জাতিবর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর?

অথবা, জাতিবর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী?
অথবা, `জাতিবর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য নিরূপণ কর।
উত্তরা৷ ভূমিকা :
জাতিবর্ণ হলো একটি বদ্ধগোষ্ঠী। যখনই কোন গোষ্ঠী বা ব্যক্তিকে উত্তরাধিকারসূত্রে বিচার করা হয়, তখনই তাকে নির্দিষ্ট জাত বা জাতিবর্ণে অভিহিত করা হয়। বস্তুত জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি সুকঠোর ব্যবস্থা।
জাতিবর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য : জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে কোন সমাজে বিভিন্ন গোষ্ঠীর একত্রে অবস্থান ও বসবাস করার একটি প্রক্রিয়া, যাকে সামাজিক সাংস্কৃতিক বহুত্ববাদও বলা হয়। জাতিবর্ণ প্রথা আলোচনার মাধ্যমে যেসব
বৈশিষ্ট্যসমূহ পাওয়া যায় তা সংক্ষেপে নিম্নে আলোচনা করা হলো : প্রথমত, বংশক্রমিতা জাতিবর্ণ—প্রথার প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরা যায়। কারণ জাতি বা জাতিবর্ণে সদস্যপদ বংশানুক্রমিকভাবে পাওয়া যায় । জাতিবর্ণ হলো জন্মভিক্তিক। যেমন- ব্রাহ্মণের সন্তান হবে ব্রাহ্মণ, কর্মকারের সন্তান হবে কর্মকার। দ্বিতীয়ত, জাতিবর্ণ-বর্ণ হলো অন্তর্বিবাহ ভিত্তিক গোষ্ঠী, কোন এক জাতির সদস্য অন্য কোন জাতির সদস্যকে বিবাহ করতে পারে না। এখানে জাতির গণ্ডির মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। তৃতীয়ত, প্রতিটি জাতিবর্ণ তারা নিজস্ব সীমানা রক্ষায় বদ্ধপরিকর। এটি রক্ষিত হলেই তার অস্তিত্ব টিকে থাকে। এমনকি যখন আন্তঃজাতি বর্ণের মেলামেশা বৃদ্ধি পায় এবং পরিণামে জাতিবর্ণগুলোর মধ্যকার সামাজিক সাংস্কৃতিক পার্থক্য
কমে আসে তখনও তাদের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতা তথা একটি থেকে অন্যটির পার্থক্য বিশিষ্টতা বজায় রাখার প্রয়াস অব্যাহত থাকে।
চতুর্থত, জাতিবর্ণ ব্যবস্থায় যে উঁচুনিচু কাঠামো দেখা যায়, তা দৈনন্দিন জীবনে পারস্পরিক সম্পর্কের মধ্যে প্রতিফলিত হয় এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই তা ধরা পড়ে। পঞ্চমত, জাতিবর্ণে সামাজিক সচলতা নেই বললেই চলে। গুণাগুণ বিচারে জাতিবর্ণ পরিবর্তন করা যায় না। নিজস্ব বিধিনিষেধ অমান্য করলে প্রায়শ্চিত্ত করতে হয় অথবা জাতিচ্যুত করা হয়। জন্মসূত্রে জাতি-বর্ণের সাথে সম্পর্ক আমৃত্যু ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, জাত বা জাতিবর্ণ ব্যবস্থায় সামাজিক অসমতার একটি চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠে । অর্থাৎ জাতি বা জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি সুকঠোর ব্যবস্থা।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/