ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় ইতিহাস ষষ্ঠ পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? 

উঃ ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।

২। কাকে আরবের শেক্সপিয়ার বলা হয়? 

উঃ কবি ইমরুল কায়েসকে।

৩। জাজিরাতুল আরব’ এর অর্থ কী? 

উঃ জাজিরাতুল আরব’ -এর অর্থ আরব উপদ্বীপ ।

৪। হিলফুল ফুজুল’ কে প্রতিষ্ঠা করেন? 

উঃ হযরত মুহাম্মদ (সা.)।

৫। ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন? 

উঃ ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর (রা.)।

৬। কত সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়? 

উঃ সিফফিনের যুদ্ধ ৬৫৭ সালে সংঘটিত হয়।

৭। উমাইয়া বংশের শেষ থলিফা কে ছিলেন? 

উঃ উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ান।

৮। খারিজি’ শব্দের অর্থ কী? 

উঃ দল ত্যাগ করা।

৯। আর কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 

উঃ ৭১২ খ্রিস্টাব্দে।

১০। উষ্ট্রের যুদ্ধ কবে সংঘটিত হয়? 

উঃ উষ্ট্রের যুদ্ধ বা জামালের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

১১। ক্রুসেড কী? 

উঃ এগারাে শতকের শেষ ভাগ থেকে তেরাে শতক পর্যন্ত যিশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম উদ্ধারের জন্য ইউরােপীয় খ্রিস্টান জগৎ প্রাচ্যের 

মুসলমানদের বিরুদ্ধে বর্নে ক্রুশ চিহ্ন ধারণ করে যে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয় ইতিহাসে তাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত।

১২। বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? 

উঃ বায়তুল হিকমা আব্বাসীয় খলিফা আল-মামুন প্রতিষ্ঠা করেন।

১৩। বেদুঈন কারা ? 

উঃ  মরুময় আরবের অধিবাসিদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করতো এবং ভ্রাম্যমান জীবন যাপন করতো তাদের বেদুঈন বা যাযাবর বলা হতো । 

১৪। কাকে মরুভূমির জাহাজ বলা হয় ?

উঃ উটকে মরুভূমির জাহাজ বলা হয় । 

১৫। আল – আকাবায় কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল ? 

উঃ  ৩ টি । 

১৬। কুসিদ প্রথা কি ? 

উঃ প্রাক ইসলামি যুগে ইহুদিদের মাঝে সুদের যে ঘৃণ্যপ্রথার প্রচলন ছিল তাই কুসিদ প্রথা ।

১৭। মুসায়লামা কে ছিলেন ? 

উঃ একজন শক্তিশালী ভণ্ডনবি ছিলেন । 

১৮। খারাজ কি ?

উঃ অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভুমিকরকে ‘ খারাজ বলে । 

১৯। ইসলাম – পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল ? 

উঃ ৩৬০ টি । 

২০। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি ? 

উঃ বিশ্বের ইতিহাসে মদিনা সনদই সর্বপ্রথম লিখিত সংবিধান । 

২১। বায়তুল হিকমা কি ?

উঃ বায়তুল হিকমা আল – মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান । 

২২। আরব শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উঃ আ’রাবুন শব্দথেকে এসেছে।

২৩। Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কি?

উঃ

২৪। গোত্রকে আরবিতে কি বলা হতো?

উঃ কাবিলা।

২৫। আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত?

উঃ হেজাজ প্রদেশ।

২৬। আল মালা শব্দের অর্থ কি?

উঃ মন্ত্রণা পরিষদ।

২৭। সাব-আ-মুয়াল্লাকাত কি?

উঃ মক্কার কাবা গৃহের ঝুলন্ত সাতটি কবিতা।

২৮। হিলফুল ফুজুল অর্থ কি?

উঃ শান্তিসংঘ। 

২৯। হাশরে আসওয়াদ কি?

উঃ পবিত্র মক্কা নগরী কাবাঘরে অবস্থিত কৃষ্ণ পাথর।

৩০। ‘আইয়াম ‘ শব্দের অর্থ কী ? 

