#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- BRACK, NASW, NGO, DAB, YMCA, ICDDR,B, ORS, CARE.
২। ‘BIRDEM’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ড. মুহাম্মদ ইব্রাহিম।
৩। সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড উল্লেখ কর।
উঃ সামাজিক ন্যায়বিচার।
৪। মাঠকর্মের সর্বশেষ ধাপ কোনটি?
উঃ প্রতিবেদন লিখন।
৫। নির্দিষ্ট মাঠকর্ম কী?
উঃ শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থায় দু’জন তত্ত্বাবধায়কের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে।
৬। মাঠকর্মের মূল লক্ষ্য কী?
উঃ মাঠকর্মের মূল লক্ষ্য হলাে সমাজকর্মের তাত্ত্বিক। জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা।
৭। “Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা কে?
উঃ “Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা ম্যারি রিচমন্ড ।
৮। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৯৭৪ সালে ।
৯। সংস্থাপন কী?
উঃ কোনাে শিক্ষানবিসকে যখন কোনাে সংস্থার সাথে যুক্ত করা হয় এবং সেখানে কোনাে দায়িত্বে নিযুক্ত করা হয় তখন তাকে সংস্থাপন বলে।
১০। প্রেরণ কী?
উঃ প্রেরণ হলাে সাহায্যার্থীকে সংস্থা থেকে প্রয়ােজনীয়
সেবা দিতে অক্ষম হলে অন্যত্র পাঠানাের ব্যবস্থা।
১১। ডায়াগনােসিস কত প্রকার?
উঃ ডায়াগনােসিস ৩ প্রকার।
১২। প্রসেস রেকর্ডিং কী ?
উঃ প্রসেস রেকর্ডিং হলো ছাত্র – ছাত্রীদের দৈনন্দিন কার্যাবলি সংরক্ষণ ।
১৩। জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উঃ জাতীয় কিশাের সংশােধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম হলাে- কিশাের উন্নয়ন কেন্দ্র।
১৪। মাঠকর্ম কত প্রকার ?
উঃ মাঠকর্ম দুই প্রকার । যথা – নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্ম ।
১৫। প্রবেশন কোন শব্দ থেকে এসেছে?
উঃ ল্যাটিন শব্দথেকে এসেছে।
১৬। তত্ত্বাবধায়ক কে ?
উঃ যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলে।
১৭। মাঠকর্মে কর্মদিবস কত দিন ?
উঃ ৬০ কর্ম দিবস ।
১৮। কখন কোথায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উঃ ১৯০৫ সালে আমেরিকায়।
১৯। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৯৭৪ সালে।
২০। মাঠকর্মের ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ Field Work.
২১। সমাজকর্মের সর্বপ্রথম পেশাগত শিক্ষার গুরুত্ব উত্থাপন করেন?
উঃ Anna L.Dawes.
২২। The Social Work Dictionary কার লিখা?
উঃ Robert L. Barker.
২৩। Supervision গ্রন্থটি কে লিখেছেন?
উঃ D. Paul Chowdhury.
২৪। তত্ত্বাবধানের একটি বৈশিষ্ট ?
উঃ এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপিত হয়।
২৫। ভার্চুয়াল তত্ত্বাবধান কি?
উঃ ই-মেইল, ওয়েব ও কম্পিউটারের মাধ্যেমে যে তত্ত্বাবধান করা হয় তাকে ভার্চুয়াল তত্ত্বাবধান বলে।
২৬। Save Bangladesh কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭১ সালে।
২৭। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬ সালে।
২৮। গ্রামীণ ব্যাংকের ‘পরীক্ষামূলক প্রকল্প’ প্রথম কোথায় চালু করা হয়?
উঃ চট্রগ্রামে জোবর গ্রামে।
২৯। বারডেম কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৬৫ সালে।
৩০। সংশোধনমূলক কার্যক্রমগুলো কি কি?
উঃ
৩১। সমাজকর্ম করা উনশীলন করেন?
উঃ সমাজকর্মীরা।
৩২। NASW কি?
উঃ সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক সংস্থা।
৩৩। উন্নয়ন সংস্থা বলতে কি বুঝ?
উঃ যে সব সংস্থা দেশের সার্বিক উন্নয়নে নিয়োজিত থাকে।
৩৪। গৃহপরিদর্শন কি?
উঃ বই থেকে দেখে নাও।
৩৫। প্রতিবেদন জমাদানের সময়সীমা কতদিন?
