ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় অর্থনীতি পঞ্চম পত্র বিকল্প জনবিজ্ঞান রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-IMR, TRF,  UNESCO, CDR, ASDR, SDR, MMR, ASSDR, SFR, 

২। বাংলাদেশে প্রথম কখন আদমশুমারি অনুষ্ঠিত হয়?

উঃ বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম আদমশুমারি শুরু হয়।

৩। জনবিজ্ঞান কী?

উঃ জনবিজ্ঞান হলাে জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয়, যেখানে জন্ম, বিবাহ, মৃত্যু এবং জন স্থানান্তর সংক্রান্ত তত্ত্ব ও তথ্য পর্যালােচনা করা হয়।

৪। জনসংখ্যা পিরামিড কী?

উঃ স্ত্রী-পুরুষ ভেদে বিভিন্ন বয়স গ্রুপে মােট জনসংখ্যা

বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে।

৫। মরণশীলতা কী?

উঃ জন্ম হওয়ার পর যেকোনাে সময়ে জীবনের সব ধরনের চেতনা স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাওয়াকে মরণশীলতা বলে ।

৬। জনসবো’অভিক্ষেপণ কী?

উঃ ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামাে কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ব্যৱণা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে।

৭। প্রজননশীলতা কী?

উঃ প্রজননশীলতা বলতে জৈবিক সন্তান উৎপাদনে স্বেচ্ছাপ্রণােদিত আগ্রহের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে বুঝায়।

৮। জনসংখ্যার ঘনত্ব কী?

উঃ জনসংখ্যার ঘনত্ব হলাে একটি দেশের মােট আয়তনের প্রেক্ষিতে মােট জনসংখ্যার অনুপাত।

৯। আদমত্তমারির উদ্দেশ্য কী?

উঃ জন্ম ও মৃত্যুহার, স্ত্রী-পুরুষের অনুপাত, শিক্ষার

হার, কর্মসংস্থানের পরিমাণ, বেকার লােকের পরিমাণ জানাই আদমশুমারির প্রধান উদ্দেশ্য।

১০। ডি-ফ্যাটো গন্ধতি কী?

উঃ একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ঐ রাতে যে

যেখানে আছে সেখানে জনসংখ্যা গণনা করার পদ্ধতিকে

ডি-ফ্যাক্টো পদ্ধতি বলে।

১১। কাম্য জনসংখ্যা কী?

উঃ যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশের সর্বাধিক সমৃদ্ধি অর্জিত হয় সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়।

১২। কাম্য জনসংখ্যা কী?

উঃ যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশের সর্বাধিক সমৃদ্ধি অর্জিত হয় সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়।

১৩। বহির্গমন কী?

উঃ একই অঞ্চল বা দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে ।

১৪। শ্রমের যােগান রেখা পশ্চাদমুখে বেঁকে যায় কেন? 

উঃ বার বার মজুরি বৃদ্ধি পাওয়ার ফলে আয় প্রভাব ও

পরিবর্তক প্রভাবে একত্রিত ঘাত-প্রতিঘাতের দ্বারা শ্রমের

যােগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যায় ।

১৫। প্রজনন ক্ষমতা কি ?

উঃ সন্তান ধারণ অথবা সন্তান জন্মদানের জৈবিক সামর্থ্যই প্রজনন ক্ষমতা।

১৬। পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার কি ?

উঃ ১ বছরের মধ্যে প্রতি হাজার জীবিত জনসংখ্যার মধ্যে কতজন শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার বলে ।

১৭। জীবন সারণি প্রধানত কত প্রকার ?

উঃ জীবন সারণী ২ প্রকার । যথা : 

১. পূর্ণ – জীবন সারণী ও ২. সংক্ষিপ্ত জীবন সারণী 

১৮। কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লিখ ।

উঃ

১৯। জনসংখ্যা পিরামিড কি ?  

উঃ স্ত্রী – পুরুষ ভেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে ।

২০। জনসংখ্যা অভিক্ষেপ কি?

উঃ

২১। জনসংখ্যা অর্থনীতি কি?

উঃ

২২। ‘ Demos ‘ শব্দটির অর্থ কি ?

উঃ জনসংখ্যা ৷ 

২৩। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ? 

উঃ  ১.৩৭ % । 

২৪। . স্থূল মৃত্যুহার কি ?

উঃ কোনো জনসমষ্টির প্রতি হাজারে এক বছরে মৃত্যুর সংখ্যাই স্থূল মৃত্যুহার ।

২৫। বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারী গণনা করা হয় ?

