা কর। ৯৯%

১২। নীতিবিদ্যা কী? নীতিবিদ্যা কিভাবে ধর্মের বা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত? ৯৯%

১৩। পরার্থবাদ কাকে বলে? পরার্থবাদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখ। ৯৮%