উঃ ৭দিন।
৩৬। মাঠকর্ম প্রতিবেদন কী ?
উঃ ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন শেষে ছাত্রছাত্রীরা লিখিত আকারে যে কর্ম
তত্ত্বাবধায়কের নিকট প্রদান করে তাই মাঠ মাঠকর্ম প্রতিবেদন ।
৩৭। তত্ত্বাবধানের প্রকারভেদ লিখ ।
উঃ ৪ প্রকার । যথা- ১. প্রশাসনিক তত্ত্বাবধান , ২ . সেচ্ছাসেবী তত্ত্বাবধান , ৩.
সাংগঠনিক তত্ত্বাবধান ও ৪ . আর্থিক তত্ত্বাবধান ।
৩৮। সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি ?
উঃ সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ সংস্থাপন ।
৩৯। মাঠকর্ম কী ?
উঃ যে অনুশীলনধর্মী প্রক্রিয়ায় কোন বিষয়ের তাত্ত্বিক জ্ঞান ও কলাকৌশল মানবকল্যাণে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মাঠকর্ম বলে ৷
৪০। ‘The Social Work Dictionary’কার লেখা?
উঃ Robert L.Barker.
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]
১। সাক্ষাৎকার কী? উত্তম সাক্ষাৎকার শর্তাবলি লিখ। ১০০%
২। মাঠকর্ম কি? মাঠকর্মের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৩। নির্দিষ্ট মাঠক ও চলমান মাঠকর্মের পার্থক্য লিখ। ১০০%
৪। মাঠকর্মে একজন তত্ত্বাবধায়কের গুণাবলি লিখ। ১০০%
৫। মনোচিকিৎসা সমাজকর্ম বলতে কী বােঝ? ১০০%
অথবা, চিকিৎসা সমাজকর্ম বলতে কি বুঝ?
৬। কেস স্টাডি ও কেস ব্যবস্থাপনার পার্থক্য দেখাও। ১০০%
৭। মাঠকর্মে তত্ত্বাবধানের উদ্দেশ্য লিখ। ১০০%
অথবা, মাঠকর্মের উদ্দেশ্যাবলি সংক্ষেপে লিখ।
৮। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য লিখ। ১০০%
৯। গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলো লিখ। ১০০%
১০। গ্রামীণ ও শহর সমাজসেবা কী? ১০০%
১১। সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কী? ৯৯%
১২। আটক নিবাস, শিশু কল্যাণ, কিশোর আদালত কী? ৯৯%
১৩। নৈতিক মানদণ্ড কি? সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কি কি?
১৪। কার্যকর তত্ত্বাবধানের পূর্বশর্ত লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও]
১। মাঠকর্মের সংজ্ঞা দাও। মাঠকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা কর। ১০০%
২। বাংলাদেশে মাঠকর্মের সমস্যাসমূহ আলােচনা কর। ১০০%
৩। তত্ত্বাবধান কী? মাঠকর্মে তত্ত্বাবধানের কৌশলসমূহ আলােচনা কর। ১০০%
অথবা, মাঠকর্ম অনুশীলনে চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা লিখ।
৪। চিকিৎসা সমাজকর্ম কী? মাঠকর্ম অনুশীলনে একজন চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলােচনা কর। ১০০%
৫। প্রতিবেদন কী? মাঠকর্মে প্রতিবেদন লেখার নিয়মাবলি উদাহরণসহ বর্ণনা কর। ১০০%
৬। একজন পেশাদার সমাজকর্মীর নৈতিক দায়িত্বসমূহ আলােচনা কর। ১০০%
৭। কেস ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। কেস ব্যবস্থাপনার কার্যাবলি আলােচনা কর। ১০০%
৮। ব্র্যাকের উদ্দেশ্যসমূহ কী কী? এর কার্যাবলি ব্যাখ্যা কর। ১০০%
৯। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১০। ঘটনা লিপিবদ্ধকরণ কী? মাঠকর্ম অনুশীলনে ঘটনা লিপিবদ্ধকরণের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
১১। মাঠকর্মে শিক্ষার্থীদের কার্যসম্পাদনের প্রকৃতি বর্ণনা কর। ৯৯%
১২। বাংলাদেশে সাক্ষাৎকার গ্রহণের সমস্যা ও সমস্যা সমাধানের উপায় আলােচনা কর। ৯৯%