ডিগ্রী তৃতীয় বর্ষ বিষয় ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- SAPTA, UNCTAD, CCI&E, WTO, MFN, FDBP, GSP, TIN, FOR, DDP, EFTA, LIBOR.

২। আন্তর্জাতিক বাণিজ্য কী? 

উঃ দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে বিভিন্ন প্রকার পণ্য ও সেবাসমূহের আদান-প্রদান আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রমকেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য।

৩। আর্বিট্রেজ (Arbitrage) কী? 

উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে একজন বিনিয়োগকারী অধিক আয়ের প্রত্যাশায় বর্তান বিনিয়োগ ক্ষেত্র হতে বিনিয়োজিত তুলে নিয়ে নতুন বিনিয়োগ ক্ষেত্র বিনিয়োগ করেন তাকে আর্বিট্রেজ বলে।

৪। ডাম্পিং কী? 

উঃ কোনো দেশ অন্য দেশে নিজের পণ্য যখন অপরাপর প্রতিযোগীর তুলনায় কম মূল্যে বিক্রয়ের চেষ্টা করে তখন তাকে Dumping বলে।

৫। সুযোগ ব্যয় তত্ত্বের প্রবক্তা কে? 

উঃ সুযোগ ব্যয় তত্ত্বের প্রবক্তা হেবারলার।

৬। MNC কী? 

উঃ একাধিক দেশের সহযোগিতায় বাণিজ্যিক কাজকর্ম পরিচালনাকারী সংস্থাকে বহুজাতিক কর্পোরেশন বা MNC বলা হয়। এই সংস্থার বিভিন্ন শাখা কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকতে পারে।

৭। শিশু শিল্প কী? 

উঃ প্রাথমিক পর্যায়ের নতুন শিল্প গড়ে ওঠার প্রক্রিয়াকে শিশু শিল্প বলে।

৮। আন্তর্জাতিক কার্টেল কী? 

উঃ বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি পণ্য উৎপাদনকারীগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে যখন কোনো সংগঠন গড়ে তোলে তখন তাকে আন্তর্জাতিক কার্টেল বলে।

৯। শুল্ক সংঘ কী? 

উঃ শুল্ক সংঘ বলতে কয়েকটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট বাণিজ্যিক চুক্তি বুঝায়, যেখানে দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না, কিন্তু চুক্তির বাইরের কোন দেশের সঙ্গে সদস্য দেশগুলো অভিন্ন শুল্ক আরোপ করবে।

১০। অবাধ বাণিজ্য কী? 

উঃ দুই বা ততোধিক দেশের মধ্যে কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়া অবাধে বাণিজ্য পরিচালিত হলে তাকে মুক্ত বা অবাধ বাণিজ্য বলে।

১১। বিনিময় হার ঝুঁকি কী? 

উঃ এক দেশের মুদ্রা অপর দেশের মুদ্রায় পরিবর্তন বা বিনিময় হওয়ার ফলে যেসব ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিনিময় হার ঝুঁকি বলে।

১২। পরোক্ষ বিনিয়োগ কী? 

উঃ যে বিনিয়োগে বিনিয়োগকারী সরাসরি বিনিয়োগ না করে মধ্যস্থতাকারীর মাধ্যমে বিনিয়োগ করে থাকে পরোক্ষ বিনিযোগ বলে ।

১৩। তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?

উঃ তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো।

১৪। অবাধ বাণিজ্য কী?

উঃ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া যখন বাণিজ্য প্রচলিত হয়, তখন তাকে অবাধ বা মুক্ত বাণিজ্য বলে।

১৫। কোটা কী?

উঃ কোনো নির্দিষ্ট সময় কি পরিমাণ পণ্য বস্তুগত বা মূল্যগত অর্থে রপ্তানি বা আমদানি করা যাবে তা নিরূপণের পদ্ধতিকে কোটা বলে।

১৬। মূলধন হিসাব কী?

উঃ আন্তর্জাতিক পর্যায়ে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি মূলধনের আগমন ও নির্গমন যে হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে মূলধন হিসাব বলে ।

১৭। আন্তর্জাতিক বাণিজ্য নীতি কী?

উঃ দেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি প্রণয়ন করে তাকে আন্তর্জাতিক বাণিজ্য নীতি বলে।

১৮। অভ্যন্তরীণ বাণিজ্য কী?

উঃ কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অথবা একই দেশের এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের পণ্য ও সেবা বিনিময় বা লেনদেন কার্যক্রমকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

১৯। প্রত্যক্ষ কোটা কী?

উঃ পরিমাণগতভাবে কোটা প্রকাশ করা হলে তাকে প্রত্যক্ষ কোটা বলে ।

২০। GATT কী?

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠার পর বিশ্ব বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গঠনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু বিভিন্ন দেশ ও ব্যাপারে মতৈক্যে পৌছাতে ব্যর্থ হয় পরবর্তীতে ১৯৪৮ সালে হাভানা সম্মেলনে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি হয়, যা সংক্ষেপে GATT নামে পরিচিত।

২১। চালান কী?

