ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। KSA-এর পূর্ণরূপ কী?
উঃ KSA-এর পূর্ণরূপ হলাে Kingdom of Saudi Arabia.
২। কোন ওসমানীয় সুলতান কনস্টান্টিনােপল বিজয় করেন?
উঃ সুলতান দ্বিতীয় মুহাম্মদ।
৩। বলকান শব্দের অর্থ কী?
উঃ বলকান শব্দের অর্থ পর্বত।
৪। ইলখানি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ হালাকু খান।
৫। আধুনিক মিশরের জনক কে ছিলেন?
উঃ আধুনিক মিশরের জনক ছিলেন মুহাম্মদ আলী পাশা।
৬। ইরাকের প্রাচীন নাম কী?
উঃ ইরাকের প্রাচীন নাম মেসােপটেমিয়া।
৭। ইরানের পাহলভি বংশে কত জন শাসক ছিল?
উঃ দুই জন শাসক ছিলেন।
৮। মামলুক’ শব্দের অর্থ কী?
উঃ মামলুক শব্দের অর্থ ক্রীতদাস বা দাস।
৯। লেবাননের রাজধানীর নাম কী?
উঃ বৈরুত।
১০। মােঙ্গলগণ কোন জাতির লােক ছিল?
উঃ হুন জাতির।
১১। ওরখানের পিতার নাম কী ছিল?
উঃ অটোমান সম্রাট ওসমান।
১২। আইনজালুতের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে?
উঃ ১২৬০ সালে।
১৩। মঙ্গু খান কে ছিলেন ?
উঃ মঙ্গু খান ছিলেন টুলী খানের পুত্র এবং চেঙ্গিস খানের পৌত্র ।
১৪। ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উঃ হালাকু খান ৷
১৫। তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন ?
উঃ ১৩৯৮ সালে ।
১৬। মিশরকে নীলনদের দান বলেছেন কে ?
উঃ হেরোডোটাস ।
১৭। ওসমানীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল ?
উঃ সুগুতে ।
১৮। ইউরোপের ‘ রুগ্ন ব্যক্তি ‘ বলা হয় কোন দেশকে ?
উঃ তুরুস্ককে ।
১৯। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উঃ ১৯১৪ সালে ২৮ জুলাই ।
২০। কামালবাদ কি ?
উঃ মোস্তফা কামাল পাশার সংস্কার নীতি ।
২১। মুহাম্মদ আলী পাশা কে ছিলেন ?
উঃ মুহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের জনক ছিলেন ।
২২। ইরানে পাহলভী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ ইরানে পাহলতী বংশের প্রতিষ্ঠাতা ১ ম রেজা শাহ ।
২৩। আব্দুল আজিজ ইবনে সউদ কে ছিলেন ?
উঃ আধুনিক সৌদি আরবের জনক ছিলেন ।
২৪। PLO কি, এর পূর্ণরূপ কি এবং এর সদর দপ্তর কোথায়?
উঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন ।
Palestine Liberation Organization. এবং এর সদর দপ্তরতিউনিসে।
২৫। মোঙ্গলদের রাজধানীর নাম কি ছিল ?
উঃ মোঙ্গলদের রাজধানীর নাম কারাকোরাম ।
২৬। চেঙ্গিস খানের বাল্যনাম কি ছিল ?
উঃ চেঙ্গিস খানের বাল্যনাম ছিল ‘ তেমুচীন ‘ ।
২৭। তিমুচীন শব্দের অর্থ কি ?
উঃ কঠিন ইস্পাত ।
২৮। মোঙ্গল জাতির প্রতিষ্ঠাতা কে এবং বিশ্বের ত্রাস নামে কাকে অভিহিত করা হয় ?
উঃ চেঙ্গিস খান ।
২৯। ‘তারিখ-ই-জাহানগুসা’ গ্রন্থের লেখক কে
উঃ আতা মালিক জুয়াইনি।
৩০। উলাঙ্গ ইয়াছা কি ছিল ?
উঃ চেঙ্গিস খানের সংবিধান ।
৩১। মার্কোপোলো কোন দেশের পর্যটক?
উঃ ভেনিস (ইতালি) ।
৩২। আইন-জালুতের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ মোঘল ও মামলুক।
৩৩। জামি-উত-তাওয়ারিখ গ্রন্থের লেখক কে?