উঃ : ‘ আইয়াম ‘ শব্দের অর্থ যুগ । 

৩১। মহানবী (সাঃ) কত খ্রিস্টাব্দে লাভ করেন?

উঃ ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে।

৩২। মোহাম্মদ (সাঃ)  কখন কোথায় হিজরত করেছিলেন?

উঃ ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায়।

৩৩। বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উঃ ৬২৪ খ্রিষ্টাব্দে।

৩৪। খন্দক শব্দের অর্থ কি?

উঃ পরিখা। 

৩৫। বিদায় হজ কত সালে সংঘটিত হয়েছিল?

উঃ ৬৩২ সালে।

৩৬। সিদ্দিক শব্দের অর্থ কি? 

উঃ সত্যবাদী।

৩৭। একদিন ভন্ড নবীর নাম উল্লেখ কর?

উঃ মুসায়লামা, আসওয়াদ আনসী, তোলায়হা ও সাজাদ।

৩৮। সর্বপ্রথম মুসলিম সেনাবাহিনী করেন কে?

উঃ উমাইয়া খলিফা মুয়াবিয়া।

৩৯। আরব আলেকজান্ডার কার উপাধি ছিল?

উঃ উকবা ইবনে নাফির।

৪০। “মজলিশ – উস – শূরা ” কে প্রবর্তন করেন ? 

উঃ হযরত ওমর ( রা .)।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। “আইয়ামে জাহেলিয়া” বলতে কী বুঝ? ১০০%

২। দুমার মীমাংসা বলতে কী বুঝ? ১০০%

৩। হিজরত কি? মহানবি (সা.)-এর হিজরতের কারণসমূহ লিখ। ১০০%

৪। হুদাইবিয়ার সন্ধির শর্তসমূহ উল্লেখ কর। ১০০%

৫। কারবালা ইসলামের ইতিহাসে এত বিখ্যাত কেন? ১০০%

অথবা, কারবালা যুদ্ধের গুরুত্ব লিখ।

৬। বিবি খাদিজা (রা.)-এর পরিচয় দাও।  ১০০%

৭। হালাকু খান ও হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? ১০০%

৮। বার্মাকিদের সম্পর্কে একটি টীকা লেখ। ১০০%

৯। হিলফুল ফুজুল কী? এর কার্যক্রম বর্ণনা কর। ১০০%

১১। গুপ্তঘাতক সম্পর্কে টীকা লিখ। ১০০%

১২। জেরুজালেমের উপর টীকা লিখ। ৯৯%

১৩। আরবের ভৌগলিক অবস্থার বিবরণ দাও। ৯৯%

১৪। বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? ৯৯%

অথবা, বায়তুল হিকমা সম্পর্কে টীকা লিখ।

১৫। খারিজি, আব্বাসীয়, হানিফ সম্প্রদায় কারা? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। প্রাক-ইসলামি যুগে আরবদের রাজনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর। ১০০%

২। বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

৩। ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবুবকর (রা.)-এর মূল্যায়ন কর। ১০০%

৪। খলিফা হযরত ওমর (রা.)-এর শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার আলোচনা কর। ১০০%

৫। মদিনা সনদের ধারা বা শর্তাবলি ও গুরুত্ব পর্যালোচনা কর। ১০০%

৬। উমাইয়া কারা? উমাইয়া শাসন সুদৃঢ়করণে আব্দুল মালিকের অবদান আর মুল্যায়ন কর। ১০০%

৭। আব্বাসীয় কারা? আব্বাসীয় বংশের পতনের কারণগুলো আলোচনা করা। ১০০%

৮। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সংঘর্ষের কারণগুলো বিশ্লেষণ কর। ১০০%

৯। খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর। ৯৯%

১০। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আল – মনসুর এর কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%

১১। মজলিশ – উশ – শূরা কি? মজলিশ – উশ – শূরার কার্যাবলি সংক্ষেপে লিখ। ৯৯%

১২। হযরত ওসমান (রাঃ) এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিশ্লেষণ কর। ৯৯%

১৩। সেলজুক কারা? সেলজুক তুর্কিদের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস লিখ। ৯৯%