ক বিভাগ (যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও)।
১। (ক) বঙ্গভঙ্গ রদ করা হয় কখন?
(খ) মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
(গ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
(ঘ) মন্ত্রিমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
(ঙ) ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে’ দ্বৈতশাসন ব্যবস্থা চালু হয়?
(চ) যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছিল?
(ছ) পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন?
(জ) ছয় দফার প্রথঘ দফা কী ছিল?
(ক) ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল?
(ঞ) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
(ট) আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?
(ঠ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ বিভাগ (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান-৪x৫=২০
২। বঙ্গভঙ্গের কারণগুলাে লেখ।
৩। ক্রপস মিশন কী?
8। দ্বৈত শাসন বলতে কী বুঝায়?
৫। যুক্তফ্রন্ট কী?
৬। ভাষা আন্দোলনের কারণগুলাে লেখ।
ধ। ছয়দফা কর্মসূচিকে বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কেন?
৮। বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলত কী বুঝায়?
৪। অপারেশন সার্চলাইট কী?
গ বিভাগ (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মনি-১০x৫=৫০
১০। ১৯৪০ সালের লাহাের প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল আলােচনা কর ।
১১। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর ।
২৫। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলােচনা কর ।
৩। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলােচনা কর।
১৪। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও প্রভাব ব্যাখ্যা কর।
৫। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১৬। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অবদান মূল্যায়ন কর।
১৭। বাংলাদেশের সংবিধানের উল্লেখযােগ্য সংশােধনীসমূহ আলােচনা কর।