উঃ বাংলাদেশে ১৯৭৪ সালে ।

২৬। আদমশুমারি কী ?

উঃ  একটি দেশের অর্থনৈতিক , সামাজিক , পেশাগত এবং জন্ম – মৃত্যু সম্পর্কে যাতীয় তথ্যসংগ্রহ করাকে আদমশুমারি বলে ।

২৭। স্থূল জন্মহার কী ? 

উঃ কোনো নির্দিষ্ট সময়ে তালিকাভূক্ত মোট জনসংখ্যা ও সময়ের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতকে ১০০০ দ্বারা গুণ করে স্থূল জন্মহার পাওয়া যায় তাকে স্থূল জন্মহার বলে ।

২৮। জনবিজ্ঞানের প্রধান চলকসমূহ কি ?

উঃ 

২৯। কাম্য জনসংখ্যা কী ? 

উঃ কাম্য জনসংখ্যা বলতে এমন জনসংখ্যাকে বুঝায় যা জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে ।

৩০।  বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি কিরূপ ?

উঃ  বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি হলো বর্ধিঞ্চু পিরামিড । 

৩১। পুল ফ্যাক্টর কী ?  

উঃ শহরের সুযোগ সুবিধা , বৈচিত্র্য ও চাকচিক্য গ্রামের মানুষকে আকর্ষণ করা হলো পুল ফ্যাক্টর ।

৩২। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি কত সালে চালু হয় ? 

উঃ বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ১৯৫৩ সাল থেকে চালু হয় ।

৩৩।  বয়স সংযুক্তি কী ? 

উঃ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বিন্যাস বা বণ্টন করে দেখার রীতিকে বয়স ও লিঙ্গ সংযুক্তি বলে ।

৩৪। স্থানান্তরের ‘ Pull – Push ‘ ফ্যাক্টরের প্রবক্তা কে ?

উঃ স্থানান্তরের ‘ Pull – Push ‘ ফ্যাক্টরের প্রবক্তা- জনবিজ্ঞানী।

৩৫।  জীবনসারণি কি ?

উঃ জীবন সারণি হলো কোনো নির্দিষ্ট জনসমষ্টির জীবন ইতিহাস যার মধ্যে প্রতিটি সময়ের বেঁচে থাকা এবং মরনের সম্ভাব্যতা নির্দেশ করে ।

৩৬। জনসংখ্যা নীতি কি ?

উঃ সরকার কর্তৃক গৃহীত আইন ও অধ্যাদেশ,যার প্রেক্ষিতে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়,তাকে জনসংখ্যা নীতি বলে।

৩৭। জনবিজ্ঞানের জনক কে ? 

উঃ John Graunt কে জনবিজ্ঞানের জনক বলা যায় ।

৩৮। শুমারি কাকে বলে?

উঃ পূর্ব গণনাকে শুমারি বলে।

৩৯।  জনসংখ্যা কাকে বলে?

উঃ একটি নির্দিষ্ট সময়ে কোন একটি নির্দিষ্ট এলাকায় একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের একত্রিত সমাবেশকে জনসংখ্যা বা পপুলেশন বলে।

৪০। জনসংখ্যার বয়স কাঠামো কি ?

উঃ একটি বিশেষ অঞ্চলের জনসংখ্যার বয়স। 

 ৪১। নিবন্ধীকরণ পদ্ধতি কী ?

উঃ জন্ম , মৃত্যু , বিবাহ – বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ জাতীয়ভাবে নথিবদ্ধ করার রীতিকে নিবন্ধীকরণ বলে ।

 ৪২। অভিগমন কী ? 

উঃ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে স্থানাস্তর বলে ।

৪১। পূর্ণাঙ্গ জীবন সারণি কী ?

উঃ  বিবেচনাধীন জনগোষ্ঠীর বয়স ব্যবধান ১ বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়োগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানো হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণি বলা হয়।

৪৩। শিশু মৃত্যুহার কী ?