উঃ রশিদ উদ্দিন।
৩৪। ‘ মোঙ্গ ’ শব্দের অর্থ কী ?
উঃ সাহসী ।
৩৫। ‘পর্বতের বৃদ্ধ’ ব্যক্তির নাম এবং গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ হাসান-বিন-সাবাহ।
৩৬। আমীর তৈমুরের রাজধানীর নাম কী ?
উঃ সমরকন্দ ৷
৩৭। হিটাইরিয়া ফিলকি কি?
উঃ গ্রিসের স্বাধীনতা যুদ্ধের একটি ভ্রাতৃসংঘ।
৩৮। কোন অঞ্চলকে ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয়?
উঃ বলকান অঞ্চল কে।
৩৯। ব্রিটিশরা কখন মিশর অধিকার করে ?
উঃ ১৮৮২ সালে ।
৪০। জর্ডানের রাজধানীর নাম কী ?
উঃ আম্মান ।
৪১। ‘ আতাতুর্ক ’ শব্দের অর্থ কী ?
উঃ আতাতুর্ক শব্দের অর্থ তুর্কি জাতির পিতা ।
৪৩। প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয় ?
উঃ ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় ।
৪৪। জামালউদ্দীন আফগানি কে ছিলেন ?
উঃ প্যান ইসলামাবাদের জনক ছিলেন ।
৪৫। ইরানের প্রাচীন নাম কী ?
উঃ ইরানের পূর্ব নাম ছিল পারস্য ।
৪৬। মিশরে কত শ্রেণির মামলুক ছিল ?
উঃ ২ টি ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। “প্রাচ্য সমস্যা” বলতে কি বুঝ? ১০০%
২। ‘শ্বেত বিপ্লব’ বলতে কী বুঝ? ১০০%
৪। মামলুক ও ইলখানি কারা?মামলুকদের পতনের চারটি কারণ লিখ। ১০০%
৫। ক্রিমিয়া/আঙ্গোরার যুদ্ধ সম্পর্কে টীকা লিখ। ১০০%
৬। নব্যতুর্কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৭। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা কর।
অথবা, বলকান যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
৮। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানীর পক্ষে যােগ দিয়েছিল কেন? ১০০%
৯। সুয়েজ খাল সম্পর্কে যা জান লিখ। ১০০%
১০। পরিচয় দাও : আমীর তৈমুর, সাজার উদ-দার। ১০০%
১১। বিশ্ব সভ্যতায় মােঙ্গলদের অবদান আলােচনা কর। ৯৯%
১২। ফিলিস্তিন সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখ। ৯৯%
১৩। গাজান খানের উপর একটি টীকা লিখ। ৯৯%
১৪। তানজিমাতের ধারণা দাও। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। হালাকু খানের বাগদাদ আক্রমণের/অভিযানের কারণ বর্ণনা কর এবং মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া নিরূপণ কর। ১০০%
২। সামরিক সংগঠনের বিশেষ উল্লেখপূর্বক সুলতান ওর খানের শাসনকাল পর্যালােচনা কর। ১০০%
৩। মিশরে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান বাইবার্সের অবদান/কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৪। নেপােলিয়নের মিশর বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা কর। ১০০%
৫। ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহ পাহলবীর ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৬। আঙ্গোরার/ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলােচনা কর। ১০০%
৭। কামালবাদ কী? আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে মােস্তফা কামাল পাশার অবদান/কৃতিত্ব আলােচনা কর। ১০০%
অথবা, মােস্তফা কামাল পাশার পরিচয় দাও। তার সংস্কারসমূহ আলােচনা কর।
৮। ওসমানের পরিচয় দাও। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার অবদান আলােচনা কর। ১০০%
৯। কুলবাই খান কে ছিলেন? বিজেতা হিসেবে তাঁর কৃতিত্ব বিচার কর। ১০০%
১০। প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ আলােচনা কর। ১০০%
১১। শাসক ও জ্ঞান সাধনার পৃষ্ঠপােষক হিসেবে গাজান মাহমুদ খানের অবদান পর্যালােচনা কর। ৯৯%
১২। বৈদেশিক নীতির উল্লেখপূর্বক সুলতান কালাউনের শাসনকাল পর্যালােচনা কর। ৯৯%
১৩। নব্যতুর্কী আন্দোলন বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন? ৯৯%
১৪। সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সউদের ভূমিকা আলােচনা কর। ৯৯%