ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BRDB, BARD, VGF, NGO, CARE, ADT, NICAR, CO, VAID,
২। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সমস্যা নির্ণয় বা চিহ্নিতকরণ।
৩। জেলা পরিষদের মােট নির্বাচিত সদস্য কত জন?
উঃ ২১ জন।
৪। বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ?
উঃ ইউনিয়ন পরিষদ।
৫। ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড মেয়ো।
৬। গ্রাম্য আদালত কী?
উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়ােগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করে তাকেই গ্রাম্য আদালত বলে।
৭। মৌলিক গণতন্ত্র আদেশ কে কত সালে জারি করা হয়েছিল?
উঃ আইয়ুব খান। ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।
৮। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়?
উঃ উপজেলা চেয়ারম্যান।
৯। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলাে- এ সমাজ কৃষিনির্ভর।
১০। জাতীয় অর্থনৈতিক পরিষদ কী?
উঃ পরিকল্পনা অনুমােদনের সর্বোচ্চ সংস্থা।
১১। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।
উঃ ১৯৭৩-১৯৭৮ সাল।
১২। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
উঃ তিন স্তর। যথা- ১. ইউনিয়ন পরিষদ; ২. উপজেলা পরিষদ ও ৩, জেলা পরিষদ।
১৩। আনুষ্ঠানিক নেতা কে?
উঃ প্রাতিষ্ঠানিক কাঠামােতে গড়ে উঠা নেতৃত্বকেই আনুষ্ঠানিক নেতা বলে।
১৪। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?
উঃ দেশের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সম্পদের ওপর ভিত্তি করে স্থানীয় জন প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে যে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তাকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে।
১৫। দু’টি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম লিখ ?
উঃ দু’টি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম হলো ১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা পরিষদ।
১৬। পোষক কী ?
উঃ পোষক হলো গ্রাম্য ধনী ব্যক্তি।
১৭। জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উঃ জেলা প্রশাসক।
১৮। “চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
১৯। বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে?
উঃ ৪৯২টি।
২০। গ্রামীণ রাজনীতি কী?
উঃ গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।
২১। Little Republic কাকে বলা হতাে?
উঃ গ্রাম গুলােকে Little Republic বলা হত।
২২। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি?
উঃ বাংলাদেশ সচিবালয়।
২৩। চিরস্থায়ী বন্দোবস্ত বা জামিদারি প্রথা কত সালে পাস করা হয়?
উঃ ১৭৯৩ সালে।
২৪। গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয়? ৯৯%
উঃ ২২ জানুয়ারি ১৮৭০ সালে।
২৫। উপজেলা অধ্যাদেশ কে জারি করেন?
উঃ জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ।
২৬। অথবা, বাংলাদেশে উপজেলার সংখ্যা কত?
উঃ ৪৯৫টি।
২৭। অর্থনৈতিক পরিকল্পনা কী?
উঃ কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে
পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে ।
২৮। Ledership শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ ‘Lead’ শব্দ থেকে।
২৯। বিকেন্দ্রীকরণ কি?
উঃ সহজ কথায় কেন্দ্রের কাজের বিভিন্ন দিক
অধস্তন পর্যায়ে স্থানান্তর করাই হলো বিকেন্দ্রীকরণ ।
৩০। ‘Cultural Change’ কার লেখা গ্রন্থ?
উঃ টয়েনবী চ্যাপিন-এর।
৩১। ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য কত জন?
উঃ ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য)।
৩২। সমন্বয়ে গঠিত?
উঃ ৫৪টি।
৩৩। পৌরসভার বা, সিটি কর্পোরেশন প্রধানকে কি বলে?
উঃ মেয়র।
৩৪। পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় কত সালে?
উঃ ১৯৫০ সালে ।
৩৫। মৌলিক গণতন্ত্রের সর্বনিম্ন স্তরের নাম কি?
উঃ ইউনিয়ন কাউন্সিল।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে? ১০০%
২। ১৯১৯ সালের স্থানীয় স্বায়ত্তশাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৩। ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা কর। পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ কর। ১০০%
৪। গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে উঠে? গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৫। মাঠ প্রশাসন বলতে কী বুঝ? ১০০%
৬। রাজনৈতিক অংশগ্রহণ কী? ১০০%
৭। ক্ষুদ্র ঋণ বলতে কী বোঝায়? ১০০%
৮। বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৯। রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? ১০০%
১০। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ তুলে ধর। ১০০%
১১। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী? একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১২। বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। বিকেন্দ্রীকরণের অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর। ৯৯%
১৪। গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর। বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ কর। ৯৯%
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। স্থানীয় সরকারের সংজ্ঞা দাও। স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর। ১০০%
৩। গ্রামীণ সমাজ কাঠামো কী? বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
৪। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর। ১০০%
৫। মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝ? বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর। ১০০%
৬। পল্লী উন্নয়ন কী? বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড কী? বাংলাদেশে পল্লী উন্নয়ন ‘বোর্ড’ এর ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৭। গ্রামীণ কোন্দল কী ? বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৮। সালিশ কী? উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৯। মাঠ-প্রশাসন কী? স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
১০। স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা কর। ১০০%
১১। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১২। স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।৯৯%
১৩। বাংলাদেশে স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত কর
এবং সমাধানের পরামর্শ দাও। ৯৯%
১৪। স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর। ৯৯%