ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ঊনিশ শতকে নবজাগরণের পথিকৃত কে?
উঃ রাজা রামমোহন রায়।
২। কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখ।
উঃ ১.অগ্নিবীণা ও ২. বিশের বাঁশি।
৩। কাজী আব্দুল ওদুদ কে ছিলেন?
উঃ লেখক চিন্তাবিদ।
৪। কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পায়?
উঃ ‘মানুষের ধর্ম’ গ্রন্থে।
৫। সুফী শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উঃ সুফি শব্দটি আহলুস সাফফা থেকে উদ্ভূত হয়েছে।
৬। ‘সত্যের সন্ধানে’ কে লিখেছেন?
উঃ কাজী আব্দুল ওদুদ।
৭। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
৮। বুদ্ধির মুক্তি আন্দোলন কি?
উঃ বুদ্ধি মুক্তি আন্দোলন বলতে বাহ্যিক প্রভাবমুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বুঝায়।
৯। ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
উঃ ধূমকেতু পত্রিকা ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয়।
১০। বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কী?
উঃ মুসলিম লীগ।
১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার উল্লেখ কর।
উঃ ১. জাতীয়তাবাদ ও ২. বিধবা বিবাহ।
১২। কত সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি লাভ করেন?
উঃ ১৯১৫ সালের ৩রা জুন নাইট উপাধি লাভ করেন।
১৩। কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উঃ লর্ড বেন্টিংক ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ।
১৪। ‘ আত্মীয় সভা ‘ কত সালে গঠিত হয় ?
উঃ ১৮১৫ সালে ।
১৫। বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি ?
উঃ মুসলিম লীগ ।
১৬। ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ?
উঃ রাজা রামমোহন রায় ।
১৭। কতসালে রবীন্দ্রনাথ নোবেল পুরুস্কার লাভ করেন ?
উঃ ১৯১৩ সালে।
১৮। সুফীবাদের মতে জ্ঞানের উৎস কী ?
উঃ সুফীবাদের মতে জ্ঞানের উৎস হলো- ক্ষমতানুসারে মরমি অভিজ্ঞতা বা স্বজ্ঞা জ্ঞানের উৎস ও পদ্ধতি ।
১৯। গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয় ?
উঃ ভাববাদ ও জড়বাদের সমন্বয় ।
২০। ব্রাহ্ম সামজের প্রতিষ্ঠাতা কে ?
উঃ রাজা রামমোহন রায় ।
২১। বুদ্ধির মুক্তি আন্দোলন কি ?
উঃ বুদ্ধি মুক্তি আন্দোলন বলতে বাহ্যিক প্রভাবমুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বুঝায় ।
২২। ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে ?
উঃ ধূমকেতু পত্রিকা ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয় ।
২৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার উল্লেখ কর ?
উঃ অগ্নিবীণা ও বাশের বাশি।
২৪। ‘সত্যের সন্ধানে’ কে লিখেছেন ?
উঃ কাজী আব্দুল ওদুদ।
২৫। কত সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি লাভ করেন ?
উঃ ১৯১৫ সালের ৩রা জুন।
২৬। রেনেসাঁ শব্দের অর্থ কি ?
উঃ নবজাগরণ।
২৭। সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছেন ?
উঃ গোবিন্দ চন্দ্র দেব।
২৮। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে ?
উঃ গৌতম বোদ্ধ।
২৯। বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি ?
উঃ চারটি।
৩০। উপনিষদ অর্থ কি ?
উঃ কারো নিকট বসা।
৩১। বৈষ্ণববাদ কি ?
উঃ বৈষ্ণববাদ বাংলার অতি প্রাচীন ভক্তি ধর্মমত । প্রাচীনকালে এই মতবাদ বিষ্ণুকেন্দ্রিক আরাধনাকে আশ্রয় করেই বিকশিত ।
৩২। উনিশ শতকের নবজাগরণের পথিকৃত কে ?
উঃ রাজা রামমোহন রায় ।
৩৩। কাজী নজরুল ইসলাম কবে,কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৩৪। সাম্যবাদী কবি কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
৩৫। সমন্বয়ী ভাববাদের প্রবক্তা কে ?
উঃ সমন্বয়ী ভাববাদের প্রবক্তা হলেন- ড . গোবিন্দ চন্দ্র দেব ।
৩৬। কোন বাঙালি দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয় ?
উঃ ডিরোজিওকে সক্রেটিসের সাথে তুলনা করা হয় ।
৩৭। আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস কী ?
উঃ আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হলো- ইন্দ্রিয় ।
৩৮। ‘বুদ্ধির মুক্তি ’ আন্দোলনের প্রধান প্রবক্তা কে ?
উঃ কাজী আবদুল ওদুদ ।
৩৯। বাউল কারা ?
উঃ বাংলার এক শ্রেণীর অশিক্ষিত , অর্ধ – শিক্ষিত , একতারা আশ্রয়ী , ভাববিদ্রোহী গায়ক , স্বাধীন ও সমন্বয় মূলক মরমি সাধকদের বাউল বলা হয় ।
৪০। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী ?
উঃ নরেন্দ্রনাথ ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বৈষ্ণব দর্শন কি? ব্যাখ্যা কর। ১০০%
২। বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন? ব্যাখ্যা কর। ১০০%
৩। ফরায়েজী বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বুঝ? ১০০%
৪। কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়? ১০০%
৫। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? ১০০%
৬। ড. জি.সি. দেব. এর সমন্বয়ী ভাববাদ কি? ১০০%
৭। মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন? ১০০%
৮। সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা কর। ১০০%
৯। ‘এই মানুষে সেই মানুষ আছে’ বলতে লালন শাহ্ কি বুঝিয়েছেন? ৯৯%
১০। বৈষ্ণব দর্শনের স্বরূপ ব্যাখ্যা কর। ৯৯%
১১। বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? ৯৯%
১২। আরজ আলী মাতুব্বরকে কী দার্শনিক বলা যায়? যুক্তি দেখাও। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বাংলাদেশ দর্শন কি?বাংলাদেশ দর্শনের দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
২। সুফীবাদ কি? সুফীবাদের মূলনীতিগুলো আলোচনা কর। ১০০%
৩। বৈষ্ণব দর্শন কি? বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর। ১০০%
৫। বাউল কারা? বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর। ১০০%
অথবা, বাউল কারা? বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর।
৬। কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
অথবা, মানবতাবাদী কবি হিসেবে কাজী নজরুল ইসলামের মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৭। বাংলাদেশের দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৮। বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর। ১০০%
৯। মোহাম্মদ বরকতুল্লাহ’র দর্শন আলোচনা কর। ১০০%
১০। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আলোচনা কর। ৯৯%
১১। জি.সি দেবের সমন্বয়ী ভাববাদ ব্যাখ্যা কর। ৯৯%
১২। কাজী আব্দুল ওয়াদুদের দর্শন আলোচনা কর। ৯৯%