ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়
উঃ ১৭৬৪ সালের ২২ অক্টোবর ।
২। বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন ?
উঃ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজী ।
৩। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ।
৪। ঈশা খান কে ছিলেন ?
উঃ বাংলায় বার ভূঁইয়াদের একজন ।
৫। পরী বিবি কে ছিলেন ?
উঃ শায়েস্তা খানের কন্যা ।
৬। পলাশী কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ ভাগিরথী ।
৭। মালজমিনী ব্যবস্থা কে . প্রবর্তন করেন ?
উঃ মুর্শীদকুলী খান মালজামিনী ব্যবস্থা প্রবর্তন করেন ।
৮। পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ সিকান্দার শাহ ।
৯। ‘ শাহ – ই – বাঙ্গালা ’ কার উপাধি ছিল ?
উঃ সুলতান ইলিয়াশ শাহ শাহ – ই বাংলা উপাধি ধারণ করেছিলেন ।
১০। রিয়াজ – উস – সালাতীন গ্রন্থের রচয়িতা কে ?
উঃ রিয়াজ – উস – সালাতীন গ্রন্থের রচয়িতা গোরাম হোসেন সেলিম ।
১১। সুফিয়াবাদের উৎস কী ?
উঃ কুরআন ও হাদিস ।
১২। জব চার্নক কোন গ্রামের জমিদারী লাভ করেছিলেন ?
উঃ
১৩। তারিখ – ই – ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি ।
১৪। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা বাংলায় আগমন করেন ?
উঃ পর্তুগিজরা ।
১৫। মুর্শীদ কুলি খাঁর রাজধানী কোথায় ছিল ?
উঃ মকসুদাবাদে।
১৬। নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি ?
উঃ : নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম আমেনা বেগম ।
১৭। ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন ?
উঃ ১৬১০ সালে ।
১৮। ‘ বলগাকপুর ‘ শব্দের অর্থ কী ?
উঃ বলগাকপুর শব্দের অর্থ হলো বিদ্রোহীর নগরী ।
১৯। পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
উঃ রবার্ট ক্লাইভ ।
২০। রাজা গণেশ কে ছিলেন ?
উঃ রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন ।
২১। পলাশির যুদ্ধ কত তারিখে সংঘটিত হয় ?
উঃ ২৩ জুন ।
২২। সোনারগাঁও বিখ্যাত কেন ?
উঃ ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে বাংলার রাজধানী ছিল ।
২৩। “ কিরান – ইস – সাদাইন ” কে রচনা করেন ?
উঃ আমীর খসরু।
২৪। ইবনে বতুতার ভ্রমণবিষয়ক গ্রন্থটির নাম কি ?
উঃ রেহালা ।
২৫। মালিক উৎস – শারক শব্দের অর্থ কি ?
উঃ পূর্বাজ্ঞলের অধিপতি ।
২৬। ‘ ভাঙরা ’ কার উপাধি ?
উঃ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের ।
২৭। ‘ নৃপতি তিলক ’ কার উপাধি ছিল ?
উঃ আলাউদ্দিন হোসেন শাহকে ।
২৮। আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর কোথায় ছিল ?
উঃ একডালা ।
২৯। কবি মালাধর বসুর উপাধি কি ছিল ?
উঃ গুণরাজ খান ।
৩০। সুফিবাদ কি ?
উঃ আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মরমি ভাবধারার উৎপত্তি হয় তাকেই তাসাইফ বা সুফিবাদ বলা হয়।
৩১। বৈষ্ণবধর্মের প্রবর্তক কে ছিলেন ?
উঃ রামানুজ ( বাংলায় শ্রীচৈতন্যদেব ) ।
৩২। নানক কে ছিলেন ?
উঃ শিখধর্মের প্রবর্তক।
৩৩। সম্রাট হুমায়ুন কখন গৌড় দখল করেন এবং এর নাম কি রাখেন ?
উঃ ১৫৩৮ সালে গৌড় দখল করে এর নাম রাখেন জান্নাতাবাদ ।
৩৪। বারো ভূঁইয়াদের প্রধান নেতা ছিলেন কে ?
উঃ ঈসা খান ।
৩৫। মানসিংহ কে ছিলেন ?
উঃ সম্রাট আকবরের সেনাপতি ।
৩৬। মীর জুমলা কে ছিলেন ?
উঃ সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি ।
৩৭। শায়েস্তা খান কত সালে বাংলার সুবাদার হন ?
উঃ ১৬৬৪ সালে ।
৩৮। শায়েস্তা খানের পূর্ণনাম কি ?
উঃ মির্জা আবু তালিব ওরফে নবাব শায়েস্তা খান ।
৩৯। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
উঃ সিরাজ – উদ – দৌলা ।
৪০। মীর কাশিম কোথায় তার রাজধানী স্থানান্তর করেন ?
উঃ মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দ্বৈত শাস বলতে কী বুঝ? ১০০%
২। মধ্যযুগ বলতে কী বুঝ? ১০০%
৩। আলাউদ্দীন হােসেন শাহকে নৃপতি তিলক’ বলা হয় কেন? ১০০%
৪। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ কী ছিল? ১০০%
৫। একডালা দুর্গের’ ওপর একটি টীকা লিখ। ১০০%
৬। রাজা গনেশ, মীর জুমলা, বখতিয়ার খলজি কে ছিলেন? ১০০%
৭। সুবাদার শায়েস্তা খানের আমলে বাংলার অর্থনৈতি
অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৮। ইলিয়াস শাহের অবদান নিরূপণ কর। ১০০%
৯। বক্সারের যুদ্ধের ফলাফল লিখ। ১০০%
১০। পলাশীর যুদ্ধের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
১১। দিওয়ানি ও চিরস্থায়ী বন্দোবস্ত কি? ৯৯%
১২। আলীবর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করেন? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মধ্যযুগ কি? মধ্যযুগের বাংলার ইতিহাস পুনর্গঠনের উসসমূহ আলােচনা কর। ১০০%
২। সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৩। হােসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন? ১০০%
৪। মুর্শিদ কুলী খানের রাজস্ব সংস্কার ও রাজস্ব ব্যবস্থা আলােচনা কর। ১০০%
৫। বক্সারের যুদ্ধের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
৬। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলােচনা কর। ১০০%
৭। মাহুয়ানের বা ইবনে বতুতার বিবরণীর আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। ১০০%
৮। সুলতান শামসউদ্দীন ফিরােজ শাহের কৃতিত্ব লিখ। ১০০%
৯। বার ভুইয়া’ কারা? ঈশা খাঁর কৃতিত্ব লিখ। ১০০%
১০। বাংলার সুবেদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা কর। ৯৯%
১১। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
১২। বাংলার স্বাধীন সালতানাত সুদৃঢ়করণে ইলিয়াস শাহের অবদান মূল্যায়ন কর। ৯৯%