উঃ যে পত্রে পণ্যের নাম, ওজন, সংখ্যা, মূল্য, তারিখ ক্রেতা-বিক্রেতার বিস্তারিত ঠিকানা উল্লেখ করে রপ্তানিকারক আমদানিকারকের বরাবরে প্রেরণ করে তাকে চালান পত্র বলে।

২২। বৈদেশিক মুদ্রা কী?

উঃ কোনো দেশের ক্ষেত্রে নিজের দেশের মুদ্রা ছাড়া অন্যান্য দেশের মুদ্রাকে বৈদেশিক মুদ্রা বলে।

২৩। মুদ্রাস্ফীতি কী?

উঃ অর্থনীতিবিদ ক্রাউথারের মতে, “মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমেই কমে, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমেই বাড়ে।”

২৪। OTC কী?

২৫। সরকারি হস্তক্ষেপ কী?

উঃ বিনিময় হারের উপর একটি দেশ বিভিন্ন উপায়ে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিধি-নিষেধ আরোপ করে তাকে সরকারি হস্তক্ষেপ বলে।

২৬। পেগিং পদ্ধতি কী?

উঃ পেগিং হলো যে বিনিময় হারে সংশ্লিষ্ট দেশগুলো সুনির্দিষ্ট বিনিময় হার বজায় রেখে অঙ্গীকারবদ্ধ হয় তাকে পেগিং পদ্ধতি বলে।

২৭। ওয়েজ আর্নার্স স্কিম কী?

উঃ যে কর্মসূচির আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রার সরাসরি কতিপয় নির্ধারিত পণ্য আমদানির সুযোগ দেয় হয় তাকে ওয়েজ আর্নার্স স্কিম বলে ।

২৮। ‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভাল’- উক্তিটি কার? 

উঃ ‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভাল’- উক্তিটি- পল স্যামুয়েলসন এর।

২৯। অবাধ বাণিজ্য এলাকা বা সংগঠন কি? 

উঃ দুই বা ততোধিক দেশ মুক্ত বাণিজ্য এলাকা গঠন করে একে অপরের বাণিজ্য থেকে সব রকমের আমদানি শুল্ক তুলে নিয়ে বাকি বিশ্বের সাথে মূল শূল্ক হার বজায় রাখলে সেই সংগঠনকে অবাধ বাণিজ্য এলাকা বলে ।

৩০। কাম্য শুল্ক (Optimum tariff) কি? 

উঃ যে হারে শুল্ক আরোপ করলে বাণিজ্য হারের সর্বোচ্চ উন্নতি ঘটে এবং একই সংগে আমদানি সংকোচণও ন্যূনতম হয়, সেই শুল্ক হারকে কাম্য শুল্ক বলে।

৩১। আমদানি বিকল্পন কৌশল কি? 

উঃ আমদানির পরিমাণ হ্রাসের জন্য সরকার উক্ত পণ্যের বা তার বিকল্প পণ্যের দেশজ উৎপাদন বাড়ানোর নীতি গ্রহণ করলে তাকে আমদানি বিকল্পন কৌশল বলে।

৩২। মুদ্রার অবমূল্যায়ন কি?

উঃ সরকারি সিদ্ধান্ত ও ঘোষণা অনুসারে অন্যান্য দেশের মুদ্রার প্রেক্ষিতে দেশিয় মুদ্রার বিনিময় হার হ্রাসকরণকে মুদ্রার অবমূল্যায়ন বলে।

৩৩। প্রোফর্মা ইনভয়েস কল বলে? 

উঃ ফরমায়েশ প্রাপ্তির পর রপ্তানিকারক ফরমায়েশকৃত মালের বিবরণ চালান পত্রের মতই যে বিবরণ আমাদানিকারকের নিকট প্রেরণ করে, তাকে প্রোফর্মা

ইনভয়েস বলে।

৩৪। জাহাজী দলিলপত্র বলতে কি বুঝ?

উঃ আমদানিকারকের উদ্দেশ্যে রপ্তানিকারক যে সমস্ত দলিলপত্র পণ্যসামগ্রী প্রেরণের সাথে সাথেই পাঠিয়ে থাকেন সে সমস্ত দলিলপত্র জাহাজী দলিলপত্র হিসেবে পরিচিত।

৩৫। ডক ওয়ারেন্ট কি? 

উঃ আমদানিকৃত পণ্যসামগ্রী বন্দরে পৌছার পর খালাস না করে গুদামে রাখা হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ আমদানিকারকের মালিকানা স্বত্ত্বের বিবরণ দিয়ে যে সনদপত্র ইস্যু করে থাকে তাকে ডক ওয়ারেন্ট বলে।

৩৬। রপ্তানি কোটা কি? 

উঃ সরকার প্রয়োজনে ঘোষণা দিতে পারে যে-নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কেবল রপ্তানি করা যাবে, কিন্তু তার বাড়তি পরিমাণ রপ্তানি করার সুযোগ থাকবে না। এ ধরণের গৃহিত নীতিকে রপ্তানি কোটা বলে ।

৩৭। LIBOR কী? 

