ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মদিনার প্রথম মসজিদের নাম কী?
উঃ মদিনার প্রথম মসজিদের নাম-মসজিদে আল কুবা।
২। দিওয়ান আল-খাতামের প্রতিষ্ঠাতা কে?
উঃ দিওয়ান আল-খাতাম এর প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া।
৩। মকতাবুল বারিদ অর্থ কী?
উঃ ডাক বিভাগের সেবা।
৪। মুসলমানগণ কখন আন্দালুস জয় করেন?
উঃ মুসলমানগণ আন্দালুস জয় করেন ৭১১ সালে।
৫। মদিনার পূর্বনাম কী?
উঃ ‘মদিনার’ পূর্ব নাম ইয়াসরিব।
৬। হযরত মুহাম্মদ (সা.) এর ব্যক্তিগত সচিব কে ছিলেন?
উঃ হযরত মুহাম্মদ (সা.) এর ব্যক্তিগত সচিব উবাই বিন কাব।
৭। আব্বাসীয় বংশের প্রথম খলিফা কে?
উঃ আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস সাফাহ।
৮। কে সর্বপ্রথম আরবি মুদ্রা প্রচলন করেন?
উঃ সর্বপ্রথম আরবি মুদ্রা প্রচলন করেন খলিফা আব্দুল মালিক।
৯। কর্ডোভা মসজিদ কোথায়?
উঃ স্পেনের কর্ডোভা শহরে।
১০। বায়তুল মাল কী?
উঃ ইসলামি রাষ্ট্রে বায়তুল মাল বলতে রাষ্ট্রীয় কোষাগারকে বুঝায়।
১১। কোন সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত?
উঃ মেসোপটেমিয়া সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত।
১২। সর্বমোট কয়জন উমাইয়া শাসক ছিলেন?
উঃ সর্বমোট উমাইয়া শাসক ছিলেন ১৪ জন।
১৩। ইসলামি সভ্যতার প্রধান প্রধান উৎস কি?
উঃ ইসলামি সভ্যতার প্রধান উৎস হলো কুরআনুল কারীম।
১৪। দওয়ান আল-খাতাম এর প্রতিষ্ঠাতা কে?
উঃ হযরত মুয়াবিয়া।
১৫। ইসলামি সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি কোথায়?
উঃ মিশর ।
১৬। মদিনার পূর্বনাম কি?
উঃ ইয়াসরিব।
১৭। সর্বমোট কতজন উমাইয়া শাসক ছিলেন?
উঃ ১৪ জন।
১৮। দারুল আরকাম কি?
উঃ মুসলমানদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।
১৯। বাগদাদ নগরী কোথায়?
উঃ ইরাক।
২০। রাফকা জামে মসজিদ কোথায়?
উঃ
২১। বায়তুল হিকমা কি?
উঃ বায়তুল হিকমা একটি গবেষণাগার।
২২। কাযিউল কুজাত অর্থ কি?
উঃ আব্বাসীয় শাসনামলে প্রধান বিচারপতির উপাধি।
২৩। কাকে দ্বিতীয় উমর বলা হয়?
উঃ উমর বিন আব্দুল আজীজকে।
২৪। কে কখন বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন?
উঃ আল মুনসুর ৭৬২ খ্রিস্টাব্দে।
২৫। উশর শব্দের অর্থ কী?
উঃ উশর শব্দের অর্থ দশ ভাগের একভাগ বা এক-দশমাংশ বা ফসলের যাকাত।
২৬। উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া।
২৭। সর্বমোট কতজন আব্বাসী শাসক ছিলেন?
উঃ ৩৭ জন।
২৮। খারিজীরা কাকে হত্যার পরিকল্পনা করে?
উঃ হযরত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আস।
২৯। জীবনযাত্রাই সভ্যতার ইংরেজি প্রতিশব্দ কি ?
উঃ সভ্যতার ইংরেজি প্রতিশব্দ- Civilization.
৩০। ল্যাটিন শব্দ Civitas অর্থ কী ?