উঃ  কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় প্রতি বছরে প্রতি হাজার জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে একবছর বয়সের যে ক’জন শিশু মৃত্যুবরণ করে সেই সংখ্যাকে শিশু মৃত্যুহার বলে। 

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। জন উর্বরতার (আর্থসামাজিক) নির্ধারকসমূহ কী? ১০০%

২। শিশু মৃত্যুহারকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় কেন? ১০০%

অথবা, বাংলাদেশে শিশু মৃত্যুহার হ্রাসের উপায়গুলো আলোচনা কর।

৩। জনবিজ্ঞান ও জনসংখ্যা বিষয়ক পাঠের মধ্যে পার্থক্য কী? ১০০%

অথবা, জনবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

৪। প্রাথমিক ও মাধ্যমিক জনমিতিক তথ্যের মধ্যকার পার্থক্য। ১০০%

৫। মোট ও নিট অভিবাসনের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%

৬। পূর্ণাঙ্গ জীবন সারণি ও সংক্ষিপ্ত জীবন সারণির পার্থক্য লিখ। ১০০%

৭। মরণশীলতার নির্ধারকসমূহ আলোচনা কর। ১০০%

৮। উন্নয়ন পরিকল্পনায় জীবন সারণির ব্যবহার আলোচনা কর। ১০০%

৯। বয়স কাঠামো কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে প্রবাবিত করে? ১০০%

১০। জনসংখ্যা অভিক্ষেপণে ব্যবহৃত পদ্ধতিসমূহ কী ব্যাখ্যা কর। ১০০%

অথবা, জনসংখ্যা অভিক্ষেপণ ও ভবিষ্যৎ পূর্বাভাসের মধ্যে পার্থক্য দেখাও।

১১। আন্তর্জাতিক অভিগমনের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কি? ৯৯%

১২। অতিরিক্ত জনসংখ্যা কিভাবে পরিবেশকে দূষিত করে? ৯৯%

১৩। আদমশুমারি ও নিবন্ধীকরণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%

১৪৷ উন্নয়নশীল দেশে প্রজনন হার বৃদ্ধির কারণ কী? ৯৯%

১৫। বাংলাদেশে নগরায়ণের সাথে অভ্যন্তরীণ অভিগমনের সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। অর্থ, ভোগ, সঞ্চয় ও বিনিয়োগের উপর জনসংখ্যার প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ কর। ১০০%

২। বাংলাদেশের গ্রাম থেকে শহরে জনসংখ্যা অভিগমনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

৩। (ক) আদমশুমারি কী? জনবিজ্ঞানের উপাত্ত সংগ্রহের উৎস হিসেবে আদমশুমারির গুরুত্ব আলোচনা কর। ১০০%

(খ) জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কী? ১০০%

৪। (ক) শিশু মৃত্যুহারকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় কেন? ১০০%

(খ) নিওন্যাটাল ও পোস্টন্যাটাল মৃত্যুর মধ্যে আলোচনা কর। ১০০%

৫। (ক) জনসংখ্যা অভিক্ষেপের প্রকারভেদগুলো আলোচনা কর। ১০০%

(খ) উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যা অভিক্ষেপণের ব্যবহার সম্পর্কে আলোচনা কর। ১০০%

৬। (খ) আদমশুমারি কি? আদমশুমারি তথ্য থেকে একটি জীবন সারণি প্রস্তুত প্রণালি বর্ণনা কর। ১০০%

(খ) জীবন সারণির প্রকারভেদ কী? জীবন সারণির বিভিন্ন কলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%

৭। (ক) বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার উচ্চ হওয়ার প্রধান কারণগুলো বর্ণনা কর। ১০০%

(খ) মানুষের জন্মহার কিভাবে পরিমাপ করা হয়? তোমার মতে কোনটি জন্মহারের সর্বোত্তম পরিমাপক এবং কেন? ১০০%

৮। (ক) মরণশীলতা কী? মরণশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। ১০০%

(খ) বাংলাদেশের মৃত্যুর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক নির্ধারকগুলো আলোচনা কর।

৯। পরিবার পরিকল্পনা কি? বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নের বাধাসমূহ আলোচনা কর। ১০০%

১০। (ক) জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।

(খ) কাম্য জনসংখ্যা কী?বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে কাম্য

জনসংখ্যা তত্ত্বের গ্রহণযোগ্যতা যাচাই কর। ১০০%

১১। (ক) প্রাথমিক ও মাধ্যমিক জনমিতিক চলক কী? ৯৯%

(খ) অর্থনৈতিক উন্নয়নে জনমিতিক চলকগুলোর ভূমিকা আলোচনা কর। ৯৯%

১২। (ক) উন্নত ও অনুন্নত দেশে জন্মহারের পার্থক্য হয় কেন? ৯৯%

(খ) জন্মহার প্রভাবকারী উপাদানসমূহ কী? ৯৯%

১৩। জনসংখ্যার পুনর্বণ্টন কী? আন্তর্জাতিক অভিগমনের বাধাসমূহ আলোচনা কর। ৯৯%

১৪। জনসংখ্যা নীতি কি? জনসংখ্যা অবস্থান্তর তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%