#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
২। ফেরোমোন কী?
উঃ গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ থেকে নির্গত গন্ধ একই প্রজাতির অপর সদস্যদের মধ্যে সংবেদন সৃষ্টির মাধ্যমে আচরণে প্রভাব ফেলাকে ফেরোমোন বলে ।
৩। সেক্স ক্রোমোজোম কী?
উঃ যেসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণের সাথে জড়িত তাদের সেক্স ক্রোমোজোম বলে।
৪। অ্যালিল কী?
উঃ সাধারণত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একজোড়া জিনের একটিকে অপরটির Allel বলে।
৫। কাইনেসিস কী?
উঃ যে ওরিয়েন্টেশনে জীবের চলনের গতি ও দিক পরিবর্তনের হার উদ্দীপনার তীব্রতার উপর নির্ভরশীল তাকে কাইনেসিস বলে।
৬। সোয়ামিং কী?
উঃ মৌচাকে যেকোনো কারণে সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এর চাপ কমাতে রানি মৌমাছি কিছু পুরুষ ও কর্মী নিয়ে দিনের মধ্যভাগে উড়ে যায়। একে সোয়র্মিং বলে।
৭। কেমোট্যাক্সিস কী?
উঃ রাসায়নিক দ্রব্যের প্রতি সাড়া দিয়ে প্রাণীর গমনাগমনকে কেমোট্যাক্সিস বলে।
৮। শিক্ষণের সংজ্ঞা দাও।
উঃ যে প্রক্রিয়া একেক সদস্যের আচরণে অভিজ্ঞতার আলোকে অভিযোজনিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত হয় সে প্রক্রিয়াকে শিক্ষণ বলে।
৯। Peack order কী?
উঃ সমাজবদ্ধ জীব সদস্যের মধ্যে শক্তিধর সদস্য কর্তৃক দুর্বল সদস্যের উপর কর্তৃত্ব অর্জনে সক্ষম হওয়ার অবস্থাকে Peack order (পেক-অর্ডার) বলা হয়।
১০। লিথাল জিন কী?
উঃ প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে কোনো জীবের মৃত্যু হলে ঐ জিনকে ঘাতক বা লিথ্যাল জিন বলা হয়।
১১। লিঙ্গ-সংযুক্তি বংশগতি কী?
উঃ যে সমস্ত জিন X-ক্রোমোজোমের সুনির্দিষ্ট নন হোমোলোগাস অঞ্চলে অবস্থান করে সেসব জিনকে লিঙ্গ সংযুক্ত বংশগতি (Sex-linked Inheritance) বলে।
১২। মিউটেশনের সংজ্ঞা দাও।
উঃ জীববিদ্যার কোনো জীবের জিনোম তথা জেনেটিক বস্তু (DNA) -র গুণগত ও পরিমাণগত যে-কোনো ধরনের জিনের বংশানুসরণযোগ্য আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে ।
১৩। এপিস্ট্যাসিসের সংজ্ঞা দাও।
উঃ যখন দুটি পৃথক স্বাধীন জিন কোনো জীবের একই চরিত্রকে প্রভাবিত করে এবং একটি জিন অন্যটিকে প্রকাশিত হতে দেয় না তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে।
১৪। উদ্দীপনা কী?
উঃ যে পরিবর্তনের কারণে ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী স্নায়ু উদ্দীপিত হয় তাকে উদ্দীপক বা উদ্দীপনা বলে।
১৫। রাজকীয় জেলী কী?
উঃ কর্মী মৌমাছিদের গলবিল এবং ম্যাক্সিলারি গ্রন্থি হতে নিঃসৃত বিশেষ প্রোটিন সমৃদ্ধ জেলির ন্যায় মধুকে রয়েল জেলি বা রাজকীয় জেলি বলে।
১৬। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বুঝায়?
উঃ বাহ্য উদ্দীপক কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে ক্রিয়া করায় স্নায়ু উদ্দীপিত হলে মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত আকস্মিক ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে প্রতিবর্তী ক্রিয়া বলে।
১৭। বর্ণান্ধতা বলতে কি বুঝ?
উঃ কতগুলো বিশেষ রঙ চিনতে না পারাই বর্ণান্ধতা (Colour blindness)।
১৮। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বুঝ?
উঃ পরস্পর বিপরীতধর্মী দুটি শুদ্ধ বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রসের ফলে সৃষ্ট F জনুতে যখন মাতা-পিতার কাজের আলাদা বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে উভয়ের বৈশিষ্ট্যের সংমিশ্রণে একটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় তখন জিনের এ ধরনের স্বভাবকে অসম্পূর্ণ প্রকটতা বলে।
১৯। জেনোটাইপ কি?
উঃ কোনো বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক জিনসমূহের গঠন রূপকে জেনোটাইপ বলে।
২০। সহজাত আচরণ বলতে কি বুঝ?
উঃ শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া একটি প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটি প্রাণী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বংশ পরম্পরায় একইভাবে যেসব জন্মগত আচরণ প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বলে।
২১। লিংকেজ কি?