উঃ ল্যাটিন শব্দ Civitas অর্থ হলো- নাগরিক।
৩১। দারুল আরকাম কী ?
উঃ ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।
৩২। কুব্বাতুস সাখরা কি ?
উঃ পাথরের নির্মিত গম্বুজ বিশিষ্ট মসজিদ।
৩৩। ইসলামি সভ্যতার স্বর্ণযুগ কোনটি ?
উঃ আব্বাসীয় শাসনামল।
৩৪। সাহিবুল বারীদ বলা হয় কাকে ?
উঃ ডাক বিভাগের প্রধানকে সাহিবুল বারিদ বলে।
৩৫। ইউরোপের বাতিঘর কি ?
উঃ কর্ডোভা ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সভ্যতা কি? ইসলামি সভ্যতার পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। ‘কুব্বাতুস সাখরা’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৩। বায়তুল হিকমা কী? সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৪। ইসলামি সভ্যতার অধঃপতনের কারণগুলো কী কী? ১০০%
৫। কর্ডোভা কি? “ইউরোপের বাতিঘর কর্ডোভা”- সংক্ষেপে লিখ। ১০০%
৬। দামেস্ক ও রাক্কা মসজিদ সম্পর্কে আলোচন কর। ১০০%
৭। মদিনার সনদ কী? মদিনা সনদের ধারাগুলো লিখ। ১০০%
৮। উমাইয়া শাসনের চারটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৯। শিক্ষায় আন্দালুসের খলিফা দ্বিতীয় হাকামের অবদান সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১০। উমাইয়াদের রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে লিপিবদ্ধ কর। ১০০%
১১। রাসূলুল্লাহ (সাঃ). এর যুগে ইসলামী সভ্যতার বিকাশ সংক্ষেপে লিখ। ৯৯%
১২। ভাষা ও সাহিত্যে/বিজ্ঞান – দর্শনে আব্বাসীয়দের অবদান বর্ণনা কর। ৯৯%
১৩। উমাইয়া যুগের বিচার ব্যবস্থা আলোচনা কর। ৯৯%
১৪। মজলিশ উশ শূরা ও খোলাফায়ে রাশেদীন কী? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ইসলামি সভ্যতা কি? ইসলামি সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
২। স্থাপত্য শিল্পে উমাইয়াদের অবদান বিস্তারিত আলোচনা কর।
৩। উমাইয়া কারা? উমাইয়াদের পতনের কারণগুলো বর্ণনা কর। ১০০%
৪। আব্বাসীয় কারা? আব্বাসীয়দের বিচার ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ১০০%
৫। আব্বাসীয়দের অর্জন ও দুর্বলতাসমূহ বিস্তারিত আলোচনা কর। ১০০%
৬। ইসলামি সভ্যতা পুনর্জাগরণে খলিফা উমর বিন আবদুল আজিজের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। ইসলামি সভ্যতা বিকাশে ও ভাষা – সাহিত্যে আব্বাসীয়দের অবদান মূল্যায়ন কর। ১০০%
৮। আন্দালুসিয়ায় মুসলিম শাসকদের সাফল্যের বিবরণ দাও। ১০০%
অথবা, জ্ঞান – বিজ্ঞানে আন্দালুসিয়ার মুসলমানদের অবদান মূল্যায়ন কর।
৯। ইসলামি সভ্যতার সংজ্ঞা দাও। ইসলামী সভ্যতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
১০। ইসলামী সভ্যতা পতনে হাশেমী উমাইয়া দ্বন্দ্বের প্রভাব বর্ণনা কর। ১০০%
১১। মদিনার সনদ কি? সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রে “মদিনার সনদের” গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১২। খোলাফায়ে রাশেদীন কারা? খোলাফায়ে রাশেদীনের শাসনব্যবস্থার বিবরণ দাও। ৯৯%
১৩। ইসলামী সভ্যতায় মুসলিম সাহিত্য ও চিত্রকলার উতসসমূহ আলোচনা কর। ৯৮%