ইনকোর্স নাম্বার যেমন ভালো রেজাল্ট করতে সহায়তা করে তেমনি ইনকোর্স নাম্বার ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব নয়!!
বিস্তারিত কারণ👇
১)উদাহরণ স্বরূপ বুঝবেন::
২০ নাম্বারের ইনকোর্স নাম্বারে আপনাকে যদি কলেজ থেকে ১৮ দেওয়া হয়&আপনি খাতায় ৪০+ নাম্বারের উপরে তুলতে পারেন তাহলে কলেজ থেকে দেওয়া ১৮ যোগ হব(খাতায় ৪০+ইনকোর্স ১৮)=৬০ ফাস্ট ক্লাস
২)যদি খাতায় ৩৯ তুলতে সক্ষম হলে তাহলে কলেজ থেকে দেওয়া ১৮ যোগ হবে না,,তখন ইনকোর্স নাম্বার এড হবে ৮ অর্থাৎ (খাতায় ৩৯+ইনকোর্স ৮)=৪৭ সি গ্রেড থার্ড ক্লাস!!
৩)সি প্লাস কেনো আসে ভালো লেখার পরও?
উত্তর:আপনাকে কলেজ থেকে ইনকোর্স নাম্বার ১০/১২ এরকম নাম্বার দিলে সি প্লাস চলে আসবে!!
কারণ👉আপনি খাতায় ৪১ পেলেন+ ইনকোর্স নাম্বার দিছে মনে করেন ১০ তাহলে(খাতায় ৪১+ইনকোর্স ১২)=৫৩ অর্থাৎ ২য় শ্রেণী😢
☆☆ইনকোর্স নাম্বার ১ম বার যা দিবে আপনার কলেজে,ইম্প্রোভ দেওয়ার সময়ও ঐ নাম্বার বহাল থাকবে।
👉ইনকোর্স নাম্বার আপনার ডিপার্টমেন্টদের শিক্ষকদের ওপর নির্ভর করে,ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ,কঠিন হলেও সত্য সত্যি এটাই প্রাইভেটে পড়লে স্যার থেকে বেশি নাম্বার পাওয়া যায় অধিকাংশ কলেজে&নিয়মিত ক্লাস, আচার-ব্যবহার,সুসম্পর্ক ইত্যাদির ওপর নির্ভর করে!!
লেখায়::এজি এম মেহেদী হাসান (বিবিএ অনার্স শেষ বর্ষ,ম্যানেজমেন্ট বিভাগ)জাতীয় বিশ্ববিদ্যালয়