ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ ইসলামের ইতিহাস তৃতীয় পত্র প্রশ্ন পত্র ও সাজেশন রিভিউ ৯৯% কমন



১। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 


ক) মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?


খ) ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?


গ) তরাইনের ১ম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?


ঘ) লাখ বশ কাকে বলা হতাে?


ঙ) সুলতান কুতুব উদ্দিন আইবেক কোন বংশের শাসক ছিলেন?


চ) সেটা ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কে?


ছ) উলুঘ খান কে ছিলেন?


জ) কুতুব মিনার কে নির্মাণ করেন?


ঝ) ‘হাজার দিনারী’ কাকে বলা হতাে?


ঞ) কোন সুলতান দাক্ষিণাত্যে জয় করেন?


ট) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?


ঠ) ইব্রাহিম লােদী কত বছর শাসন করেছিলেন?



খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান-৪x৫=২০

২। মুহম্মদ বিন কাশিমের পরিচয় দাও।


৩। ‘শাহনামা সম্পর্কে টীকা লিখ।


৪। আল বেরুনী সম্পর্কে কী জান?


৫। “চল্লিশ চক্র’ বলতে কী বুঝায়?


৬ ইবনে বতুতা সম্পর্কে সংক্ষেপে লিখ ।


৭। ফিরােজ শাহ তুঘলকের ‘মাতামহী সুলভ’ ব্যবস্থার বিবরণ দাও।


৮। দিল্লী সালতানাতের পতনের চারটি কারণ ব্যাখ্যা কর। 


৯। ইব্রাহিম লােদি কে ছিলেন?


গ বিভাগ—রচনামূলক প্রশ্ন (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—১০x৫=৫০

১০। ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলােচনা কর।


১১। সুলতান মুহম্মদ ঘুরীর অভিযানের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও।


১২। সুলতান ইলতুৎমিশকে দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?


১৩। সুলতান গিয়াসউদ্দিন বলবনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পর্যালােচনা কর।


১৪ আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দাও।


১৫। মুহাম্মদ-বিন-তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলাে বিশ্লেষণ কর।


১৬। বাহমনী রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস লিখ।


২৭। পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখ।