ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় সমাজবিজ্ঞান পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- WED, WID, CFC, HDI, WTP,FOA, GAD, GNP, HPI, FAO.
২। পরিবেশ কী?
উঃ পরিবেশ হলাে মানুষের চারদিকের পারিপার্শ্বিক অবস্থা যা মানুষের উন্নয়ন বৃদ্ধিকে প্রভাবিত করে।
৩। টেকসই উন্নয়ন কী?
উঃ টেকসই উন্নয়ন হলাে এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান। রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থানীয় ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মানােন্নন ঘটায়।
৪। প্রতিবছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
উঃ ৫ জুন।
৫। বায়ােম কী?
উঃ কোনাে এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়ােম বলে।
৬। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি?
উঃ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হলাে- সুন্দর বন।
৭। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাটোর নাম লিখ।
উঃ দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলাে CO, এবং CFC।
৮। ওজন স্তর কী?
উঃ ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে।
৯। লবণাক্ততা কী?
উঃ কোন স্থানে মাটি ও পানিতে আনুপাতিক হারে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে লবণাক্ততা বলে।
১০। কত সালে বাংলাদেশে পরিবেশ নীতি গ্রহণ করা হয়?
উঃ ১৯৯২ সালে।
১১। বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় প্রথম অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিওডি জেনিরােতে
১২। কম্যুনিটি বনায়ন কাকে বলে ?
উঃ একটি সম্প্রদায়ের সকলের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠা বনকে কমিউনিটি বনায়ন বলে ।
১৩। ” Environmental sociology is generally defined as the study of the interrelationships between society and the environment . ” -উক্তিটি কার ?
উঃ আর . ডানলপ ( Dunlap ) এবং ডব্লিউ আর ক্যালন ( W. R. Callon )।
১৪। ” Man and his enviornment . ” গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ গ্রন্থটি R.H. Lowise এর ।
১৫। ভৌত পরিবেশ কি ?
উঃ ভৌত পরিবেশ বলতে বায়ুমণ্ডল , অশ্মমণ্ডল নিয়ে গঠিত পরিবেশকে বোঝায় ।
১৬। বাস্তুতন্ত্র সম্পর্কে কে প্রথম আলোচনা করেন ?
উঃ জার্মান বিজ্ঞানী আনেস্ট হেগেল ১৮৬৯ সালে ।
১৭। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
উঃ ৫ জুন ৷
১৮। ইকোস্ফিয়ার কি ?
উঃ পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে ইকোস্ফিয়ার একত্রে বলে ।
১৯। নির্বনায়ন কি ?
উঃ কৃত্রিম বা প্রাকৃতিক দুর্যোগ , পরিবেশ দূষণ বা যেকোনো কারণে কোনো বনভূমির বৃক্ষরাজি ধ্বংস হয়ে বৃক্ষহীন অঞ্চলে পরিণত হওয়া বা বৃক্ষরাজি হ্রাস পাওয়াকে নির্বনায়ন বলে ।
২০। বাস্তুসংস্থান কি ?
উঃ জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে ।
২১। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদনের জন্য দায়ী ?
উঃ যুক্তরাষ্ট্র বা USA ।
২২। মাধ্যমিক খাদক কাকে বলে?
উঃ মাংসাশীদের।
২৩। ZPG -এর অর্থ কি ?
উঃ ZPG- এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার।
২৪। ‘ World Population Centers Relations to Soil ‘ গ্রন্থটির লেখক কে ?
উঃ Wolfenger .
২৫। Understanding global environment-গ্রন্থটির লেখক কে ?
উঃ
২৬। দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি ?
উঃ দুর্যোগ ব্যবস্থাপনা ৩ প্রকার । যথা- ১. দুর্যোগপূর্ব পর্যায় ; ২. দুর্যোগকালীন পর্যায় ও ৩. দুর্যোগ পরবর্তীকালীন পর্যায় ।
২৭। ‘ সুনামি ‘ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত ?
উঃ সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত ।
২৮। দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লেখ ?
উঃ চিপকো আন্দোলন ও গ্রিনবেল্ট আন্দোলন।
২৯। জনসংখ্যা কি ?
উঃ একটি ভৌগলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জনগোষ্ঠীর সমষ্টি হলো জনসংখ্যা।
৩০। পরিবেশ নীতি কি ?
উঃ পরিবেশের অবক্ষয় রোধ কল্পে বিভিন্ন দেশের সরকার কর্তৃক গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ বা নীতিমালাকে পরিবেশ নীতি বলে
৩১। কমিউনিটি বনায়ন বাংলাদেশে কখন চালু হয় ?
উঃ ১৯৭৮সালে।
৩২। জীব বৈচিত্র্য কি ?
উঃ পৃথিবীতে বিরাজমান জীবিত বস্ত ুর সংখ্যা , তাদের বস্তুতান্ত্রিক সংগঠন ও ব্যাপ্তিকে জীববৈচিত্র বলে।
৩৩। বায়ুমুন্ডলের কোন স্তরে ওজন গ্যাস পাওয়ায়?
উঃ স্ট্রাটোস্ফিয়ারে।
৩৪। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি?
উঃ যখন কোনো দেশে জন্মহার , মৃত্যুহার ও স্থানান্তরের হার এমন পর্যায়ে থাকে যা দেশের জনসংখ্যাকে অপরিবর্তিত রাখে । এমন অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় ।
৩৫। কাম্য জনসংখ্যা কি ?
উঃ কাম্য জনসংখ্যা বলতে দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে বোঝায় ।
৩৬। পরিবেশ দূষণের প্রধান শিকার কারা ?
উঃ পরিবেশ দূষণের প্রধান শিকার হলো- মানুষ ও জীববৈচিত্র্য ।
৩৭। জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ?
উঃ UNESCO.
৩৮। পানি দূষণ বলতে কি বুঝ ?
উঃ জীবের উপর মন্দ প্রভাব সৃষ্টিকারী পানির যেকোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনকে পানি দূষণ বলে ।
৩৯। আর্সেনিকের সহনীয় মাত্রা কত ?
উঃ ০.০৫ মি . গ্রা . / লি . বা ০.০১ পিপিএম ।
৪০। অতিনগরায়ণ কি ?
উঃ নগরায়ণের একটি বিরূপ প্রক্রিয়া।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। কাম্য জনসংখ্যা বলতে কি বুঝ? ১০০%
২। বাস্তুতন্ত্র বলতে কী বােঝায়? ১০০%
৩। জীববৈচিত্র্য বলতে কী বােঝায়? ১০০%
৪। খাদ্য শৃঙ্খল বলতে কী বােঝায়? ১০০%
৫। টেকসই উন্নয়ন বলতে কি বুঝ? ১০০%
৬। সামাজিক বনায়ন কাকে বলে? ১০০%
অথবা, সংরক্ষিত বন বলতে কি বুঝ?
৭। পরিবেশগত শরণার্থী কী?
অথবা, পরিবেশগত অবক্ষয় ও পরিকল্পনা কী? ১০০%
৮। দুর্যোগ ব্যবস্থাপনা কী? ১০০%
৯। পরিবেশ নীতি বলতে কী বােঝায়? ১০০%
১০। শিল্পায়ন বলতে কি বুঝ? ৯৯%
১১। বায়ু ও পানি দূষণ বলতে কি।বুঝ? ৯৯%
১২। লবণাক্ততা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সমস্যাসমূহ লিখ। ৯৯%
১৩। প্রতিবেশ ও জেন্ডারের সংজ্ঞা দাও। ৯৯%
১৪। সংক্ষেপে বৈশ্বিক উষ্ণায়ন ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলােচনা কর। ১০০%
২। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলােচনা কর।
অথবা, বিশ্ব উষ্ণায়নরােধে গৃহীত পদক্ষেপসমূহ আলােচনা কর।
৩। আর্সেনিক দূষণ কি? আর্সেনিক দূষণের সামাজিক প্রভাবসমূহ বর্ণনা কর। ১০০%
৪। পানি দূষণ কি? পানি দূষণের কারণসমূহ বিশ্লেষণ কর। ১০০%
অথবা, বাংলাদেশের মানুষের উপর পানি দূষণের প্রভাব আলোচনা কর।
৫। নারী ও শিশুর উপর পরিবেশগত সমস্যার প্রভাব আলােচনা কর। ১০০%
অথবা, “নারী ও শিশু” পরিবেশ দূষণের প্রধান শিকার” – আলোচনা কর।
৬। পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণে ‘নারীর ভূমিকা আলােচনা কর। ১০০%
৭। দুর্যোগ ব্যবস্থাপনা কি? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলাে বিশ্লেষণ কর। ১০০%
অথবা, বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর।
৮। পরিবেশ নীতি কি? বাংলাদেশের পরিবেশ নীতি পর্যালােচনা কর। ১০০%
৯। বায়ু দূষণ কি? মানবজীবনের উপর বায়ু দূষণের প্রভাব আলােচনা কর। ১০০%
১০। শিল্পায়নের সংজ্ঞা দাও।
পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব আলােচনা কর। ১০০%
অথবা, অপরিকল্পিত শিল্পায়ন কিভাবে সামাজিক সমস্যা সৃষ্টি করে? আলােচনা কর।
১১। দারিদ্র্য ও পরিবেশের মধ্যকার সম্পর্ক আলােচনা কর। ৯৯%
১২। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরন আলোচনা কর। ৯৯%
১৩। লবণাক্ততা কি? লবণাক্ততার ক্ষতিকর দিকসমূহ আলােচনা
কর। ৯৯%
১৪। জলবায়ু পরিবর্তন রােধে বাংলাদেশ সরকারের গৃহীত
পদক্ষেপসমূহ উল্লেখ কর। ৯৯%