জনসমষ্টি বলতে কি বুঝ?

অথবা, জনসমষ্টি কি?
অথবা, জনসমষ্টির সংজ্ঞা দাও।
অথবা, জনসমষ্টির ব্যাখ্যা দাও।
উত্তর৷ ভূমিকা : Survival is the fittest’ এ নীতির বিপরীত দর্শন থেকেই সমষ্টি বা সমষ্টি সংগঠন প্রত্যয়টির উদ্ভব। সামাজিক জীব হিসেবে সমাজে সকল মানুষের যেমন বেঁচে থাকা ও সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আছে তেমনি দুর্বলেরও সমাজে বেঁচে থাকা ও সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আছে। সমাজের সকল লোক ও সকল দলের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমেই সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলা যায়। মূলত এ দর্শন থেকেই সমষ্টি বা সম্প্রদায় প্রত্যয়ের উদ্ভব।
জনসমষ্টি : সাধারণ অর্থে জনসমষ্টি বলতে বুঝায় একটি ভৌগোলিক অঞ্চল, যেখানে কিছুসংখ্যক লোক জীবনধারণের সাধারণ উদ্দেশ্যকে কেন্দ্র করে সমবেতভাবে জীবনযাপন করে এবং বিভিন্ন সামাজিক প্রথা প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেদের বহুমুখী চাহিদা পূরণ করে।
জাকা প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জনসমষ্টিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। নিম্নে বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত জনসমষ্টির কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলঃ
সমাজবিজ্ঞানী লুন্ডবার্গ (Lundberg) তাঁর ‘Sociology’ নামক গ্রন্থে বলেছেন, “Community is a human population living within a limited geography area and carrying on a common inter dependent life.” অর্থাৎ, জনসমষ্টি হল এমন একদল লোক, যারা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় পরস্পর নির্ভরশীল সাধারণ
জীবনযাপন করে আসছে।
সমাজবিজ্ঞানী ম্যাকাইভার (MacIver) তাঁর ‘Society its Structure and Changes’ গ্রন্থে বলেছেন, “জনসমষ্টি বলতে এমন একটি জনসমষ্টিকে বুঝায় যাদের বাসস্থান, স্বার্থ ও জীবনধারা এক ও অভিন্ন।”
সমাজবিজ্ঞানী কিংসলে এবং ডেডিস (Kingsley & Devis) তাঁদের ‘Human Society’ নামক গ্রন্থে বলেছেন, “জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীকে বুঝায়, যারা একই সামাজিক রীতিনীতিতে আবদ্ধ। ” উপরিউক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বলা যায় যে, জনসমষ্টি হল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসরত
একদল লোকের সমাবেশ, যাদের পারস্পরিক স্বার্থ অভিন্ন ও সাদৃশ্যপূর্ণ এবং যাদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং তারা এমন কতকগুলো প্রতিষ্ঠানের অধিকারী যেগুলো তাদের মৌলিক প্রয়োজন মিটাতে সাহায্য করে এবং যেসব প্রতিষ্ঠান পরিচালনায় তারা যৌথভাবে অংশগ্রহণ করে। উদাহরণস্বরূপ গ্রাম সম্প্রদায় বা সমষ্টি, শহর সমষ্টি ইত্যাদি
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, জনসমষ্টি হল একটি অন্তরঙ্গ মানবগোষ্ঠী। যে মানবগোষ্ঠীর মাঝে আঞ্চলিক একাত্মবোধ, সামাজিক সংহতি, স্বাতন্ত্র্যবোধ এবং বিভিন্ন সামাজিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠা সংহতি বিদ্যমান। আর এ জনসমষ্টি ক্ষুদ্র এবং বৃহৎ উভয় প্রকারেরই হতে পারে। আবার জনসমষ্টি যেমন আঞ্চলিক ভিত্তিতে হতে পারে তেমনি অঞ্চলবিহীন (Non-place), অর্থাৎ সম্পর্কের ভিত্তিতেও গড়ে উঠতে পারে। অর্থাৎ জনসমষ্টি হল এমন একটি সামাজিক গোষ্ঠী, যাদের মধ্যে কোন না কোনরূপ আমরা বোধ বিদ্যমান এবং যারা নির্দিষ্ট এলাকায় বসবাস করে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/