উঃ LIBOR এর পূর্ণরূপ হলো- London Inter Bank Offered Rate এটি ইউরো মুদ্রা বাজারের একটি আন্তঃব্যাকিং হার। সাধারণত Libor হার ১ মাস, ৩ মাস, ৬ মাস ও ১২ মাসের মেয়াদি হয়ে থাকে।

৩৮। সংশেষিক/একহারা/মিশ্র হিসাব পদ্ধতি কি?

উঃ দেনাদার পদ্ধতির শাখা হিসাবে ব্যক্তিকে ও নামিক শ্রেণির হিসাবে মিশ্র বৈশিষ্ট্যের কারণে এ হিসাবটিকে সংশেষিক/একহারা/মিশ্র পদ্ধতি বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
২। স্পট রেট ও ফরওয়ার্ড রেট এর মধ্যকার পার্থক্যগুলো কী? ১০০%
৩। সংরক্ষণের পক্ষে যুক্তিগুলো সংক্ষেপে লিখ। ১০০%
৪। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধাসমূহ কী? আন্তর্জাতিক বাণিজ্যের আওতা বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশে কী অবাধ বাণিজ্য চালু করা উচিত? ১০০%
৬। প্রত্যয়পত্রের সুবিধাসমূহ লিখ। ১০০%
৭। হেক্সার ওলিন তত্ত্বের অনুমিত শর্তসমূহ লিখ। ১০০%
৮। স্থির বিনিময় হার ও ভাসমান বিনিময় হার পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৯। কোটা বলতে কী বোঝায়? রপ্তানি কোটা ধার্য করার কারণ উল্লেখ কর। ১০০%
১০। মুক্ত বাণিজ্যের পক্ষে যুক্তি দেখাও। বাণিজ্য হতে আয়ের প্রভাব বিস্তারকারী উপাদনসমূহ লিখ। ১০০%
১১। MNC এর বৈশিষ্ট্যসমূহ কী? শুল্ক আরোপের কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১২। ওয়েজ আর্নারস স্কীমের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। লেনদেন ভারসাম্যের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৪। The following information is available : £1=$1.50 C$1=$0.75 Find the cross rate. Based on these exchange rates, can it possible to earn profit? Explain. ৯৯%
১৫। If The Direet exchanges rate of the taka is Worth $0.0125, then what is the indirect rate of taka? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বাংলাদেশে কোন প্রকারের শিল্পকে সংরক্ষণ দেওয়া উচিত? কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
২। লেনদেন ভারসাম্যের উপাদানসমূহ বর্ণনা কর। ‘লেনদেন ভারসাম্যে সর্বদা সমতা থাকে বুঝিয়ে লিখ। ১০০%
৩। অফার রেখার ধারণা সচিত্র ব্যাখ্যা কর। সংক্ষেপে অফার রেখার গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। বিনিময় হার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের কারণ কী? বিনিময় হার পদ্ধতির উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি হস্তক্ষেপ কতটুকু যৌক্তিক? বাংলাদেশের আমদনি কীভাবে হ্রাস করা যায়? ১০০%
৬। কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ বহুজাতিক কর্পোরেশনের মূল্যকে প্রভাবিত করে? ইসলামি উন্নয়ন ব্যাংকের কার্যাবলি লিখ। ১০০%
৭। বহুজাতিক কর্পোরেশনের মূল্য বলতে কী বুঝ? বহুজাতিক কোম্পানির সাধারণ বৈশিষ্ট্যসমূহ ও বহুজাতিক কোম্পানির উদ্দেশ্য অর্জনের বাধাসমূহ আলোচনা কর। ১০০%
৮। বৈদেশিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ-ব্যাখ্যা কর। হেবারলার প্রদত্ত আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ ব্যয় তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৯। উদাহরণসহ তুলনামূলক সুবিধা তত্ত্বটি আলোচনা কর। ১০০%
১০। বহুজাতিক কোম্পানির উদ্দেশ্য অর্জনের বাধাসমূহ আলোচনা কর। মুক্ত বাণিজ্য, বদ্ধ বাণিজ্য অপেক্ষা ভালো- বর্ণনা কর। ১০০%
১১। সোয়াপ বলতে কী বুঝ? বিভিন্ন ধরনের সোয়াপ আলোচনা কর। সুট মার্কেট ও ফরোয়ার্ড মার্কেটের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। বৈদেশিক বিনিময় হারের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। কোন কোন ক্ষেত্রে একটি দেশ পেগিং এ যায়? ব্যালেন্স অব পেমেন্টর উপাদানগুলো বর্ণনা কর। ৯৯%
১৪। আন্তর্জাতিক আর্বিট্রেজ কী? আন্তর্জাতিক আর্বিট্রেজের প্রকারভেদ আলোচনা কর। আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যের জীবনচক্র তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%
১৫। সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য সংরক্ষণের ভূমিকা বর্ণনা কর। ৯৯%