উঃ একটি ক্রোমোজোমে একাধিক জিন একসাথে থাকা এবং দলবদ্ধ ভাবে বংশগতিতে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে লিংকেজ (Linkage) বলে ।
২২। অটোসোম কি?
উঃ যে সকল ক্রোমোজোমে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ অবস্থান করে তাদের অটোসোম বলে।
২৩। আচরণ বলতে কী বুঝ?
উঃ বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনার কারণে প্রাণীদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশকে আচরণ বলে।
২৪। প্রেষণা বলতে কি বুঝ?
উঃ প্রাণীর কোনো কাজে অনুপ্রাণিত করাকে প্রেষণা বলে ।
২৫। ওরিয়েন্টেশন কী?
উঃ পারিপার্শ্বিক উদ্দীপনার প্রতি উপযুক্ত সাড়া প্রদর্শনের জন্য জীবদেহের অবস্থানের পরিবর্তন জনিত উপযোজনকে ওরিয়েন্টেশন বলে।
২৬। অভিপ্রায়ণ কী?
উঃ খাদ্য গ্রহণ, প্রজনন উপযুক্ত পরিবেশের সন্ধান বা নিরাপদ আশ্রয়ের খোঁজে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো প্রাণীর খাদ্যগ্রহণ স্থল থেকে প্রজনন স্থলে গমন এবং পরবর্তীতে প্রজননস্থল থেকে খাদ্যগ্রহণ স্থলে আবার ফিরে আসাকে অভিপ্রয়াণ বলা হয়।
২৭। বাৎসল্য আচরণ বলতে কী বুঝ?
উঃ সন্তান জন্মানো আগে বা পরে বাচ্চার যত্ন বা লালন-পালনের জন্য পিতা বা মাতা কিংবা উভয়ই যে আচরণ প্রদর্শন করে তাকে বাৎসল্য আচরণ বলে ।
২৮। জিন কী?
উঃ জিন হলো DNA অণুর একটি খণ্ডাংশ (RNA ভাইরাস বা রাইবোভাইরাস ছাড়া), যা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সুনির্দিষ্ট ক্রমবিশিষ্ট পলিপেপ্টাইড (আমিষ) সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় সাংকেতিক বার্তা বা নির্দেশনা প্রদান করে।
২৯। সহ-প্রকটতা বলতে কী বুঝ?
উঃ হেটারোজাইগাস অবস্থায় লাল ও সাদা রংয়ের জিন দুটি একটি অন্যটির উপর সম্পূর্ণ প্রকট না হয়ে পাশাপাশি অবস্থান করে একটি মিশ্র রং উৎপন্ন করে। এখানে দু’টি জিনের সমান প্রকাশ (equal expression) দেখা যায়। এটিকে সহ-প্রকটতা বলে।
৩০। জিগ-জ্যাগ নৃত্য কী?
উঃ পুরুষ তিন কাঁটা স্টিকলব্যাক প্রজননের জন্য স্ত্রী তিন কাঁটা স্টিলব্যাকের দিকে আকর্ষণীয়ভাবে হেলে দুলে ডানে বামে যে আঁকাবাঁকা নৃত্য প্রদর্শন করে তাকে জিগ- জ্যাগ নৃত্য বলা হয়।
৩১। অটোজোম কী?
উঃ দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমজোমকে অটোজোম (Autosome) বলে।
৩২। ক্যারিওটাইপ কী?
উঃ কোনো জীবের ক্রোমোজোম সমষ্টির সংখ্যা, আকার, আকৃতি, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য (যেমন—মুখ্য ও গৌণ কুঞ্চনের অবস্থা) প্রকাশকারী চিত্রকে ক্যারিওটাইপ বলা হয়।
৩৩। টেস্ট ক্রস-এর সংজ্ঞা দাও।
উঃ হোমোজাইগাস বা হেটেরোজাইগাস প্রকট কোনো জীবের জিনোটাইপ জানতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পিতা বা মাতার সঙ্গে F, বংশধরের জীবের ক্রস করানোকে টেস্ট ক্রস বলা হয়।
৩৪। বংশগতি বলতে কী বুঝ?
উঃ যে প্রক্রিয়ায় পিতামাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন-প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিক ভাবে তাদের সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা Heredity বলে।
৩৫। হরমোন কি?
উঃ অনালি গ্রন্থি নিঃসৃত রাসায়নিক উপাদান, যা দেহের অভ্যন্তরে নির্গত হয় এবং রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে টার্গেট অংশে প্রতিক্রিয়া করে তাকে হরমোন বলা হয়।
৩৬। ক্রিনোট্যাক্সিস বলতে কী বুঝ?
উঃ পরপর কয়েকটি উদ্দীপকের তীব্রতা তুলনা করে যদি কোনো ওরিয়েটেশন নির্ধারিত হয়, তবে তাকে ক্লিনোট্যক্সিস বলা হয়।
৩৭। সারকাডিয়ান রিদম কি?
