উত্তর ঃ ভূমিকা ঃ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো জাতীয় স্বাস্থ্যনীতি। স্বাস্থ্যসেবাকে প্রতিটি নাগরিকের
নাগালের মধ্যে নিয়ে যাওয়াই হলো এ নীতির মূল। এ নীতির গুরুত্বপূর্ণ দিক হলো স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়ন করা।
→ মূলনীতিসমূহ ঃ জাতীয় স্বাস্থ্যনীতির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে যে সকল মূলনীতি নির্ধারণ করা হয়েছে তা নিম্নরূপ :
১. বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জাতি, ধর্ম, গোত্র, পুরুষ-মহিলা এবং বিশেষ করে শিশু ও নারীর ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে সামাজিক ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যসেবা ভোগ করতে প্রচার মাধ্যমের সহায়তার সচেতন ও সক্ষম করে তোলা।
২. প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার অত্যাবশ্যক সেবাগুলো বাংলাদেশ রাষ্ট্রীয় ভূখণ্ডের যে কোনো ভৌগোলিক অবস্থানের প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেয়া।
- ৩. অধিক গুরুত্বসম্পন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানের ক্ষেত্রে সুবিধাবঞ্চিত গরিব ও বেকারত্ব পীড়িত জনগণের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার লক্ষ্যে বিরাজমান সম্পদের সমবণ্টন ও সদ্ব্যবহার নিশ্চিত করা।
৪. স্বাস্থ্য ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এবং স্বাস্থ্য উন্নয়নে ও জনগণের দায়িত্ব ও অধিকার প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা প্রণয়নে, ব্যবস্থাপনায়, স্থানীয় তহবিল গঠনে, মনিটরিং এবং স্বাস্থ্যসেবা প্রদান পদ্ধতি পর্যালোচনায় ইত্যাদি প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা।
৫. সবার জন্য কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাসমূহের সমন্বিত প্রয়াসের সুযোগ সৃষ্টি ও সহযোগিতা প্রদান।
৬. পরিবার পরিকল্পনা কার্যক্রম সমন্বিত, সম্প্রসারণ জোরদার করার মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করা।
৭. স্বাস্থ্য সেবার উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এবং স্বাস্থ্যসেবার সুবিধা প্রত্যেকটি নাগরিকের কাছে দেয়ার জন্য সার্বিক ও গ্রহণযোগ্য প্রশাসনিক পুনর্বিন্যাস, সেবাদান পদ্ধতি ও সরবরাহ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ।
৮. স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যের সেবাগুলোকে আরও জোরদার এবং সদ্ব্যবহার নিশ্চিতকল্পে কার্যকর, ফলপ্রসূ ও
সুদক্ষ প্রযুক্তি গ্রহণ ও যথাযথ ব্যবহার, পদ্ধতি উন্নয়ন ও গবেষণা কর্মকে উৎসাহিত করা।
৯. স্বাস্থ্য পুষ্টি সাথে সম্পর্কিত বিষয়ে স্বাস্থ্যরসবা প্রদানকারী সেবা গ্রহীতাসহ সকল নাগরিকের অধিকার। সুযোগ, দায়িত্ব কর্তব্য ও বিধি নিষেধ ব্যাপারে আইনের আশ্রয় নেয়ার সুযোগ সৃষ্টি করা।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, জাতীয় স্বাস্থ্যনীতির মূলনীতি হলো সকল জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের দায়িত্ব কর্তব্য ও অধিকার নিশ্চিতকরণে সহায়তা প্রদান করা।