উঃ মোটামুটি ২৪ ঘণ্টা সময়ের উপর ভিত্তিশীল জীবের প্রাত্যহিক চক্রের সাথে সম্পর্কিত আচরণগত কার্যকলাপকে সারকাডিয়ান রিদম বা দৈনিক ছন্দময়তা বলা হয়।
৩৮। চিরায়ত সাপেক্ষণ কী?
উঃ সাপেক্ষ উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার এরূপ সংযোগমূলক আচরণকে চিরায়ত সাপেক্ষণ বলে।
৩৯। ইথোগ্রাম কী?
উঃ কোনো প্রজাতির স্বাভাবিক আচরণ ধারায় প্রদর্শিত ক্রিয়াকর্মের পৌনঃপুনিক সংঘটনের বর্ণনামূলক তালিকাকে ইথোগ্রাম বলে।
৪০। মিউচুয়ালিজম কী?
উঃ যখন সাহায্যদাতা ও সাহায্য গ্রহীতা উভয়ই তাদের পারস্পরিক ক্রিয়ার প্রজনন সুবিধা অর্জন করে তখন তাকে মিউচুয়ালিজম বলে।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। অসম্পূর্ণ প্রকটতা ও সহপ্রকটতার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
২। চারটি সামাজিক প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখ। সহজাত ও সামাজিক আচরণের তুলনা কর। ১০০%
৩। টেস্ট ক্রস কী? উদাহরণ সহ ব্যাখ্যা কর। ব্যাক-ক্রস ও টেস্ট-ক্রস-এর মধ্যে পার্থক্য কর। ১০০%
৪। শিক্ষণ আচরণের প্রকারভেদ ও বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৫। উদ্দীপকের সংজ্ঞা দাও ও প্রকারভেদ কর। আচরণে উদ্দীপকের ভূমিকা লিখ। ১০০%
৬। ক্রসিং ওভার কি? এর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ কর। ১০০%
৭। বর্ণান্ধতা সম্পর্কে যা জান লিখ। ১০০%
৮। দলবদ্ধতা ও সমাজবদ্ধতার মধ্যে পার্থক্য কর। ১০০%
৯। লিথাল জিন কি? একটি উদাহরণ দিয়ে প্রপঞ্চটি ব্যাখ্যা কর। ১০০%
১০। আচরণবিদ্যার পরিসর আলোচনা কর। ১০০%
১১। সকল ওরিয়েন্টেশন ট্যাক্সেস নয়’-ব্যাখ্যা কর। ৯৯%
১২। মিউটেশন কি? বিভিন্ন ধরনের মিউটেশনের বর্ণনা কর। ৯৯%
১৩। মানব কল্যাণে জেনেটিক্স এর প্রয়োগ লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মধু কি? মৌমাছির সামাজিক জীবন বা সংগঠন বর্ণনা কর। ১০০%
২। মেন্ডেলের সংক্ষিপ্ত পরিচয় দাও। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লিখ এবং প্রাণীর একটি উদাহরণসহ সূত্রটি ব্যাখ্যা কর। ১০০%
৩। এপিস্টাসিস কি? ৯:৭ এবং ১৩:৩ অনুপাতটি জিনতাত্ত্বিক কারণ সহ ব্যাখ্যা কর। ১০০%
৪। সহজাত আচরণের প্রকারভেদ বর্ণনা কর। শিক্ষালব্ধ আচরণ ও সহজাত আচরণের মধ্যে পার্থক্য কর। ১০০%
৫। তিনকাঁটা স্টিকলব্যাক মাছের প্রজননকালীন আচরণ বর্ণনা কর। Sea-gull-এর প্রজনন আচরণ বর্ণনা কর। ১০০%
৬। ক্রোমজোমাল অ্যাবারেশন কী? সংক্ষেপে বিভিন্ন ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন সম্পর্কে আলোচনা কর। ১০০%
৭। উদাহরণসহ লিঙ্গ-সংযুক্তি বংশগতি ব্যাখ্যা কর। ১০০%
৮। ইকোলোকেশন কি? প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রকার শব্দ যোগাযোগ কৌশল বর্ণনা কর। ১০০%
৯। মেন্ডেলের স্বধীনভাবে মিলনের সূত্রটি লিখ এবং ব্যাখ্যা কর। মেন্ডেলের সফলতার কারণসমূহ উল্লেখ কর। ১০০%
১০। লিঙ্গ জড়িত ও লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য বলতে কি বুঝ? মৌমাছির লিঙ্গ নির্ধারণ কৌশল বর্ণনা কর। মানুষের লিঙ্গ নির্ধারণ কৌশল বর্ণনা কর। ১০০%
১১। অভিপ্রায়ন কি? মাছের অভিপ্রায়ন সম্পর্কে লিখ। ৯৯%
১২। ফেরোমোন কী? বিভিন্ন প্রকার ফেরোমোনের বর্ণনা কর। ৯৯%
১৩। “লিংকেজ মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র মান্য করে না”- ব্যাখ্যা কর। ৯৯%
১৪। সেক্স ক্রোমোজোমের সাহায্যে প্রাণীর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা কর। সেক্স ক্রোমোজোম ও অটোজোমের পার্থক্য কর। ৯৯%